Breaking Bharat: ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্স (eden gardens) কিন্তু এই ক্রিকেটের নন্দন কাননের ইতিহাস জানেন কি? বিশ্ব ক্রিকেটের ভিডিও সানি ইডেন গার্ডেনসের সৃষ্টির পেছনে লুকিয়ে আছে অনেক রোমাঞ্চ অনেক অজানা কাহিনী।
খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ। খেলা ভালবাসেনা এরকম মানুষ খুঁজে পাওয়া বিরল। বাঙালি অবাঙালি প্রত্যেকের পছন্দ ক্রিকেট। যেন ক্রিকেটে সঙ্গে জড়িয়ে আছে গোটা দেশের আবেগ ভালবাসা সম্প্রীতি সবটাই। ৫০ ওভারেরখেলা হোক বা টি-টোয়েন্টি ম্যাচ ক্রিকেট নিয়ে পাগল গোটা ভারতবাসী।
এই ক্রিকেট বললে সবার আগে যেমন লর্ডসের নাম মনে পড়ে তেমনি মনে পড়ে কলকাতা ইডেন গার্ডেনস এর কথা (Kolkata Eden Gardens)। নামের মধ্যেই বাগান অথচ সেখানে কিনা ক্রিকেট খেলা হয় ভাবতে পারেন? কাতারে কাতারে মানুষের ভিড়, নতুনভাবে সাজানো ইডেন গার্ডেন্স এ ম্যাচ দেখার উত্তেজনা উন্মাদনা আলাদা ।
এই ইডেন গার্ডেনসির ইতিহাস কজন বলতে পারবেন?
আপনাকে সবার আগে জানিয়ে রাখি ইডেন গার্ডেন্স ফানি যে ক্রিকেট গ্রাউন্ড বলে আপনি জানেন প্রথমে কিন্তু শুরুর দিকে এই স্টেডিয়ামটি শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য তৈরি করা হয়নি। বিশ্ব ক্রিকেটের ভিডিও সানি ইডেন গার্ডেনসের সৃষ্টির পেছনে লুকিয়ে আছে অনেক রোমাঞ্চ অনেক অজানা কাহিনী (Cricket Stadium Eden Gardens History)।
ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হল ইডেন গার্ডেন্স। কিছু বছর আগে হিডেন গার্ডেনসের পরিকাঠামোর কিছু পরিবর্তন করে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এই ক্রিকেট স্টেডিয়াম কে। ভারতের ক্রিকেট ম্যাচ মানেই টিকিট পাওয়া দুষ্কর।
ইডেন গার্ডেন্স বাগান তৈরির উদ্দেশ্যে করেছিল ব্রিটিশরা?
রাত থেকে লাইন, বেশ কয়েক সপ্তাহ আগে থেকে ইডেন গার্ডেন্সের বাইরে উৎসাহী সমর্থকদের ভিড় দেখা যায়। কিন্তু আপনি কি জানেন স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এই ইডেন গার্ডেন্স আসলে বাগান তৈরির উদ্দেশ্যে তৈরি করেছিল ব্রিটিশরা?
আনুমানিক ১৮৩৬ সাল নাগাদ চাঁদপাল ঘাটে এসে ছিল তৎকালীন নব-নির্বাচিত গভর্নর জেনারেল জর্জ ইডেনের জাহাজ। সঙ্গে এসেছিলেন তাঁর দুই বোন ফ্যানি এবং এমিলি ইডেন। রাজভবনে বসবাস করতে শুরু করেন । শখ ছিল পশুপাখি গাছপালা সবকিছু নিয়ে একটি বাগান তৈরি করার।
কিভাবে এই বাগানের নাম হয় ইডেন গার্ডেন?
