Breaking Bharat: কেন আজ নরেন্দ্র মোদি সাগরের ওপারে? তাহলে কি প্রতিবেশী রাষ্ট্রকে জবাব দিতেই ভারতের এই সিদ্ধান্ত? ভারতের প্রধানমন্ত্রীর কাছে এ বারের বিদেশ সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। কেন?
সামনে লোকসভা নির্বাচন সেখানে তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি থাকবেন কিনা তার ভাগ্য নির্ধারণ হবে। তার আগে বাড়ছে জল্পনা। বিজেপি বিরোধীরা বলছেন এবার আর ক্ষমতায় আসতে পারবেনা পদ্ম শিবির। এই সবকিছুর প্রভাব কি নরেন্দ্র মোদির মনে পড়েছে?
আপাতত মোদি ব্যস্ত তার বিদেশ সফরে। প্রশান্ত মহাসাগরের মাঝে অন্যতম বৃহৎ দ্বীপ পাপুয়া নিউ গিনি (Papua New Guinea) কেন নরেন্দ্র মোদির কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এই বিষয়ে একটা বিস্তারিত পর্যালোচনা করা যেতে পারে। আপনি বুঝতে পারবেন রাজনীতির অংক সত্যি বড় জটিল।
অস্ট্রেলিয়া থেকে প্রায় ২৩৬৯ কিমি উত্তর পূর্বের এই দ্বীপরাষ্ট্রই সংবাদের শিরোনামে কারণ ভারতের প্রধানমন্ত্রীর কাছে এ বারের বিদেশ সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। কেন?
প্রতিবেশী রাষ্ট্রকে জবাব দিতেই ভারতের এই সিদ্ধান্ত?
রাজনীতি বোঝা বড় জটিল বিষয় সেটা এভাবে এক কথায় হয়তো সকলকে বলা যায় না। কিন্তু আমরা নানা কার্যকারণের ভিত্তিতে এই সংক্রান্ত বেশ কিছু বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি। আপাত দৃষ্টিতে সব ঠিক আছে মনে হলেও চিন্তায় মোদি সরকার ।
কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর থেকে বিজেপির তরফ থেকে হারানো ভোট ফিরিয়ে আনার একাধিক পদক্ষেপ দেখা গেছে। এবার আন্তর্জাতিক অস্ত্রে শান দিতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী। এমনটাই মনে করছে কুটনৈতিক মহল। সফরের শুরুতেই জাপানে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
আরো পড়ুন – বাজারে ফিরছে হিরো কারিশমা? খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Hero Karizma ZMR
এই বিদেশ সফর শেষ অস্ট্রেলিয়াতে, আর এই দুইয়ের মাঝে তালিকায় আছে একটি দ্বীপরাষ্ট্র যাকে ঘিরে বাড়ছে আলোচনা। আমরা সবাই জানি যে আন্তর্জাতিক রাজনীতিতে পাপুয়া নিউ গিনির গুরুত্ব কম নয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই দ্বীপটি খুব একটা প্রাধান্য পায় না। তাহলে সব ছেড়ে কেন নমো সেখানে?
আরো পড়ুন – The Kerala Story: কী প্রমাণ করল ‘দ্য কেরালা স্টোরি’? চর্চিত সিনেমা মানেই কি সবথেকে বড় হিট?
আসলে আন্তর্জাতিক মহলের খবর যে এই দ্বীপকে নিয়ে বিশেষ পরিকল্পনায় বেজিং। আর চিন যাতে দাপট দেখাতে না পারে সেই কারণেই একটা পাকাপাকি বন্দোবস্ত করতে চান মোদি। ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির সহযোগিতা সম্মেলনে যোগ দিতে পাপুয়া নিউ গিনিতে নমো যেতে না যেতেই খবর শুরু।
আরো পড়ুন – বন দফতরের নিয়োগ বিজ্ঞপ্তি! বনসহায়ক পদে চাকরি পেলে কী কী কাজ করতে হবে?
রাজধানী পোর্ট মোরেসবিতে আয়োজিত এই সম্মেলনে শুধু ভারত নয় প্রশান্ত মহাসাগরের আরও ১৪টি দ্বীপরাষ্ট্র যোগ দেবে। গত নভেম্বরে মারাপের সঙ্গে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের দেখার পরই জিনপিং দাবি করেছিলেন, চিন এবং পাপুয়া নিউ গিনি ‘ভাল বন্ধু, ভাল সহকারী এবং পরস্পরের ভাই’। এবার নড়ে বসেছে ভারত। এই সম্মেলন থেকে কোন নয়া আপডেট উঠে আসে এখন সেটাই দেখার।
আরো পড়ুন – Nokia 4G: মাত্র ১২৯৯ টাকায় নোকিয়ার নতুন 4G ফোন? সাথে পেয়ে যাবেন ইন-বিল্ট UPI ফাংশন
ভারত আগেই জানিয়েছিল চিন কে হাল্কা ভাবে নেওয়া যাবে না। এবার সেই লক্ষ্যেই পদক্ষেপ করতে শুরু করল ভারত মনে করছে আন্তর্জাতিক মহল।