Breaking Bharat: টাইট জামা কাপড় একদম নয়! হালকা পোশাক পরে ‘গোপনাঙ্গ’ রক্ষা করুন! টাইট জিন্স পড়লে বন্ধ্যাত্ব আসতে পারে (Wearing tight jeans can lead to infertility), জানেন? ডাক্তাররা বলছেন টাইট জিন্স পরলে নার্ভের সমস্যাও হতে পারে, এমনকি বন্ধ হতে পারে রক্ত সঞ্চালন।
টাইট জামা কাপড় একদম নয়!
অন্যান্য প্রাণীদের সঙ্গে মানুষের তফাৎটা বছরের পর বছর বা যুগের পর যুগ ধরে প্রমাণিত হয়েছে। কিন্তু আপনি কি জানেন সাধারণ চোখে দেখতে গেলে সবার আগে মানুষ আর প্রাণীদের মধ্যে আচরণগত তফাৎ ছাড়া আর কী চোখে পড়ে? উত্তরটা সহজ, অনেকটা ফ্যাশন স্টেটমেন্ট এর মত।
হ্যাঁ, ঠিক ধরেছেন , পোশাকের কথাই বলছি। পোশাক পরিচ্ছদ মানুষকে আনন্দ দেয় পাশাপাশি রক্ষা করে। কিন্তু মাথায় রাখতে হবে আপনি যে পোশাক পরছেন, তা শুধু শালীনতা রক্ষা করার জন্য নয় আপনাকে সুস্থ রাখার জন্য খুব দরকারি।
আর তাই এমন পোশাক পরবেন না যাতে শরীরে অস্বস্তি হয়। অনেকেই type পোশাক পড়েন গোপনাঙ্গে এর থেকে সমস্যা হতে পারে। এই প্রতিবেদনে সেই কথাই বলা হবে।
টাইট জিন্স পড়লে বন্ধ্যাত্ব আসতে পারে?
জিন্স পুরুষ এবং নারী দুজনেরই বড্ড বেশি পছন্দের। কিন্তু জিন্স পরার একটা ফ্যাশন হল সেটা ঢিলা হলে চলে না। ‘টাইট জিন্স‘ পরে থাকতে থাকতে ‘গোপনাঙ্গে সমস্যা বা অস্বস্তি‘ শুরু হয়ে যায়। আর এর থেকে কি মারাত্মক রোগ হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না এর জেরে বন্ধ্যাত্ব পর্যন্ত আসতে পারে।
স্মার্ট হওয়ার মানে পোশাকে নিজেরা স্বচ্ছন্দ্য না হলেও শুধুমাত্র ফ্যাশন বা স্টাইল স্টেটমেন্ট রক্ষা করার জন্য সেটাকে বয়ে বেড়ানো মোটেই নয়।
টাইট জিন্স পরলে নার্ভের সমস্যা হতে পারে?
ডাক্তাররা বলছেন ‘টাইট জিন্স পরলে নার্ভের সমস্যা’ (Nerve problems when wearing tight jeans) হতে পারে এমনকি বন্ধ হতে পারে রক্ত সঞ্চালন। গোপনাঙ্গের কাছে রক্ত সঞ্চালন বন্ধ হলে তার খোঁজে কি মারাত্মক আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই।
আসলে রাস্তায় চলতে ফিরতে সাময়িকভাবে অসস্তি হলে আমরা সেটাকে পাত্তা দিই না কিন্তু শরীর তখন থেকেই ইঙ্গিত দিতে শুরু করে। আসলে ‘টাইট জিন্স’ (tight jeans) পরলে তা উরুতে অনেকক্ষণ চেপে থাকে। এর ফলে জ্বালাপোড়া ভাব আসে এবং পরবর্তীতে ‘ফাঙ্গাল ইনফেকশনের আশঙ্কা‘ বেড়ে যায় (Risk of fungal infection)।
আরো পড়ুন – সাদা স্রাব হলে কি বাচ্চা হয়? ঘন সাদা স্রাব কেন হয়? অতিরিক্ত সাদা স্রাব হলে করনীয় কি?
এখানেই শেষ নয় মূত্রনালীর সংক্রমণ হলে তা সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এই ঘটনা ঘটলে মূত্রথলির পেশির ক্ষমতা কমে জার জেরে অতি ঘনঘন প্রস্রাবের বেগ আসতে থাকে। অত্যাধিক চাপ সৃষ্টি হয় যা অন্ডকোষের স্বাভাবিক আকৃতিকে বদলে দেয়।
তাহলে ভেবে দেখেছেন সামান্য একটা ঘটনা কত বড় একটা দুর্ঘটনা হয়ে ঘনিয়ে আসতে পারে আপনার জীবনে। পুরুষদের ক্ষেত্রে এই ঘটনা ঘটলে প্রথমেই যেটা হবে তা হল শুক্রানুর সংখ্যা কমে যাওয়া। সম্প্রতি ‘প্রজনন ক্ষমতা ব্যাঘাত ঘটা এবং বন্ধ্যাত্ব সংক্রান্ত নানা সমস্যা‘র উপর সমীক্ষা চালাতে গিয়ে বিজ্ঞানীরা এই বিষয়টি সকলের সামনে প্রকাশিত করেছেন।
আরো পড়ুন – বন্য কলার রহস্য জানেন? বন্য কলা কেমন দেখতে? কোন কলায় ভিটামিন বেশি?
খুব স্বাভাবিকভাবেই যদি গোপনাঙ্গের আকারের পরিবর্তন হয় চরিত্রগত পরিবর্তন হতে থাকে সেক্ষেত্রে স্বাভাবিক যৌন মিলনেও সমস্যা আসবে। যৌন জীবনে যার প্রভাব তো পড়বেই পাশাপাশি মানসিকভাবেও আপনি সুস্থ থাকতে পারবেন না।
আরো পড়ুন – মেয়েরাও হস্তমৈথুন করতে চায়! মেয়েদের হস্তমৈথুনে চিকিৎসকরা কি বলছে?
আজকাল বহু পুরুষের প্রজনন ক্ষমতা কমছে তার যে এই কারণ হতে পারে সেটা প্রাথমিকভাবে কেউই ভেবে দেখেন না। ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যাও অস্বস্তির বড় কারণ। চেষ্টা করুন হালকা পোশাক পরতে। যদি খুব ছুটাছুটি করতে হয় বা কাজকর্মে ব্যস্ততা থাকে তাহলে ‘টাইট জামা কাপড়’ বিশেষ করে জিন্স একেবারেই পরা বাঞ্ছনীয় নয়।
আরো পড়ুন – QR কোড স্ক্যানের মধ্যে ক্ষতিকর ইউআরএল? পেমেন্ট করার আগে সাবধান!
আগেকার দিনের মানুষ তো এসব পোশাক পরতেন না কই তারা তো খারাপ ছিলেন না। তাহলে আপনি বা ভাবছেন কেন যুগের অনুপযোগী হয়ে উঠবেন? নিজের স্বাস্থ্যের খেয়াল সবার আগে রাখুন ।আপনি ভালো থাকলে তবেই চারপাশ ভালো থাকবেন।