Breaking Bharat : টেনিস দুনিয়া শাসন করছেন সেরেনা উইলিয়ামস? কেরিয়ারের পথ আদৌ কি মসৃণ ছিল? আর এই ক্ষেত্রে যার নাম তার না বললেই নয় তিনি সেরেনা উইলিয়ামস, টেনিস জগতের রানী (Serena Williams is the queen of the tennis world)।
তিনি সেরেনা উইলিয়ামস টেনিস জগতের রানী:
সকলেই বলেন খেলাধুলা মন দিয়ে করা দরকার কিন্তু খেলতে পারে কজন? রাজনীতি হোক বা বিনোদন সর্বত্রই একটা শব্দের ভীষণ প্রচলন দেখা যায় তা হল ‘ খেলা ‘ । কেউ পড়াশুনা না করলে তাকে বলা হয় খেলা করছিস, আবার অযাচিতভাবে কোন জিনিসে হাত দিলে বলা হয়, এটা খেলার জিনিস নয়।
আসলে এই জাতীয় কথাবার্তা শিশুরাই বেশি শুনে থাকেন গুরুজনদের কাছ থেকে। কিন্তু খেলা ব্যাপারটা সহজ নয় আর সবাই খেলতে পারেন না। ছোটবেলা থেকে একটা বদ্ধমূল ধারণা নিয়ে শিশুদের বড় করা হয় যেখানে পড়াশোনায় সবথেকে বেশি গুরুত্ব পায়। খেলাধুলা সেখানে সেকেন্ডারি।
সব বাবা-মাই চান সন্তান আগে পড়াশোনা করে বড় হোক অথচ খেলাধুলা করে বড় হয়ে যাওয়া মানুষের তালিকাটা কিন্তু কম নয়। বিশেষ করে মেয়েদের কথা বলতে হয় আজকের যুগে দাঁড়িয়ে খেলার দুনিয়ায় নিজের নাম চিরস্মরণীয় করে রাখার তালিকায় মেয়েদের সংখ্যাটা কম নয়। আর এই ক্ষেত্রে যার নাম তার না বললেই নয় তিনি সেরেনা উইলিয়ামস, টেনিস জগতের রানী (Serena Williams number 1 in the world)।
বড় কিছু করার স্বপ্ন দেখেছিল সেরেনা উইলিয়ামস:
ছোটবেলা থেকেই বড় কিছু করার আগ্রহ আর ইচ্ছে ছিল মেয়েটার। অন্য কারোর মতো নয় বরং নিজেই নিজের মতো হতে চেয়েছিল সে। গায়ের রং নিয়ে কম অসম্মানিত হতে হয়নি , কিন্তু সেরেনা জানতেন তার কাজ ,তার খেলা, তার যোগ্যতার সব প্রমাণ দিয়ে দেবে।
হতে বাঁধা নিয়মে জীবনকে এগিয়ে নিয়ে যান নি সেরেনা। এক্ষেত্রে বিশেষ ভাবে বলা দরকার, রিচার্ড উইলিয়ামস আর অরাসিন প্রাইস- দু’জনেই তাঁদের দুই মেয়েকে গড়েপিটে নেওয়ার জন্য সর্বস্ব পণ করে নেমেছিলেন। রিচার্ড উইলিয়ামস স্বপ্ন দেখেছিলেন মেয়েদের নিয়ে টেনিস জগতে আলোড়ন তৈরি করার (Serena Williams and Venus Williams)।
নতুন ছক তৈরি করাই লক্ষ্য ছিল টেনিস তারকার:
দশ বছর বয়স থেকেই টেনিস কোর্টে নিত্যদিনের প্র্যাকটিস শুরু সেরেনার। মেয়ের যাতে প্র্যাকটিসের মধ্যে থেকেই মানসিক চাপ না বেড়ে যায় সে দিকে খেয়াল রাখতেন রিচার্ড। দিদি ভেনাস ছিল সেরেনার অনুপ্রেরণা (Serena Williams sisters)। চিরাচরিত ভ্রান্ত ধারণা ভেঙে ফেলে নতুন ছক তৈরি করাই লক্ষ্য ছিল টেনিস তারকার।
চিরাচরিত বিশ্বাস ছিল টেনিস মানেই বড়লোকের আভিজাত্যের জায়গা, যার জন্য বড় হোটেল বা ক্লাবেই এর প্র্যাকটিস সম্ভব। সামান্য ঘরের মধ্যে প্র্যাকটিস করে কিভাবে বিশ্বকে জয় করা যায় সেরেনা উইলিয়ামস সেটা দেখিয়ে দিয়েছেন। কম কটুক্তি সহ্য করতে হয়নি তাকে।
বিশ্বের বিখ্যাত টেনিস তারকা সেরেনা উইলিয়ামস:
গায়ের রং নিয়ে বারবার নানাভাবে আক্রমণ করা হয়েছে তাকে। কিন্তু কথা বলে লক্ষ্য যদি স্থির থাকে মানুষ পথ হারায় না সেরেনা উইলিয়ামস তার যথাযোগ্য প্রমাণ। সাফল্যের খতিয়ান আর রেকর্ড এর ইতিহাস বলতে গেলে একটা অধ্যায় তৈরি হয়ে যাবে।
আরো পড়ুন – Bodily Harm : বাস্তবে সম্ভব না হলেও স্বপ্নের উদ্যম যৌনতায় বাস্তবের কি পরিণাম হয় জানেন?