অনেক ভাবনা চিন্তা করে অবশেষে ১৮৪১ সালে গঙ্গার কাছেই তারা এক দারুন সুন্দর বাগান তৈরি করেছিলেন। এই বাগানে বিভিন্নরকম ফুল, ফলের গাছ, পুকুর এবং বসার জায়গা ছিল। বাগানের একটা বৈশিষ্ট্য ছিল মায়ানমারের প্যাগোডা।
এই গার্ডেন পশ্চিমদিকে একটা ব্যান্ড স্ট্যান্ড ছিল, যেখানে প্রতিদিন বিকেলে ফোর্ট উইলিয়ামের বাজনাদাররা বাজনা বাজাত। ইতিহাস বলছে সন্ধে হলেই নানা রকমের আলোয় সাজানো হতো এই বাগানকে। মূলত ফ্যানি এবং এমিলি ইডেনের নাম থেকেই এই বাগানের নাম হয় ইডেন গার্ডেন (This garden is called Eden Garden)।
ক্রিকেট স্টেডিয়াম হিসেবে ইডেন গার্ডেনসের আত্মপ্রকাশ:
ক্রিকেট স্টেডিয়াম হিসেবে ইডেন গার্ডেনসের আত্মপ্রকাশ করা আরো কিছু বছর পরে (Eden Gardens Debut as Cricket Stadium)। সাল ১৮৬৪, ইতিহাস বলছে সেই সময়ে এই খেলার মাঠের নাম ছিল লর্ড অকল্যান্ড সার্কাস গার্ডেন (Lord Auckland Circus Gardens)। যদিও পরবর্তীকালে বাগান এবং স্টেডিয়াম দুটোর নামই ইডেন গার্ডেন হয়ে যায়।
যারা খেলা দেখতে যান তারা খুব কমই এই বাগানের কথা জানেন। এখনো অল্প পরিমাণে হলেও বাগানের অস্তিত্ব রয়েছে। রকমারি ফুলের বাহার আছে কিন্তু হয়তো ব্রিটিশ পিরিয়ডের আভিজাত্য নেই তবে রয়ে গেছে মায়ানমারের সেই বিখ্যাত প্যাগোডা। ক্রিকেট স্টেডিয়াম থেকে সোজা গঙ্গার দিকে হাটলে এই বাগানকে দেখতে পাবেন আপনি।
১৯৮৭ সালের বিশ্বকাপ হয়েছিল ইডেন গার্ডেনস স্টেডিয়ামে:
ক্রিকেটের শুরুর সময় থেকে ইংল্যান্ডের বাইরে কোথাও বিশ্বকাপের আয়োজন হয়নি। কিন্তু যখন থেকে সিদ্ধান্ত হল যে ইংল্যান্ডের বাইরেও বিশ্বকাপের আয়োজন করা যেতে পারে তখন কিন্তু ভারতের নাম এবং ইডেন গার্ডেন স্টেডিয়ামের কথা উঠে এসেছিল ক্রিকেট আয়োজক সংস্থার মাথায়।
আরো পড়ুন – Serena Williams : টেনিস দুনিয়া শাসন করছেন সেরেনা উইলিয়ামস? কেরিয়ারের পথ আদৌ কি মসৃণ ছিল?
১৯৮৭ সালের বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল ইডেন গার্ডেনস স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে তৈরি হয়েছে কত রেকর্ড। ২০০১ সালের বর্ডার গাভাসকার ট্রফির সেই বিখ্যাত টেস্ট ম্যাচ আজও মানুষ ভোলেন নি। বিশ্বের সব বড় বড় ক্রিকেটারদের স্বপ্ন অন্তত ইডেন গার্ডেনসের মাঠে একবার ব্যাট করা বা বল হাতে দৌড়ানো।
ক্রিকেটের নন্দনকাননের রেকর্ড ক্যারিয়ারের মাইল ফলক:
ক্রিকেটের নন্দনকাননের রেকর্ড তৈরি করা মানে যেন ক্যারিয়ারের মাইল ফলক। তবে স্টেডিয়ামের অভিজ্ঞতা সবসময় সুন্দর হয়নি ,পথ চলা মসৃণ হয়নি। বহু তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছে ইডেন গার্ডেন্স। অনেকেরই হয়তো মনে আছে ১৯৯৬ সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল বিশৃঙ্খলার কারণে বাতিল করে দেওয়া হয়েছিল।
আরো পড়ুন – স্বামীর পরকীয়া টের পাচ্ছেন? স্বামীকে পরকীয়া থেকে রক্ষা করার উপায়।
শুধু তাই নয় বাংলার ছেলে মহারাজের দল থেকে বাদ পড়ার পর এই ইডেন গার্ডেন্স এর মাটিতেই নানা অঙ্গভঙ্গি করে তৎকালীন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেলকে অসম্মান করেছিলেন দর্শকরা। এই ঘটনা ২০০৫ সালের। ভি ভি এস লক্ষণের ডাবল সেঞ্চুরির কথা সকলেই জানেন।
আরো এক উল্লেখযোগ্য কীর্তির সাক্ষী স্টেডিয়াম। আজ থেকে প্রায় আট বছর আগে ২০১৪ সালের ১৩ নভেম্বর একদিনের ক্রিকেটের ইতিহাস তৈরি করেছিল ভারতীয় ক্রিকেট দল। ব্যাটার রোহিত শর্মা সেইদিন ইডেন গার্ডেনসে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন,
যা একদিনের ক্রিকেটের ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান। পরিবেশ এবং খেলার প্রতি আবেগের কথা মাথায় রেখে ইডেন গার্ডেনস স্টেডিয়ামে ভারতের মধ্যে প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ খেলা হয়েছিল।
আরো পড়ুন – Family turmoil : পরিবারের অশান্তি দূর করার উপায় এবং বাড়িকে বানিয়ে ফেলুন সুখের স্বর্গ! কিভাবে?
স্মৃতির পাতায় ভিড় করে অনেক অনেক ছবি যা ভারতীয় ক্রিকেট বিশ্ব ক্রিকেট এবং ইডেন গার্ডেন্স এর সঙ্গে জড়িয়ে আছে অনেক কিছুর সাক্ষীর ডিম গার্ডেন্স আজও ঝলমল করে ওঠে যখন বাইশ গজের পিচে ব্যাট করেন একদল, বিপক্ষে আরেক দল। জেতা হারা পরের কথা, ইডেন গার্ডেন্স মানেই দর্শকদের কাছে ভারতীয় ক্রিকেটের আবেগ।