Breaking Bharat: আজ ইতিহাস ঘেঁটে কিছু তথ্য জানিয়ে রাখি । আচ্ছা প্রথমেই বলি আমাদের প্রতিবেদনের তথ্য বিশেষ সূত্র এবং ইন্টারনেট থেকে পাওয়া। তাই আপনি নিজে এই নিয়ে আরও কিছু জানলে আমাদের জানান। এবার সোজা প্রবেশ ইতিহাসের পাতায়।
আপনি কি জানেন এই দেশে মুঘল আমলে কত পরিমাণ ধন সম্পত্তি ছিল দেশের? এমনিতেই ময়ূর সিংহাসন আর কোহিনূর হীরের কথা সবাই জানে। তাই সম্পদের পরিমাণ কত তার আন্দাজ পাওয়া যায়। প্রচুর ধন সম্পদের মালিক হয়েও টিকিয়ে রাখা গেল না। দস্যুদের লুন্ঠনের জেরে কত সম্পত্তি মুঘলদের হাতছাড়া হয়েছে তার হিসেব নেই। তবে আজ নিলাম হওয়া সম্পদ ও সম্পত্তি নিয়ে কথা বলার চেষ্টা।
নিলামের তালিকায় সবার আগে বলতে হয় দুর্মূল্য চশমার কথা:
মুঘল আমলের বলে দাবি করা চশমার কারুকার্য (Glasses of Mughal period) দেখলে অবাক হবেন আপনিও। চশমা মানেই কাঁচ, আধুনিক কালে ফাইবার। কিন্তু সেই দুর্মূল্য চশমায় রয়েছে হীরে আর পান্না (The glasses have diamonds and emeralds)। শুধু তাই নয় বহু রত্নখচিত এই চশমা। এক নামি সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে ওই চশমার দাম প্রায় ২৫ কোটি টাকা (25 crore)।
আরো পড়ুন- শুধু জল খাওয়ার জন্যই কি পুকুর খনন? তাও আবার খাস কলকাতার বুকে?
বুঝতেই পারছেন কতটা স্পেশাল মুঘল আমলের বলে দাবি করা চশমা (Glasses of Mughal period)। কিন্তু আবারও বলি আমরা কিন্তু এই বিষয়ের সত্যতা যাচাই করতে পারিনি। নিউইয়র্ক ,লন্ডন এবং হংকংয়ে চশমা গুলির প্রদর্শন। কিন্তু এতদিন ধরে চশমা গুলি কীভাবে রইল আর কার কাছেই রইল এইসব নিয়ে বেশ খানিক ধোঁয়াশা সবার মনে। অনেকে আবার প্রশ্ন তুলছে এগুলো আদৌ মুঘল আমলের সম্পত্তি কি ?
আরো পড়ুন- পৃথিবীজুড়ে ধনী-গরিবের বৈচিত্র, তবে এখানকার অধিকাংশ লোকই ধনী কেন জানেন ?
প্রত্নতাত্ত্বিকরা বলছেন গোলকুণ্ডায় ২০০ ক্যারেটের হীরে এবং কলম্বিয়া পান্না দিয়ে চশমা তৈরি করা হয়েছিল। এতকিছু পড়তে পড়তে একবার চট করে মুঘল সাম্রাজ্যের সম্রাটদের (Emperor of the Mughal Empire) নাম মনে করে নিন তো। যদি ভুলে গিয়ে থাকেন , “তাহলে বাবার হলো আবার জ্বর…” কবিতাটাও মনে করে নিতে পারেন।
আরো পড়ুন- অজান্তেই আপনার ক্যারিয়ার নষ্ট করছে কারা ? চিনতে চান সেই শত্রুদের? Breaking Bharat
মোটের উপর বোঝা যায় মুঘল সাম্রাজ্যের কত সম্পদ ছিল। যদি চশমা তৈরি হয় হীরে দিয়ে তাহলেই ভাবুন সাম্রাজ্য কতটা ধনশালী হয়ে থাকতে পারে। তবে এই সব তথ্যই ইন্টারনেট সূত্রে পাওয়া, আমরা এর সত্যতা যাচাই করিনি।