Breaking Bharat : তিল তিল করে ২লক্ষ ৬০ হাজার টাকা জমানো, এটা হয়তো খুব একটা বড় কথা নয়। যা গুনতে শোরুমের কর্মীদের সময় লাগলো ১০ ঘণ্টা লক্ষ্য স্থির থাকলে মানুষ পথ হারাবে কেন? কিন্তু খুচরো পয়সা দিয়ে প্রায় ২.৫ লক্ষ টাকা জমিয়ে শো রুম এ গিয়ে তা দিয়ে গাড়ি কেনাটাই খবর (Dream Bike)।
সালেমের যুবক ভি বুবাথির জীবনটায় (The life of Saleem’s young V. Bubathi) সবকিছুতেই অন্যরকম,তা আর বলার অপেক্ষা রাখে না। জীবনের স্বপ্ন সত্যি করতে অ-সাধারণ এক চেষ্টাই সকলের নজর কেড়েছে । বুবাথির (Bubathi) অনেকদিনের ইচ্ছা একটা বাইক (motor bike) কেনার। অথচ দাম তার সাধ্যের অতীত। তাই বলে তো আর বাইক কেনার স্বপ্ন থেমে যেতে পারেনা ? কিন্তু তাঁর এই অদম্য প্রত্যয়ের কাছে সে সবই হার মানে।তাই বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু বানালেন বুবাথি (Bubathi made the Indus with point by point.)।
তিন বছর ধরে তিল তিল করে জমিয়ে ফেললেন দু’লক্ষ ৬০ হাজার টাকা (two lakh 60 thousand rupees for three years) । তবে সবটাই কিন্তু খুচরো পয়সা। আরো স্পষ্ট করে বললে সবই কিন্তু এক টাকার কয়েন। কী করেন বুবাথি? কী করেন তিনি? উত্তর, তিনি কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক। অন্যরকম কিছু করার তাগিদে বছর চারেক আগে ইউটিউবার হয়ে যান। একটি বেসরকারি সংস্থায় কম্পিউটার অপারেটরের কাজও করেন।
আরো পড়ুন- Item Songs : আইটেম গার্ল মানে কী? সিনেমা মানে নাচ গান, তাহলে আইটেম সং ছাড়া জমে কি ?
আরো পড়ুন- Electric Shock : হঠাৎ করে কেউ বিদ্যু পৃষ্ঠ হলে কি করবেন? জেনে নিন বিস্তারিত
যে শোরুম থেকে বুবাথি তাঁর স্বপ্নের বাইক কেনেন, বুবাথির দেওয়া বিপুল সংখ্যক এক টাকার কয়েন দেখে হতভম্ব। বিরক্ত হলেও বুবাথিকে ফেরাননি শোরুমের মালিক থেকে শুরু করে ম্যানেজার । অবশেষে শোরুমের ম্যানেজার শোরুমের কর্মীদের দিয়েই টানা ১০ ঘণ্টা সময় নিয়ে কয়েন গুনিয়েছেন, ভাবা যায়!