Myositis Symptoms: মায়োসাইটিস কেন হয়? মায়োসাইটিস অর্থ? মায়োসাইটিস লক্ষণ! মায়োসাইটিস এর চিকিত্সা কী? সেই বিষয়ে কোনও ধারণা আছে আপনার? (myositis cause)
বিশ্বজুড়ে একের পর এক রোগ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। খবরের শিরোনামে উঠে আসছে এমন সব ব্যাকটেরিয়া বা ভাইরাস ঘটিত সমস্যা যার সম্পর্কে আগে সেভাবে কোনও কথা বা আলোচনা শোনা যায়নি।
ফলত, রোগ যখন বাসা বাঁধছে শরীরে, তখন তার সম্পর্কে কোনো প্রাথমিক ধারণা করা যাচ্ছে না । যখন তার নির্ণয় করার পরিস্থিতি আর থাকছে না, তখনই মারাত্মক আকার ধারণ করে সে সর্বসমক্ষে আসছে। এরকমই একটি রোগ নিয়ে আজ কথা বলব এই প্রতিবেদনে।
আজকের বিষয়- ‘মায়োসাইটিস রোগ’ :
সিনেমা জগতকে ভালোবাসেন সবাই। এই জগতের সঙ্গে যারা জড়িয়ে আছেন, তাদের জীবনযাত্রা নিয়ে অনেক মানুষের অনেক আগ্রহ থাকে। তাই স্বভাবতই তারা যখন কোন সমস্যায় পড়েন বা সেই কথা প্রকাশ্যে আনেন সেটা নিয়ে একটু বেশি আলোচনা শুরু হয়ে যায়।
অভিনেত্রী সামান্থা রুথপ্রভু সম্প্রতি তার একটি রোগের বিষয় সকলকে নেট মাধ্যমে জানিয়েছেন। ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন তিনি ‘মায়োসাইটিস নামের একটি রোগে আক্রান্ত’। নামটা হয়তো অনেকেই জানেন আবার অনেকের কাছেই সম্পূর্ণ অপরিচিত এই রোগ।
ইনস্টাগ্রামে নিজের বাঁ হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি আপলোড করেছিলেন ‘অভিনেত্রী সামান্থা প্রভু‘ (Actress Samantha Prabhu)। এই রোগের প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন যে কয়েক মাস আগে তার একটি অটো ইমিউন রোগ ধরা পড়ে।
মায়োসাইটিস অর্থ?
তারপর থেকে শুরু হলো কঠিন লড়াই। ‘মায়োসাইটিস অর্থাৎ অটো ইমিউন রোগ‘ -এই বিষয়টি সম্পর্কে নেট দুনিয়ায় একটা কৌতূহল তৈরি হয়েছে। গবেষণা বলছে ‘মায়ো’ শব্দের অর্থ হল পেশি আর ‘আইটিস’ মানে প্রদাহ। তাই এক কথায় বাংলা ভাষায় এই রোগের সম্পর্কে বোঝাতে গেলে বলতে হয় ‘মায়োসাইটিস হল আসলে পেশির প্রদাহ’। তবে কিছু লক্ষণ দেখে একটু সতর্ক থাকতে হবে।
করোনার সময় থেকেই আমরা সব থেকে বেশি করে ইমিউনিটি শব্দটার সঙ্গে পরিচিত হয়েছিলাম। আসলে বোঝা দরকার যে আমাদের দেহে রোগ প্রতিরোধ করার যে ব্যবস্থা, তাকেই ‘ইমিউনিটি’ বলে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বাইরে থেকে আসে তাহলে শরীর নিজে থেকেই একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।
এটা যার যত বেশি স্ট্রং থাকবে তার রোগে ভোগার সম্ভাবনা ততই কমবে। এইবার আসি ‘অটো ইমিউন’ ব্যাপারটা নিয়ে। নরমাল ইমিউনিটি সিস্টেমে যে প্রক্রিয়া থাকে তাতে যদি কোনও গোলমাল দেখা যায় তাহলেই বড় সমস্যা (autoimmune myositis symptoms)।
মায়োসাইটিস রোগের লক্ষণ!
আসলে, বাইরে থেকে আসার কোনো রোগ জীবাণুর পরিবর্তে শরীর যদি নিজের দেহের কোন অঙ্গ কি শত্রু ভেবে বসে তাহলে সে নিজেই তাকে আক্রমণ করে। আর তখনকার যে ঘটনা ঘটে সেটাই অটো ইমিউন। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘটলে বেশি দুর্বল হয়ে পড়ে তাই কিছু লক্ষণ দেখে আগে থেকে এই বিরল রোগের আন্দাজ পাওয়া দরকার (myositis symptoms)।
আরো পড়ুন – মোবাইল নিয়ে বাথরুমে বসে থাকেন? তাহলে কিন্তু কপালে দুঃখ আছে!
উদাহরণ হিসেবে বলা যায় হাত, পা, ঘাড়ের পেশিতে যন্ত্রণা প্রাথমিক পর্যায়ে শুরু হয়। রোগী এতটাই দুর্বল হয় পরে, যে মাঝেমধ্যেই পড়ে যেতে পারে বা ক্লান্তি বোধ করতে পারে।
প্রথম প্রথম দেহের বিভিন্ন অঙ্গে শুরু হয় ব্যথা। হয়। তবে যে কোনও পেশিতেই বাসা বাঁধতে পারে এই রোগ। পেশি এতই দুর্বল হয়ে যায় যে, রোগী মাঝেমধ্যেই পড়ে যেতে পারেন। একটানা দাঁড়িয়ে থাকলে কিংবা দীর্ঘ ক্ষণ বসে থাকলে ক্লান্ত লাগে শরীর।
আরো পড়ুন – তিল-আঁচিল নিয়ে সমস্যায়! তাহলে ‘তিল বা আঁচিল দূর করার উপায়’ বলছি আমরা
মায়োসাইটিস চিকিত্সা:
চিকিৎসকরা মনে করেন যদি খাদ্যনালির পেশি কিংবা ডায়াফ্রাম পেশিতে এই সমস্যা হয়, সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের সমস্যা বাড়তে পারে। পরবর্তীতে মৃত্যুর আশঙ্কাও একেবারে ফেলে দেওয়া যায় না। ইমিউনো সাপ্রেসিভ ও স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে এই রোগের চিকিৎসা করা হলেও মনে রাখতে হবে যে রোগীর মানসিকতা অর্থাৎ মনের জোর এই রোগ সারিয়ে তুলতে অনেকটা দায়ী (treatment for myositis)।
আরো পড়ুন – Electricity bill: ইলেকট্রিক বিলের জ্বালায় রাতে ঘুম হচ্ছে না? কী করে বিদ্যুৎ খরচ কমাবেন?
এমন কেস দেখা গেছে যেখানে সারা জীবন রোগীকে ওষুধ খেয়ে যেতে হয়েছে। সামান্থা আত্মবিশ্বাসী দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। আমাদের তরফ থেকেও রইল শুভকামনা।
আর আপনাকে জানিয়ে রাখি, যদি এরকম কোনও লক্ষণ দেখেন প্রাথমিকভাবে , গাফিলতি না করে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। কারণ আপনার জীবন মূল্যবান।