Poet & Voice of King Bidyut Bhowmick : প্রখ্যাত কবি ও আবৃত্তি জগতের নক্ষত্র বিদ্যুৎ ভৌমিক এর পান্ডুলিপির অপ্রকাশিত কবিতা (Breaking Bharat) ধ্রুপদী কবিতা (Poet Bidyut Bhowmick)
Breaking Bharat: হাইওয়ে ছাড়িয়ে একদিন বিদ্যুৎ ভৌমিক : অন্যথায় মৃত্যু দেখা মন চোখ ; প্রাচীন জাদুকর ছিনিয়ে নিতেই , বহুমাত্রিক অবয়বে মিতবাক সময়ের অভ্রান্ত অসুখ ভাগ্যের ঠোঁটে চুমু রেখে দিতেই দৈবিক ধ্যান মহাপ্রস্থানের পথ থেকে বহমান বাতাসে জ্যোৎস্না কিনে নিল !
অস্তিত্বে শরীর শুয়ে ছিল ; গভীর রোদ পুড়ে ওঠে,চোখ থেকে খসে পড়ে এতদিনের দেখে আসা চাঁদ ! এই একবারই সমাধি থেকে কথা না বলার যতটা ব্যথা ; কপাল শূন্য দর্শনে হেমন্তের মধ্যরাত ডোবে, স্পষ্ট স্বপ্নগুলো কথা হারিয়ে ফেরে ঈশ্বরীও আঁধারে ! এই জন্মের মধ্যে নির্ঘুম ছিল ভেতরের প্রাণ , নির্নিমেশ প্রেত নির্ভর ! যদিও স্নান ঘরে ছদ্মবেশ খুলে ব্যক্তিগত মহাশূন্যকে ডেকে আনি কাছে ,শেষ রাতে হাতে গোনা সর্বনাশ গুলো দুঃস্বপ্নের ডাকে এগিয়ে আসে খেলার সঙ্গী হবে বলে ৷
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর শ্রেষ্ঠ কবিতা- Breaking Bharat
হাইওয়ে ছাড়িয়ে অনেকটা এগিয়ে যেতেই ; বুকের মধ্যে সম্মোহনে হতবাক আমি ! আয়ুহীন নিষিদ্ধ সময়ে সত্যের গর্ভে ঘুমোয় সতান্ন বছরের স্মৃতি,যদিও মৃত্যুর বিশ্বাস ক্যানভাস থেকে অদৃশ্য হলে ভাস্কর্যের সৃজন চোখ চিত্রকর না ভেবে এঁকে ছিল ! মায়াজাল ছিড়ে উচ্ছ্বিষ্ট অতীত অর্ধেক বস্ত্র খুলে বলে ওঠে ; মৃত্যুর গল্প ! আজ রাতে বৃষ্টির ভেতর প্রমাণ নির্মাণ হোক,এভাবেই ডুবতে হবে ; এভাবেই রূপকথার মায়াবী নারী যৌনস্থান থেকে তুলে নেবে আমাকে এই পথে !
কিছু কী ভুলেছি আমি ; চাঁদ তারা পরিচিত নক্ষত্র গুলো ! এখন অন্য এক সময় পৃথিবীকে উল্টো দিকে ঘুরিয়েছে উম্মাদ পুরুষের বেশে ! শেষ কথা বলে জেগে ওঠে প্রতিটা জন্মের মৃত্যু ! তবুও নিছক কল্পনায় অহর্নিশ চুপ থাকে পান্ডুলিপির কবিতারা,এই একবার রক্তের ভেতর চেনা মুখ দেখি ৷ মৃদু কান্নায় জাগে রাতজাগা পাখি,এভাবে প্রেত ও ঈশ্বর এই রাস্তায় এসে বলে মৃত্যুর পরের গল্প !
আরো পড়ুন- A famous poet of Bharat and Bangladesh Bidyut Bhowmick : সহজ সত্য নির্মাণ
শেষ এ কটা দিন,মৃত্যুর প্রতীক্ষার ভেতর আমার পাশাপাশি পতঙ্গেরা জেগে বসে থাকে,হাইওয়ে ধরে সময় সাক্ষী রেখে অবলীলায় পথ চলা ! এই পথে দয়াপার্থীরা নিজের সঙ্গে একা একা কথা বলে ; নিজস্ব রক্তে আঁধার ঝলসানো নগ্নতা নিশিকন্যাদের উষ্ণতা নিয়ে খেলা করে ৷
এই শরীরহীন আমি একাই চলেছি আমার এতকালের স্মৃতির সামনে পিছনে ,যতবার মরি এই নীরবতায় ! সারারাতটা ঘুম নির্ঘুমে অবেলায় সড়ক পেড়িয়ে গেছে ,বিষণ্ন দরজাগুলো গভীরে ব্যথা পেতে পেতে বোবা হয়ে গেছে সেই থেকে ! এই অর্ধেক মৃত্যুতে স্মৃতির অতীত থেকে প্রতারক স্বপ্নরা পরবর্তী কবিতার আইন পাস করে কৃত কৌশলে !!
লেখনীকাল ১০/০২/২০১১স্থান : কবি বিদ্যুৎ ভৌমিক এর বাসস্থান ছায়ানীড় ৷শ্রীরামপুর , হুগলী , ভারত , পশ্চিমবঙ্গ