Breaking Bharat: সত্যিই কি অদূর ভবিষ্যতে ভয়াবহ বিপদ অপেক্ষা করে আছে? কী বলছেন গবেষকরা?কয়েকদিন ধরেই বিজ্ঞানীদের একাংশের গবেষণায় বারবার উঠে আসছে এলিয়েন বা ভিনগ্রহীদের প্রসঙ্গ। সম্প্রতি নাসার বিজ্ঞানীরা (NASA scientists) এই বিষয়ে শক্তপোক্ত রিপোর্টও পেশ করেছেন। এমনকী, পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব (Alien invasion) নিয়ে গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এমন প্রায় ৫,০০০ গ্রহের সন্ধান পেয়েছে নাসা, যেখানে ভিনগ্রহীর খোঁজ মিলতে পারে।
ঠিক এই পরিস্থিতিতেই দেখা গেল অশনি সংকেত? বিপদের আঁচ পাচ্ছেন বিজ্ঞানীরা। মনে করা হচ্ছে পৃথিবীতে আক্রমণ করতে পারে এলিয়েনরা। আর কোন পথে আসছে সেই বিপদ, জানলে অবাক হবেন। সূত্রের খবর, বিজ্ঞানীদের পাঠানো সংকেত ধরেই পৃথিবীর ওপর আক্রমণ চালাতে পারে ভিনগ্রহীরা? (Can aliens invade Earth from space) সত্যিই কি অদূর ভবিষ্যতে ভয়াবহ বিপদ অপেক্ষা করে আছে? কী বলছেন গবেষকরা?
সম্প্রতি এলিয়েন (Alien) নিয়ে সবচেয়ে ব্যাপক আকারে গবেষণা চালাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্টেশন অর্থাৎ নাসা (U.S. Space Research Organization NASA)। বিজ্ঞানীরা সেই খাতেই মহাকাশে সাংকেতিক বার্তা পাঠাচ্ছেন বলেও সংবাদসূত্রে জানা গেছে। একাংশ। ইতিমধ্যেই “বেকন ইন দ্য গ্যালাক্সি” (A Beacon in the Galaxy) নামের বার্তা মহাকাশে পাঠিয়ে দিয়েছে নাসা (NASA)। আর তাতেই আশঙ্কার ঘন কালো মেঘ দেখছেন অনেকে।
আরো পড়ুন- Narendra Modi : ডিপোজিট বিমা নিয়ে বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
এই প্রসঙ্গে অক্সফোর্ডের ফিউচার অব হিউম্যানিটি ইনস্টিটিউটের সিনিয়র বিজ্ঞানী অ্যান্ডার্স স্যান্ডবার্গ জানিয়েছেন, মহাকাশে এরকম বার্তা পাঠানোতে বাড়তে পারে পৃথিবীর বিপদ। পাশাপাশি, বিজ্ঞানীদের একাংশ আশঙ্কা করছেন যে, আমাদের সৌরজগতের বাইরে যদি সত্যিই কোনও জগৎ থেকে থাকে, তাহলে সেখানকার প্রাণীরা পৃথিবী থেকে পাঠানো এই বার্তার সূত্র ধরে খোঁজ পেয়ে যেতে পারে আমাদের গ্রহটির!
আরো পড়ুন- Divya Bharti : বলিউডের নায়িকা দিব্যা ভারতীর নিজের জগত কেমন ছিল?
অর্থাৎ এককথায় বলতে গেলে, পৃথিবীর অস্তিত্ব অন্য গ্রহের প্রাণীরা জেনে গেলে হতে পারে বিপদ। বিজ্ঞানীদের একটাই প্রশ্ন, এমনটা ঘটলে সেটা আদৌ কি পৃথিবীর পক্ষে ভালো হবে? কারণ, যদি ভিনগ্রহী বা এলিয়েনেরা পৃথিবীতে আক্রমণ করে বসে, তাহলে সে একটা ভয়ানক ব্যাপার হয়ে যাবে (aliens are preparing for a mass landing)।
আরো পড়ুন- Buy Medicines : জিনিসপত্র কিনতে দরদাম, কিন্তু ওষুধ কিনতে দরদাম নয় কেন ?
এই আশঙ্কার মাঝে এমনটাও শোনা যাচ্ছে যে, এই বার্তা পাঠানো নিয়ে মতানৈক্য দেখা গিয়েছে বিজ্ঞানীমহলে। তবে আশঙ্কা একটাই, বিজ্ঞানীদের পাঠানো বার্তার সূত্র ধরেই উঠছে সেই প্রশ্ন: বিশাল মহাকাশে পৃথিবীর বার্তা ছড়িয়ে পড়লে গবেষণায় নতুন তথ্য জানা হয়তো যাবে। তবে তার চেয়ে উল্টে বিপত্তি বেশি ঘটবে বলেই মনে করা হচ্ছে।