Breaking Bharat: মেয়েদের শার্ট (Women’s shirts) কেনার চল আছে? ছেলেদের ও মেয়েদের শার্টের পার্থক্য কোথায় জানেন? আপনি কি কেনাকাটা করতে ভালোবাসেন তো? কি বিশেষত্ব হয় বলুন তো মেয়েদের ড্রেসের ? খেয়াল করেছেন?
সমাজের একটা ধারণা আছে মেয়ে মানেই কেনাকাটা করতে ভালোবাসবে। এই ভাবনা ভুল নয় কারণ মেয়েরা কেনাকাটা করতে পছন্দই করেন। পুরুষ তো এই নিয়ে হাসি ঠাট্টা করে। কথাই বলে নারীর সঙ্গে শপিং করতে যাওয়া মানে জীবন নাকি শেষ। কেনাকাটা করতে গেলে একটু বাছাই তো করতেই হয়।
কোথায় কোনটা সস্তা ? কোনটা কতটা টেকসই? সবকিছু দেখে নেওয়া দরকার। শপিং করতে ভালোবাসেন অনেকেই। কিন্তু ট্রেন্ড ফলো করে কেনাকাটা করে এক জিনিস, আর কোনও ফ্যাশন কেন তৈরি হল সেটা জানার আগ্রহ অন্য ব্যাপার। আজ সেরকম কিছু কথা বলব আপনাকে যা হয়তো আপনি আগে ভেবে দেখেন নি।
ছেলেদের এবং মেয়েদের শার্টের পার্থক্য কোথায়?
আজকালকার যুগে মেয়েদের অফিসের কাজে সকাল থেকে রাত পর্যন্ত ছুটোছুটি করতে হয়। সেক্ষেত্রে বেশিরভাগ অফিসের ডেকোরাম অনুযায়ী মেয়েদের শার্ট প্যান্ট পরতে হয় (Girls have to wear shirt pants)। অনেকেই ভাবেন ছেলেদের আর মেয়েদের শার্ট একই রকম। এই ধারণা সম্পূর্ণ ভুল।
আজকের প্রতিবেদনে আপনি বুঝতে পারবেন ছেলেদের এবং মেয়েদের শার্টের পার্থক্য কোথায়। যা হয়তো এর আগে কেনাকাটা করতে গিয়ে আপনি খেয়াল করেননি। বিশেষ করে মেয়েদের শার্ট (Girls shirts) কিনতে গেলে প্রথমেই একটু বুক পকেটের দিকে নজর দেবেন। না এটি খুঁজে পাবেন না।
মেয়েদের শার্টের কোন বুক পকেট থাকে না? (Girls shirts):
মেয়েদের শার্টের কোন বুক পকেট থাকে না যেটা ছেলেদের থাকে। আসলে নারী এবং পুরুষের শারীরিক গঠন অনুযায়ী ড্রেস তৈরি হয়। সেক্ষেত্রে স্তন যুগলের কারণে বুক পকেট রাখা হয় না। বিষয়টা দৃষ্টিকটু, বুক পকেটে কিছু রাখলে সেই স্থান উঁচু হয়ে থাকবে যা স্বভাবতই সকলের নজর টানার কেন্দ্রবিন্দু হবে যা শোভনীয় নয়।
তবে সময় বদলেছে এখন আর এই ধারণাকে আমল দিতে চান না অনেকেই। ইউনিসেক্স ফ্যাশনের যুগে এটা বোধহয় আর খুব একটা গুরুত্ব পায় না। আজকাল অনেকেই বলেন স্কার্টে বা কুর্তিতে যদি পকেট থাকে তাহলে ভালো হয়। সে কথা মাথায় রেখে জিন্স তো বটেই ইদানিংকালে লং কুর্তিতেও অনেক সময় পকেট রাখা হয়।
মহিলাদের পকেটে কিছু রাখার প্রয়োজন হতো না?
