Breaking Bharat: যখন তখন মাল্টি ভিটামিনের ওষুধ খান? জিনকোভিট মাল্টি ভিটামিনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা জানেন?
মানুষ প্রয়োজন পড়লে ওষুধ খায়। আবার কিছু মানুষ সব সময় ওষুধের প্রয়োজনীয়তা অনুভব করেন। মাথায় রাখতে হবে প্রাকৃতিকভাবে পাওয়া শক্তি বা প্রতিরোধ ক্ষমতার বিকল্প হিসেবে ওষুধের ব্যবহার হয়। তবে শরীর ওষুধ গ্রহণ করছে মানে ওষুধের সব দিকগুলিকে সে অত্যন্ত আনন্দের সঙ্গে কাছে টেনে নেবে এমনটা নয়। ঠিক এই সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার শুরু।
মাথায় রাখবেন ওষুধ মানেই তার সঙ্গে রাসায়নিক যৌগ যুক্ত আছে আর সেটা শরীরের জন্য কখনো প্রতিক্রিয়া হীন হতে পারেনা। আমরা আজকে এমন এক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলব যে ওষুধ সম্পর্কে অনেকের ধারণা থাকলেও বিস্তারিত ব্যাখ্যা হয়তো আমরা কেউই সেভাবে জানিনা। ‘জিনকোভিট মাল্টি ভিটামিন ওষুধ‘।
সাধারণত শরীরের কোন প্রদাহ বা সংক্রম বলে ছোটদের ক্ষেত্রে ট্যাবলেট বা ক্যাপসুল দেওয়ার থেকে সিরাপ দিতে পছন্দ করেন ডাক্তাররা।আর এখানেই উঠে আসে জিনকোভিট মাল্টি ভিটামিন ওষুধের কথা। জ্বর হলে এই সিরাপ ভীষণভাবে ছোটদের জন্য কার্যকরী। খাবার খাওয়ার পরে জ্বরের ওষুধ আর একচামচ জিনকোভিট মাল্টি ভিটামিন সিরাপটা যেন অব্যর্থ হিসেবে কাজ করে।
মুখে অরুচি ভাবটা একদম কেটে যায়। তবে হ্যাঁ একটু ঘুম ঘুম ভাব তৈরি হয় বৈকি। আসলে যে কোন ধরনের মাল্টিভিটামিন ওষুধ শরীরের মধ্যে ইমিউনিটিকে বাড়িয়ে তুলতে কাজ করে। খুব স্বাভাবিক ব্যাপার, ধরুন আপনি দুর্বল অসুস্থ অবস্থায় ডাক্তারের কাছে গেলেন।
তাহলে ডাক্তারেরা বলবে শরীরে প্রয়োজনীয় ভিটামিনের অভাব। খাবার খাওয়ার কথা বলতে পাশাপাশি ভিটামিনের ওষুধ দেবে। মাল্টি ভিটামিন ওষুধের মানে যে ওষুধ একাধিক ভিটামিনের অপুষ্টিকে দূর করে শরীরকে প্রয়োজনীয় পথ্য দিয়ে থাকে।
আরো পড়ুন – ভালোবাসার চিহ্ন হিসেবে বিশেষ ইমোজিটা কেন ব্যবহার করা হয় বলুন তো?
এবার এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে আপনার শরীরে যদি প্রয়োজনীয় পুষ্টি থাকে, ভিটামিন থাকে তাহলে আপনি রোগের সঙ্গে লড়তে পারবেন, আর আপনার ইমিউনিটি দারুন কাজ করবে। তাই এটা কে ইমিউনিটি বুস্টার হিসেবে ভেবে নিতে পারেন।
যদি কোনো ব্যক্তির শরীরে ভিটামিনের ঘাটতি থাকে তবে চিকিৎসক জিনকোভিট ট্যাবলেটটি প্রেসক্রাইব করতে পারেন। আপনাকে জানিয়ে রাখি যে এই ওষুধে ভিটামিন, প্রয়োজনীয় খনিজপদার্থ, দস্তা সহ একাধিক মিশ্রণ রয়েছে। এবং এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেই চিকিৎসা বিজ্ঞানে মনে করা হয়।
আরো পড়ুন – বেশি দাম দিয়ে হলেও ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে ভালোবাসেন?
মানে যেমন ধরুন ভিটামিন-সি আমাদের শরীরে ইমিউনিটি বুষ্টার হিসেবে কাজ করে, এই ওষুধটি প্রায় একই ধরনের ভূমিকা পালন করে। এই ওষুধ হার্ট, ডায়াবেটিস, যক্ষা এবং বাতজনিত রোগীদের জন্য উপকারী। তবে এর পাশাপাশি তীব্র এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদেরও পুষ্টি সরবরাহ করে। যেহেতু মাল্টিভিটামিন ওষুধ তাই একাধিক ভিটামিন এই ওষুধের মধ্যে দেওয়া আছে (Zincovit multivitamin Tablet uses)।
আরো পড়ুন – চাহিদা বাড়ছে বিটকয়েনের, বিষয়টা আসলে কী?
এতে ভিটামিন এ, ভিটামিন বি ১ থেকে ভিটামিন বি ১২ পর্যন্ত উপাদান রয়েছে। ম্যাগনেসিয়াম, আয়োডিন, সেলেনিয়াম, ক্রোমিয়াম, মলিবডেনাম রয়েছে বলেও পরীক্ষায় জানা গেছে। তবে এই ওষুধের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন ধরুন নিয়মিত এই ওষুধ সেবন করলে প্রস্রাবের সমস্যা, চুলকানি, অনিদ্রা, জয়েন্টে ব্যথা ইত্যাদি হতে পারে। তাই অবশ্যই এই ওষুধ খাবার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেয়া দরকার এবং তার প্রস্তাবিত ডোজ মতই এই ওষুধ সেবন করা উচিত।