ওপেনিং এর সময় সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরেনা। সংখ্যাটা কি আন্দাজ করতে পারেন? উত্তর হল ২৩। এবার যদি ডাবলস আর মিক্সড ডাবলস জুড়ে দেওয়া যায় সেই সংখ্যা পৌঁছে যায় ৩৯-এ। বিশ্বের বিখ্যাত টেনিস তারকারা এক বাক্যে স্বীকার করেছেন যে সেরেনার করা সার্ভ ইতিহাসে শ্রেষ্ঠ (World Famous Tennis Star Serena Williams)।
আরো পড়ুন – শাশুড়ি-বৌমার সম্পর্ক মানেই আদায় কাঁচ কলায়? স্টিরিও টাইপ ভাবনা থেকে বেরিয়ে আসুন
বিশ্ব বিখ্যাত টেনিস খেলোয়াড় বিলি জিন কিং অনেক ছোট বয়সেই সেরেনার মধ্যে এই সম্ভাবনার প্রকাশ দেখেছিলেন। এই টেডিস তারকার পরিসংখ্যান নিয়ে আমরা আজ আলোচনা করতে বসিনি কিংবা তার সাফল্যের খতিয়ান তুলে ধরতেও চাইছি না। সবটাই নেট দুনিয়ার মাধ্যমে আগ্রহী মানুষের নখদর্পণে।
টেনিসের ভাস্কর্যকে ফুটিয়ে তোলে সেরেনা উইলিয়ামস:
কিন্তু সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি তাহলেও বল কে রেকেট এর সঙ্গে ঠেকিয়ে নিয়ে শূন্যে ছুড়ে দিয়ে যেভাবে থ্রো করেন সেরেনা, সেটা প্রশংসাযোগ্য। অনেকেই বলেন যেন এর মধ্যেও লুকিয়ে রয়েছে এক শিল্প সত্তা।
শিল্পীর মতোই যেন টেনিসের মধ্যে দিয়ে নিজের ভাস্কর্যকে ফুটিয়ে তুলে নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করেন সেরেনা উইলিয়ামস। শুধু একজন তারকা খেলোয়াড়ি নন একজন ভালো মানুষ এই সেরেনা উইলিয়ামস। মার্কিন মনুকে যতবারই মহিলারা নানা কারণে সমালোচিত হয়েছেন তখনই রুখে দাঁড়িয়েছেন সেরেনা।
আরো পড়ুন – সেই ঋতুপর্ণকে “না” (No) বলেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা! চরম আক্ষেপ করলেন অভিনেত্রী, কিন্তু কেন?
গায়ের রং দিয়ে কখনো মানুষের গুণের বিচার বা তার পরিচয় করা যেতে পারে না এ কথা স্পষ্টভাবে দৃপ্ত কণ্ঠে গোটা বিশ্বকে জানিয়েছেন উইলিয়ামস। শুধু তাই নয় পোশাক-আশাক নিয়েও তাকে নানা বাধার মুখে পড়তে হয়েছে।
আরো পড়ুন – Nail infection : নেল ইনফেকশনের সমস্যা ? নখের ডগাতেই হয় ছত্রাক ইনফেকশন।তাহলে উপায়?
খেলার সময় যাতে শারীরিক অসুবিধা না হয় সেজন্য তার কাঙ্খিত পোশাক তাকে পড়তে দেয়া হয়নি । অশ্লীল বলে তাতে ট্যাগ লাগিয়ে দেয়া হয়েছে। এত কিছু করেও কি হারানো গেছে তাকে? সবকিছুর জবাব দিয়েছেন টেনিস ম্যাচ খেলতে নেমে।
সেরিনা যেন প্রমাণ করে দিয়েছেন ইচ্ছে শক্তির জোরে মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে। চারপাশ যতই বাধা দেবার চেষ্টা করুক, সত্যের জয় সর্বত্র।