Breaking Bharat: প্রথমে শুনলে মনে হতেই পারে, কোনও সায়েন্স ফিকশনের গল্প। তিন চাকার আবার স্কুটি হয় নাকি? কিন্তু বাস্তবে তা-ই করে দেখাল এই জাপানি সংস্থা। তিনচাকায় কীভাবেই বা চলবে এই স্কুটি? সব প্রশ্নের জবাব পেতে, আসুন জেনে নেওয়া যাক ইয়ামাহা-র এই নয়া স্কুটির খুঁটিনাটি।
কী, কী ফিচার রয়েছে এই স্কুটিতে?
ইউনিক ডিজাইনের দুটি তিন-চাকার স্কুটি বাজারে নিয়ে এল Yamaha। বাজারে এল Yamaha Tricity 125 এবং Yamaha Tricity 155। জানা যাচ্ছে ইতিমধ্যেই ইউরোপের বাজারে এই ধরনের নতুন তিন-চাকার স্কুটি নিয়ে হাজির হয়েছে এই জাপানি সংস্থা৷ ভারতে বুকিং শুরু হতে পারে আগামী আগস্ট মাস থেকেই (Scooty Price in India)।
আরো পড়ুন – বাজারে আসছে অ্যাপল কার? ড্রাইভার ছাড়াই চলবে অ্যাপলের এই গাড়ি? কী মনে হচ্ছে?
তিন চাকার এই স্কুটি গুলিতে সামনের দিকে থাকছে দুটি চাকা পাশাপাশি এবং পেছনে একটি চাকা। স্কুটারের সামনে রয়েছে বিশাল ফেসিয়া। সেখানে রয়েছে LED হেডল্যাম্প। জানা যাচ্ছে বিশেষ একটি মোড অন করে সামনে দুটি চাকা স্টিয়ারিং করে রাইড করা যাবে উভয় স্কুটিতেই।
Yamaha Tricity 125 ও Tricity 155
Yamaha Tricity 125 ও Tricity 155-তে রয়েছে একটি মাঝারি মাপের উইন্ড স্ক্রিন যা হাইওয়েতে রাইড করতে সাহায্য করবে চালককে ৷ স্কুটি দুটি ডুয়েল টোন ব্যবহার করে বানানো হয়েছে ফলে বিশেষত্ব হয়ে উঠেছে এগুলির স্পোর্টি লুক।
আরো পড়ুন – নিজের স্বপ্নের মোটর বাইক কিনতে চাইলে আপনিও এটা করতে পারেন ! যেভাবে নিজের স্বপ্ন পূরণ করলো এই যুবক
Yamaha Tricity 155-তে থাকছে Aerox 155-তে ব্যবহার হওয়া একটি 155 cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। Yamaha Tricity 125 তে থাকছে একটি 125 cc সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন।
Three-wheel scooters updated for 2022
দুটি স্কুটিতেই রয়েছে ভেরিয়েবল ভাল্ভ অ্যাকচুয়েশন প্রযুক্তি যা ইঞ্জিনের আওয়াজ কম করতে সাহায্য করবে বলেই দাবি সংস্থার।
Yamaha Tricity 125 ও Tricity 155 -এ রয়েছে পার্কিং ব্রেক, USB চার্জিং। এছাড়াও দুটি স্কুটারই স্মার্টফোনের সঙ্গে যুক্ত করার জন্য থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ফলে স্মার্টফোনে আসা সোস্যাল মিডিয়া, ইমেল ও টেক্সট মেসেজ নোটিফিকেশন দেখে নেওয়া যাবে স্কুটির স্ক্রিনেই। যদিও ভারতে এই স্কুটি দুটির কত দাম হতে পারে তা এখনও জানা যায়নি।
আরো পড়ুন – এই মোটর বাইকের দাম প্রায় ১৬ লক্ষ টাকা, কী কী ফিচার রয়েছে এই বাইকে?
- তিন-চাকার স্কুটি বাজারে নিয়ে এল Yamaha
- ভারতে বুকিং শুরু হতে পারে আগামী আগস্ট মাস
- ইঞ্জিনের আওয়াজ কম করতে সাহায্য করবে বলেই দাবি সংস্থার