আসলে সময় বদলেছে বদলেছে ধারণা । আগে পকেটে থাকত না তার কারণ মহিলাদের পকেটে কিছু রাখার প্রয়োজন হতো না তারা ছিলেন পুরুষের উপর নির্ভরশীল। কিন্তু আজ মহিলার স্বাবলম্বী থলি খুব স্বাভাবিক কারণেই সে নিজের জিনিসপত্র নিজেই ম্যানেজ করতে পটু।
আসলে যুগের সঙ্গে সঙ্গে মানসিকতা বদলায় কিন্তু কিছু প্রাচীন রীতি আজও থেকে যায় অন্ধ গোঁড়ামির মতো। এমন আরেকটি বিষয় হল মেয়েদের জামার বোতাম (Buttons on girls’ shirts)। কখনো খেয়াল করে দেখেছেন মেয়েদের শার্টের বোতাম কোন দিকে থাকে?
মেয়েদের শার্টের বোতাম কোন দিকে থাকে?
সাধারণত মেয়েদের শার্টের বোতাম থাকে বাম দিকে। আর ছেলেদের ডান দিকে। এটা শুধুমাত্র ফ্যাশনের জন্য হয় এমনটা নয়। এটা পেছনেও অদ্ভুত যুক্তি আছে। আবার এর সঙ্গী ইতিহাস , এমন কথা অনেকে বলেন। শোনা যায় নেপোলিয়নের আমল থেকেই নাকি এইভাবে মেয়েদের শার্ট তৈরীর রীতি।
আরো পড়ুন- child in womb : গর্ভে সন্তান এলে অনেকেরই যৌন সম্পর্কে লিপ্ত হতে ইচ্ছে হয় কিন্তু সেটা কি সম্ভব?
নেপোলিয়ন নারী পরিবৃত্ত হয়ে থাকতে ভালোবাসতেন। মানে তিনি চাইতেন সবসময় মেয়েরা তার আশেপাশে ঘোরাফেরা করুক। শোনা যায় নেপোলিয়ন বোনাপার্ট আদেশ দিয়েছিলেন যে মহিলাদের শার্টের বোতাম বাম দিকে থাকা উচিত (Women’s shirts should be buttoned on the left side)। সেই থেকে নাকি চলে আসছে এই রীতি।
ছেলেদের ও মেয়েদের শার্টের পার্থক্য :
এই নিয়ে একটি প্রচলিত উপাখ্যান আছে। আসলে নেপোলিয়ন সবসময় তাঁর জামায় একটি হাত রাখতেন। তার অনুরাগী মহিলাদের সংখ্যা তো কম ছিল না। সবাই যাতে তাকে অনুসরণ না করে সেই জন্যই তিনি এরকম বিধান দেন। অনেক মহিলা তাঁকে অনুকরণ করতে শুরু করেন। যদিও এই বিষয়ে কোনো প্রমাণ আমরা দিতে পারবো না কারণ সবটাই উপাখ্যান বাস্তব ভিত্তি নেই।
আরো পড়ুন- Ghee : কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি? ভালো ঘি খেতে গেলে কি করবেন?
আগেকার দিনে মনে করা হতো মেয়েরা বাঁদিকে কোলে সন্তানকে রাখতেন ফলে বোতাম যদি ডান দিকে থাকতো তাহলে বা হাতে সেটা খোলা সম্ভব হত না। জরুরি প্রয়োজনের কথা ভেবেই বোতাম বাম দিকে করা হয় যাতে ডান হাত দিয়ে সহজে তা খোলা বা বন্ধ করা যায়।
আরো পড়ুন- Drone : হাতের কাছে ওষুধপত্র পৌঁছে দেবে ড্রোন? অনলাইন ডেলিভারির দুনিয়ায় অত্যাধুনিক যন্ত্র!
অনেকে মনে করেন নারী এবং পুরুষের শার্ট কে আলাদা করার জন্যই এই দুটি দিক নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সবটাই যুক্তি আর বিশ্বাস কারণ কেউ কানে কানে এসে আসল কারণটি বলে যায়নি। এভাবেই প্রাচীন কাল থেকে চলে আসার রীতি আজও সমান ভাবে এগিয়ে যাচ্ছে। তবে ইউনিসেক্স দুনিয়ায় এখন নারী পুরুষ সেভাবে আর ভেদ নেই অন্তত পোশাকের ক্ষেত্রে তো আমূল পরিবর্তন এসেছে বলাই বাহুল্য।