Breaking Bharat: বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে চূড়ান্ত হতাশায় ভুগছেন? অত ভাবার কিছু নেই জীবনে এমন ঘটনা ঘটতেই পারে! (Love with a married man)
মানুষের জীবন বড় বিচিত্রময়। আর মানুষের জীবনের সবথেকে বড় সমস্যার জায়গা হল তার মন। এই মন নামের বস্তুটি যত নষ্টের গোড়া। যখন তখন যেখানে সেখানে এমন কাণ্ড ঘটিয়ে ফেলে যে পরে আফসোস করে লাভ হয় না। এরকমই মারাত্মক ভুল হয় প্রেমের ক্ষেত্রে।
বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম:
বেশিরভাগ ক্ষেত্রেই মানে প্রেমের কাহিনীতে সঠিক লাভ স্টোরি তৈরি হওয়াটা সমস্যাদায়ক। সেই জন্যই জুটি হিট হতেই চায়না। এই দিক থেকে দাঁড়িয়ে সেই মনই আবার এত কান্ড ঘটাবার পর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে পড়ে অসহায় বোধ করে।
এটা সবথেকে বেশি হয় যখন ভুল মানুষের সঙ্গে প্রেম করার খেসারত দিতে হয়। তবে ভেঙে পড়ার কিছু নেই জীবনে অনেক ঘটনাই ঘটে যাকে মেনে নেওয়া দরকার।
আপনি কি জানেন একটি ছেলে বা মেয়ে যখন প্রেমে পড়ে তখন চারপাশের জগতের কথা গুরুত্বহীন মনে হয়। একমাত্র প্রেমিক বা প্রেমিকার প্রতি তার আকর্ষণ সবথেকে বেশি। যেন একটা রঙিন চশমা পড়ে গোটা পৃথিবী দেখার মত অবস্থা হয়। কিন্তু যদি কোনদিন সব ভ্রান্ত ধারণাগুলো এক নিমেষে চুরমার হয়ে যায়। নিজেকে মূল্যহীন মনে হয় এই পৃথিবীতে।
আরো পড়ুন – Nerve Diseases: স্নায়ু নিয়ে সমস্যা? সাবধান! হতে পারে মাইগ্রেন বা স্ট্রোকের লক্ষণ
এই অনুভূতি সব থেকে বেশি হয় প্রেমে প্রত্যাখ্যান পেলে বা বিশ্বাস ভাঙলে। এতদিন ধরে যাকে ভালোবেসে জীবনের লড়াই গুলো করছিলেন যদি আচমকা জানতে পারেন তিনি আপনাকে চিরকাল ঠকিয়ে এসেছেন, তখন পায়ের তলা থেকে মাটি সরে যায়। মনে হয় জীবন শেষ করে দেওয়ার কথা ।
এটাই সব থেকে বেশি করে চোখের সামনে অপশন হিসেবে ভেসে ওঠে। কিন্তু কখনোই এমনটা ভাববেন না বা করার চেষ্টা করবেন না। ধরুন আপনি একটি ছেলেকে অনেকদিন ধরে ভালবাসেন। কিন্তু আজকেই জানতে পারলেন সেই ছেলেটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে চূড়ান্ত হতাশা:
সে বিবাহিত হওয়া সত্ত্বেও নিজের ব্যক্তিগত জীবনের কথা আপনার কাছ থেকে লুকিয়ে নিয়ে শুধুই আপনার সুযোগ নিয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে চরম হতাশা নেমে আসে জীবনে।
প্রাথমিকভাবে বলি যখন ঘটনার কথা জানতে পারলেন তখন একটু থমকে যান। রাগের বসে বা মাথা গরম থাকলে কোন সিদ্ধান্তই সঠিক নেওয়া সম্ভব হয় না। উত্তেজনার পরিস্থিতি থাকলে কখনোই শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয় না। তাই এক্ষেত্রে আপনাকে অত্যন্ত পরিণত মস্তিষ্কের অধিকারী হয়ে, বিষয়টির বিচার করতে হবে।
আরো পড়ুন – Pregnant Women: আমার গর্ভে সন্তান রয়েছে! তাহলে ‘পেটে বাচ্চা’ থাকলে কি কি খাওয়া যাবে?
এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নিজেকে অনেক বেশি করে সময় দেওয়া প্রয়োজন। প্রথমত নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে দেখুন আপনি জীবনে আরো কতটা এগিয়ে যেতে পারেন। বাড়ি আর পরিবারকে একটু সময় দিন। বিশেষ করে মা বাবার সঙ্গে সময় কাটান। কারণ এই মানুষগুলো জীবনে সব থেকে দামি।
আরো পড়ুন – Myositis Symptoms: মায়োসাইটিস কেন হয়? মায়োসাইটিস লক্ষণ! মায়োসাইটিস এর চিকিত্সা কী?
একবার হারিয়ে গেলে আর ফিরিয়ে আনার কোনও উপায় থাকে না। তখন নিজের প্রেমিক কে ভোলার যন্ত্রণাকে কম মনে হবে। তাই এই মানুষদের একটু বেশি করে আঁকড়ে ধরে রাখুন। মনে রাখবেন কোন কিছুর জন্য জীবন আর রাত দিনের সমীকরণ আটকে থাকে না। শুধু প্রয়োজন হয় সম্পর্কে সম্মান দিয়ে বাঁচিয়ে রাখার। সেটা আপনি অন্তর থেকেই করুন ।
আরো পড়ুন – মোবাইল নিয়ে বাথরুমে বসে থাকেন? তাহলে কিন্তু কপালে দুঃখ আছে!
যিনি এটা বুঝলেন না বা স্বার্থ নিয়ে থাকলেন তার হিসাবটা কিছুটা সময়ের হাতেই ছেড়ে দিন। মনে রাখবেন সবকিছুর একটা উপযুক্ত সময় আছে তার সে ভালো হোক বা খারাপ। যা হয় সেটা ভালোর জন্যই হয় শুধু ভালো দিক খুঁজে পেতে নিজেকে আর মনকে সাহায্য করুন আপনি নিজেই।