Breaking Bharat: সোনার আংটি সহজেই ভাগ্য বদলে দিতে পারে কি? সোনা, সকলের সহ্য হয় না, জানেন তো? একটা সোনা এক মুহূর্তে বদলে দিতে পারে আপনার ভাগ্য (A gold ring can easily change fortune) । কিভাবে জানুন বিস্তারিত
সোনা বিষয়টা সকলের কাছে বড্ড বেশি প্রিয়। প্রতিটা মানুষ চান তার আশেপাশে সোনা ভরে উঠুক। কিন্তু বিষয়টা হচ্ছে মানুষ একটা চায় আর বাস্তবে আর একটা ঘটে। সাধারণত জ্যোতিষ শাস্ত্র অনুসারে সোনার একটা আলাদা গুরুত্ব আছে। কিন্তু সকলের ভাগ্যে এই ধাতু সহ্য হয় না।
অনেকে বলেন সোনা নাকি খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আবার অনেকে বলেন যে এটা সকলের জন্য নয়। এটা খুঁজে পেতে হবে যে সোনা কার জন্য উপকারী আর কার জন্য একেবারেই মঙ্গলজনক নয়। এই কাজটা করতে গেলে আপনাকে জ্যোতিষ শাস্ত্রের ওপর নির্ভর করতে হবে। একটা সোনা এক মুহূর্তে বদলে দিতে পারে আপনার ভাগ্য। জানুন বিস্তারিত।
সোনার আংটি কিভাবে সহজেই ভাগ্য বদলে দিতে পারে?
আপনি কি জানেন, রত্নশাস্ত্র জ্যোতিষশাস্ত্রেরই একটি গুরুত্বপূর্ণ শাখা। আর রত্নশাস্ত্র অনুসারে বিভিন্ন গ্রহের অশুভ দশা কাটাতে নানা রত্ন ও ধাতু ধারণ করার পরামর্শ দেওয়া হয়। আমরা সকলেই জানি যে জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু হল সোনা। এবং অন্যান্য সব ধাতুর মধ্যে সোনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় রত্নশাস্ত্রে।
ভারতীয়দের মধ্যে এই সোনার প্রতি একটা আলাদা আগ্রহ এবং আকর্ষণ থাকে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সোনা অত্যন্ত শুভ বলে আজও মানুষের মনে। ধারণা হয়ে আছে। এর পেছনে একটা আধ্যাত্বিক কারণ রয়েছে। আসলে হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতি অনুসারে সোনা অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হওয়ায় বেশিরভাগ শুভ কাজেও সোনার ব্যবহার রয়েছে। একটু বলে নেওয়া দরকার যে আমরা এর সত্যতা যাচাই করিনি।
সোনার আংটি পরার উপকারিতা:
জ্যোতিষ মানে তাতে অনেকটা বিশ্বাস জড়িয়ে আছে। জ্যোতিষীদের মতে সোনার আংটি দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। যাদের সন্তান নেই তাদের ডান হাতের অনামিকায় সোনার আংটি পরা উচিত বলে জ্যোতিষ শাস্ত্রে মনে করা হয় (Benefits of wearing gold rings)।
আরো পড়ুন – বিশ্বকাপ দেখতে আর পয়সা লাগবে না? কোন পদ্ধতিতে বিনামূল্যে খেলা দেখতে পারবেন আপনি?
আবার কারোর ক্ষেত্রে মনঃসংযোগের অভাবে ভুগলে তখন তর্জনীতে সোনার আংটি পরলে লাভ পাওয়া যায়। এছাড়া প্রশাসনিক জটিলতায় আটকে গেলে আঙুলে সোনার আংটি পরার কথা বলা হয়। অনেক সময় শারীরিক অসুস্থতা যেমন সর্দি কাশি থেকে রেহাই পেতেও সোনার আংটি পরার কথা বলা হয়।
আরো পড়ুন – realme 11 pro plus: রিয়েলমি নিয়ে এল 200MP ক্যামেরা ফোন এবং দুর্দান্ত ফিচার্স
সোনা কোন রাশির জাতকদের জন্য উপকারী?
প্রাচীন কাল থেকেই বিশ্বাস করা হয় যে সোনা সোনাকে আকর্ষণ করে। অর্থাত্ আপনার কাছে সোনা থাকলে এবং তা পরলে সম্পদ ও সমৃদ্ধিকে আপনার প্রতি আকর্ষণ করবে। আপনি কি জানেন বৈদিক জ্যোতিষ অনুসারে সোনা কর্কট, মেষ, সিংহ ও ধনু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ।
আরো পড়ুন – গরমের চরম অস্বস্তিতে কেমন ব্রা পরলে মিলবে স্বস্তি? অন্তর্বাস নিয়ে কথা বলতে কেন এত সমস্যা?
এবং মেষ, কর্কট, সিংহ ও ধনু রাশির জাতকরা সোনা পরলে ঋণ থেকে মুক্তি পাবেন। সেক্ষেত্রে সামনে উপার্জনের নতুন পথ খুলে যাবে। আপনি যদি তুলা ও মকর রাশির জাতক হন তবে নিজেদের গায়ে সোনা পরতে পারেন, তবে তা খুব বেশি পরিমাণে না হওয়াই বাঞ্ছনীয়। রত্নশাস্ত্র বলছে বৃষ, মিথুন, বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতকদের ভুল করেও সোনা পরা উচিত নয়।