Breaking Bharat: QR কোড স্ক্যানের মধ্যে ক্ষতিকর ইউআরএল? পেমেন্ট করার আগে সাবধান! পেমেন্ট করার আগে সাবধান! আপনি কি QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে স্বচ্ছন্দ্য? নিজের বিপদ নিজেই ডেকে আনছেন না তো?
আজকাল চারপাশে ক্যাশলেস জীবনের নানা উদাহরণ আছে। আসলে ডিজিটাল যুগে পাল্টে যাচ্ছে সব কিছুই। কোনও কিছু কেনা বেচা হয়ে যায় এক ক্লিকে। পেমেন্ট পদ্ধতিতেও এসেছে আমূল বদল (QR codes hide malicious URLs)।
কিউআর কোড ব্যবহারের ফলে গোপনীয়তা:
কিউআর কোডের মাধ্যমে বিল পেমেন্ট করতে আমরা হয়েছি সিদ্ধ হস্ত। এতে ঝক্কি কমেছে। এক মোবাইল আর ইন্টারনেট আমাদের জীবন ধারণের চিন্তা ভাবনা থেকে শুরু করে ধরণ টাও বদলে দিয়েছে। কিন্তু সময়কাল এমনি যে সব ভালোর সঙ্গে কোথাও না কোথাও খারাপ জড়িয়েই থাকে। তাই ‘কিউআর কোড ব্যবহারের ফলে গোপনীয়তা‘ যে হারে নষ্ট হচ্ছে তার ধারণাও নেই কারোর।
আজকাল যেখানে সেখানে ক্যাফে আর ফুড জাঙ্ক। সেখানে গিয়ে যদি দেখেন আপনি যা ভালোবাসেন তা আগে থেকেই জানা আছে, কি অবাক হবেন? আরে এখন সব সম্ভব। শুধু এইটুকু শুনেই অবাক হলে হবে এটা তো ট্রেলার মাত্র। আপনি কোন রাজনৈতিক মতাদর্শ বিশ্বাস করেন এই নেট দুনিয়া সেটাও জানে।
‘সাদা-কালো চৌকো-চৌকো দাগ দিয়ে তৈরি নকশা মানে ইউআরএলটি‘- এর কত বড় ক্ষমতা তা বোধহয় আমাদের ধারণার বাইরে। আসলে অ্যানালগ এবং ডিজিটাল জগতের মধ্যে যোগ সূত্র স্থাপন করে কিউআর কোড। আর এই মেলবন্ধনের সময় ওয়েবসাইট ব্যক্তিগত তথ্য পেয়ে যায়।
ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি যে ওয়েবসাইট গুলো ফোন নম্বর বা ঠিকানা পাওয়ার পাশাপাশি আপনি কার সঙ্গে মেলামেশা করেন, কোথায় যান, কখন যান, কী পছন্দ করেন বা কী অপছন্দ করেন – এইসব তথ্য পেয়ে যায়। এতদূর পর্যন্ত ম্যানেজ করা গেলেও যদি আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য চুরি হয়ে যায় সেটা সবথেকে বেশি চিন্তার।
আরো পড়ুন – মোবাইল নিয়ে বাথরুমে বসে থাকেন? তাহলে কিন্তু কপালে দুঃখ আছে!
QR কোডে ক্ষতিকর ইউআরএল লুকিয়ে থাকে?
আপনি হয়তো জানেন না কিন্তু QR কোডে ক্ষতিকর ওয়েবসাইটের ইউআরএল লুকিয়ে থাকে হামেশাই। যার ফলে আপনার ফোনটি হ্যাক করা সহজ হয়। রোবোকল বা সিম-জ্যাকিংয়ের বিষয় নিশ্চয়ই জানেন?
আর যদি না জানেন তাহলে বলি এর অর্থ হল অচেনা কোনও কিউআর কোড স্ক্যান করলে নিজে থেকেই ফোন চলে যেতে পারে। সেক্ষেত্রে একবার অবস্থাটা ভাবুন, আপনার গুগল লোকেশন অর্থাৎ আপনি কোথায় আছেন নিজের কলার আইডি নাম্বার সবটাই অচেনা অজানা একজনকে দিয়ে ফেলছেন।
আরো পড়ুন – Video Calling: সাবধান! ভিডিও চ্যাট বা ভিডিও কলিং এর মাধ্যমে রয়েছে যৌনতার ফাঁদ!
তাহলে এটা কত বড় দুশ্চিন্তার বিষয়। রাস্তায় ঘাটে যেখানে সেখানে বিভিন্ন কিউআর কোড দেওয়া থাকে যার সঙ্গে লোভনীয় অফারও থাকে। এইভাবে ফাঁদে ভুল করেও পা দেবেন না।
আজকাল এটা ওটা লিংক পাঠিয়ে ‘বিভিন্ন কোড স্ক্যান করে নানা সুবিধা পাওয়ার অফার‘ ফোনের মাধ্যমে দেওয়া হয়। এই বিষয়ে এগোনোর আগে তথ্য এবং বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে জেনে নেওয়া প্রয়োজন। অর্থাৎ যাচাই না করে কোন কিছু করবেন না।
আরো পড়ুন – সাদা স্রাব হলে কি বাচ্চা হয়? ঘন সাদা স্রাব কেন হয়? অতিরিক্ত সাদা স্রাব হলে করনীয় কি?
সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের মধ্যে অতি জনপ্রিয় একটি পেমেন্ট অ্যাপকে প্রশ্নচিহ্নের মধ্যে রেখেছে বলে একটি খবর ভাইরাল হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন নিরাপত্তার বিষয়টা আপনাকে আগে থেকে নিশ্চিত করতে হবে। কারণ একবার টাকা পয়সা হোক বা তথ্য যদি গায়েব হয়ে যায় তা ফিরিয়ে আনা কঠিন।
আরো পড়ুন – বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে চূড়ান্ত হতাশায় ভুগছেন?
তবে পাশাপাশি এটা মনে রাখা দরকার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রশাসন সর্বদাই আপনার পাশে আছে। তাই কোন রকমের বিপদে পড়ছেন বলি মনে হলে আগে থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করে রাখুন।