Yamaha MT-15: ইয়ামাহা বাইক নিয়ে নস্টালজিয়া? এবার Yamaha গাড়ির নতুন অফার! আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাতে চাই যে বিএস6 ফেজ 2 নিয়ম মেনে নতুন এডিশন বাজারে এনেছে সংস্থা। শুধু ইঞ্জিন পরিবর্তনই নয় সঙ্গে যোগ হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং LED ইন্ডিকেটর। এই বাইকের অন রোড দাম এবং বাকি বৈশিষ্ট্য আজকের প্রতিবেদনে উল্লেখ করবো।
স্বপ্নের বাইক ইয়ামাহা (Yamaha MT-15):
গাড়ি চালাতে ভালবাসেন অনেকেই। আর তাই গাড়ি নিয়ে একাধিক মানুষের নানা ফ্যাশিনেশন থাকে। আপনি যদি Yamaha গাড়ি পছন্দ করে থাকেন তাহলে এই প্রতিবেদনের প্রতিটা ছত্রে রয়েছে আপনার জন্য স্পেশাল অফার। দেখুন ক’দিন আগেই বাজারে নতুন বাইক লঞ্চ করেছে ইয়ামাহা কোম্পানি। আজ এই প্রতিবেদনে সেই বাইকের দাম এবং বিস্তারিত বৈশিষ্ট্য বলব আপনাদের।
বাইক ভালোবাসার মানুষের কাছে দেশে দারুণ ‘জনপ্রিয় মোটরসাইকেল Yamaha MT-15‘। স্টাইল আর দাম দুটোই পছন্দসই বটে। সম্প্রতি সেই বাইকের একটি আপডেটেড ভার্সন লঞ্চ করেছে সংস্থা। এই প্রজন্মের তরুণ রাইডারদের কাছে পছন্দের একটি মোটরসাইকেল রোড রানার।
Yamaha: ইয়ামাহা বাইকের অন রোড দাম:
আপনি কি জানেন গত বছরেই বাইকে নতুন সাসপেনশন থেকে শুরু করে সুইংআর্ম সহ একাধিক বৈশিষ্ট্য যোগ করে ইয়ামাহা। এবার সেই বাইকের মধ্যে জুড়ে গেল আরো কিছু স্পেশাল ব্যাপার-স্যাপার।
শহর কলকাতায় এই মোটরবাইকের অন রোড প্রাইজ 1 লক্ষ 98 হাজার 540 টাকা (yamaha mt-15 on road price)। বেঙ্গালুরুতে 2 লক্ষ 18 হাজার 475 টাকা। চেন্নাই এবং চন্ডিগড়ে অবশ্য দাম অনেকটাই কম। এখানে একটু বলে রাখা দরকার যে ইয়ামাহার এই স্পোর্টস বাইকের এক্স-শোরুম দাম 1 লক্ষ 68 হাজার টাকা। 2023 সালের ফেব্রুয়ারি মাসে মোটরসাইকেলটির আপডেটেড এডিশন লঞ্চ করা হয় সংস্থার পক্ষ থেকে।
ইয়ামাহা বাইকের অত্যাধুনিক ফিচারস:
আপনার সুবিধার্থে জানাই যে এই বাইকে আপনি অত্যাধুনিক অনেক ফিচারস পাবেন। যেমন ধরুন কোম্পানির তরফে এই মডেলে রাখা হয়েছে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ 18.4 ব্রেক হর্সপাওয়ার এবং 14.1 টর্ক সহজে তৈরি করে।
আরো পড়ুন – Redmi A2 এবং Redmi A2 Plus: কম বাজেটের মধ্যে রেডমির দারুন ফোন! এক চার্জে ৬ দিন?
এর সঙ্গে যুক্তরয়েছে 6 স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। এছাড়াও এটি পাবেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, আপ সাইড ডাউন ফর্ক সাসপেনশন এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম । যার অর্থ হলো দু চাকাতেই মিলবে এবিএস এবং ডিস্ক ব্রেক।
আরো পড়ুন – হন্ডা সাইন এবং টিভিএস রেডিওন – এই দুই বাইক নিয়ে এক্সপেরিমেন্ট? টিভিএস না হন্ডা, কে এগিয়ে?
এখানেই শেষ নয়, সঙ্গে আবার LED টার্ন ইন্ডিকেটর, LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেখানে বাইকের জ্বালানি সংক্রান্ত এবং অন্যান্য ফিচার্স সম্পর্কে একাধিক তথ্য দেখা যাবে। Yamaha MT 15 বাইকে পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার পজিশন ইন্ডিকেটর।
আরো পড়ুন – iPhone: আইফোনের স্বপ্ন সবার কি পূরণ হয়? কেন মধ্যবিত্তের কপালে জোটে না আইফোন?
এবার যে বিষয়গুলোর কথা বলবো সেগুলো হয়তো বাইরে থেকে যারা মোটরবাইক সখে পছন্দ করেন তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও, এই কথাটা জেনে রাখা খুব বেশি করে দরকার। এই মোটরবাইকের কার্ব ওয়েট 138 কেজি এবং সিটের উচ্চতা 810 মিলিমিটার। দেশের বাজারে এই বাইকের একাধিক প্রতিদ্বন্দ্বী রয়েছে যেমন Bajaj Pulsar, KTM Duke 200, TVS ইত্যাদি।
আশা করা যায় এতক্ষণে আপনি আপনার পছন্দমত বাইকের স্পেসিফিকেশন নির্ধারণ করে ফেলেছেন।