Breaking Bharat: সকলেই চাই সন্তান যেন সুস্থ থাকে ভালো থাকে (Keep the child healthy and well)। কিন্তু পরিবেশ-পরিস্থিতির জেরে সব সময় সেটা হয় না। সন্তান খারাপ কিছু করলে কি দোষটা আপনার না চারপাশের ? তবে চারপাশের উপর সবটা চাপানো বোধহয় ঠিক নয়। ছোট বাচ্চার হাসি খুশি থাকবে (Little kids will be happy to smile), সে যেটা চাইবে সেটাই দেওয়া হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কোন জিনিসেরই বাড়াবাড়ি ঠিক নয় বা বলতে পারেন সবকিছুর একটা সীমা থাকা উচিত।
তাই এই প্রতিবেদনের শুরুতেই সন্তানকে সব দেবার কথা নয় বরং না দেওয়ার কথা বলব আমরা। যাতে সেই ভালো মানুষ হতে পারে। আপনার সন্তানকে তার বাবা-মার অভাব বুঝতে দেবেন না আপনি। কিন্তু টাকা পয়সার অভাব বোঝান, তবেই তাঁর স্বভাব ঠিক থাকবে (Let the child understand the pain of lack)।
ছোট্ট বাচ্চা এটা ওটা বায়না করবে কিন্তু সে কতটা পাবে?
ছোট্ট বাচ্চা এটা ওটা বায়না করবে কিন্তু সে কতটা পাবে, সেটা ঠিক করবেন আপনি। কিছু চাইছে মানে সেটা দিতেই হবে এরকম কখনো করবেন না। এতে আপনার সন্তানের মঙ্গল নয় অমঙ্গলই হবে, যদি তার সব চাওয়া কে আপনি গুরুত্ব দেন। সবকিছু চাইলেই যে পাওয়া যায় না এটা শিশু মনে বুঝিয়ে দেওয়া দরকার (Children need to be reminded)।
আজকালকার দিনে ছোট বাচ্চাকে একদম ছোটবেলা থেকেই অনেক কিছু দিয়ে দেবার একটা প্রবণতা থাকে। বাবা মায়ের হাতে সময় নেই তাই দামি ব্র্যান্ডের মোবাইল (brand mobile), সঙ্গ দেবার সময় নেই তাই প্রথমে স্কুলের গাড়ি করে পরে সাইকেল বা বড় হলে বাইক।
বাবা-মায়ের দুঃখ-কষ্ট সন্তানকে বুঝতে দিন:
দামি দামি পোশাক আর গ্যাজেট দিয়ে সন্তানকে মুড়িয়ে রাখা। এতে আখেরে আপনি তার ক্ষতি করছেন সে খেয়াল আছে? বাবা-মায়ের দুঃখ-কষ্ট সন্তানকে ছোট থেকে না বোঝালে বড় হয়ে সে তার গুরুত্ব দেবে কি করে?
Childhood days: ফেলে আসা শৈশবে আজও ডুবে থাকতে চায় মন, নস্টালজিয়ায় ঘেরা এই প্রতিবেদন।
যত সময় যাচ্ছে আমরা দিন দিন যত জটিল হয়ে পড়ছি। সহজ কথাগুলো আজকাল সহজভাবে বলতে বা বোঝাতে পারিনা। যখন যেটা চাইবে আপনার সন্তান তাকে তখন সেটা দিয়ে দিলেই সে না পাওয়ার অনুভূতিকে উপলব্ধি করবে কি করে ? আর অপূর্ণতা না থাকলে পূর্ণতার আসল মাহাত্ম্য অনুভব করা যায় না।
Mosquitoes : সারাক্ষণ কানের সামনে মশা ভনভন, এরা কি কোনও উপকারে লাগে?
মাংস পোলাও কালিয়া খাওয়ানো খুব ভালো কথা, কিন্তু সে সবের বহি যেন আলুসিদ্ধ আর ভাতের গুণটা আপনার সন্তান যেন ভুলে না যান। সবসময়ই দামি পোশাক নয় আর চার পাঁচটা সাধারণ বাচ্চার মতোই তাকে সাধারণভাবে মানুষ করুন।
কারণ মনে রাখবেন সে অসাধারণ হবে তার গুণের করে আপনার অর্থের জেরে নয়। যেটা চাইছে সঙ্গে সঙ্গে সেটার জন্য হ্যাঁ করবেন না প্লিজ। ক্ষনিকের আনন্দ দেবার মোহে, তার ক্ষতি করছেন আপনি এটা বুঝতে শিখুন।
Breast : অল্প বয়সে স্তন ঝুলে পড়লে, আপনি আবেদনময়ী হয়ে উঠবেন কী করে ?
আর একটা কথা আপনি কোন এটিএম মেশিন নন আপনার সন্তানের কাছে এটা শুরু থেকেই বুঝিয়ে দিন। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক মধুর বন্ধুত্বের, কখনোই দেওয়া-নেওয়ার নয়।