Breaking Bharat: মাত্র ৯০ টাকায় বাড়ি কিনতে চান? করোনা পরবর্তী সময়ে দাঁড়িয়েও মিলছে, ১০০ টাকার কম দামে গোটা বাড়ির মালিকানা! (Own the whole house)
জীবনধারণের প্রয়োজনীয় তিনটে জিনিস হল অন্ন বস্ত্র বাসস্থান। অর্থাৎ খেতে হবে, পরিধান করতে হবে, আর থাকতে হবে। কিন্তু সব সময় নিজের একটা বাসস্থান জোগাড় করা সহজ হয় না। মূলত টাকা-পয়সার অভাবের কারণেই কখনো কখনো আপোষ করতে হয়’ অপছন্দের থাকার স্থানেও। কিন্তু আর নয়। এবার তো মাত্র ৯০ টাকায় গোটা বাড়ির মালিকানা পেতে পারেন আপনি (cheapest house in the world)।
প্রতিবেদন এইটুকু পড়ে আপনি হয়তো ভাবছেন এটা কি সত্যি কথা নাকি স্বপ্ন? দেখুন আমরা মিথ্যার আশ্রয় নিই না। বিভিন্ন তথ্য ঘেঁটে, পড়াশোনা করে, ইন্টারনেটে পাওয়া বিবরণ দেখেই আপনাদের সামনে বিষয়টি উপস্থাপিত করি। মূল প্রসঙ্গে ফেরা যাক। আসলে মাথার উপর একটা ছাদ খুব দরকার। অনেকের পৈত্রিক ভিটে থাকে।
পৃথিবীর সবচেয়ে কম দামের বাড়ি কোথায় আছে?
কিন্তু অনেকেই নিজেই নিজেদের বাসস্থান খুঁজে বের করেন বা গড়ে তোলেন। এটা করতে গিয়ে সবার আগে যেটা ভাবতে হয়, তা হল পকেটের প্রকৃত অবস্থা। সাধ্য থাকলে তবে না সাধ পূরণ হবে, কি ঠিক বললাম তো? তাহলে চলুন কথাবার্তা তো অনেক হলো, এবার ৯০ টাকায় বাড়ির মালিকানা কেনার বিষয়ে খোঁজ-খবর নেওয়া যাক।
বিগত দু বছরে বদলে গেছে চারপাশ। করোনার দাপটে অনেক অজানা জিনিস চোখের সামনে এসেছে, অনেক প্রিয় জিনিস চিরকালের মতো হারিয়ে গেছে। গোটা পৃথিবী বদলে গেছে অতিমারির জেরে কিন্তু বদলায়নি এই ছোট্ট শহর। আগের মতই পড়ে রয়েছে এই শহরের বাড়িঘর। তাই এখানে এখনো সেই আগের মতই দাম, মাত্র ৯০ টাকা।
আরো পড়ুন- অজান্তেই আপনার ক্যারিয়ার নষ্ট করছে কারা ? চিনতে চান সেই শত্রুদের? Breaking Bharat
এখানে জনসংখ্যা প্রায় নেই, বললেই চলে একাধিক বাড়ি সম্পূর্ণ খালি। শহরের কর্তা ব্যক্তিরা বলছেন ৯০০টি বাড়ির এমন দশা। তাই সেই সব বাড়িতে লোকজন ফিরিয়ে আনতে এবার মাত্র ৯০ টাকায় বাড়ির মালিকানা দেয়া হবে (Home ownership will be given)। ছিমছাম পরিবেশে নিজের একটা বাড়ি পেতে যোগাযোগ করবেন নাকি ইতালিতে?
আরো পড়ুন- বিশ্বের এই জায়গায় সবচেয়ে বেশি ‘সোনা’ পাওয়া যায়! জানেন তার পরিমাণ কত?
আজ্ঞে হ্যাঁ, ভূমধ্যসাগর লাগোয়া দক্ষিণ ইতালির সিসিলি দ্বীপের ছোট জনপদের কথা বলা হচ্ছে, নাম কাসত্যিলিয়নে দি সিচিলিয়া। মাত্র ১ ইউরো তে মানে ভারতীয় টাকায় ৯০টাকা দিলেই পাওয়া যাচ্ছে এখানে বাড়ি। সূত্রের খবর শহর যাতে ঘনবসতিপূর্ণ হয় তার জন্যই এমন উদ্যোগ।
আরো পড়ুন- মুঘল সাম্রাজ্যের নাম বারবার কেন আসে? এমন কী সম্পদ ছিল তাদের, যা নিলামে উঠে?
তাই নিজের স্বপ্নের বাড়ি আর এই স্থানের বাড়ি যদি এক হয়ে যায় তাহলে কিনে ফেলুন, মাত্র ৯০ টাকা দাম তো, তাই না। অবশ্য সিদ্ধান্ত আর মতামত আপনার ব্যক্তিগত।