Breaking Bharat: একবার নয় বছরে দুবার হোলি উৎসব? দেশের মধ্যেই ঘটে এমন ঘটনা জানেন কি? রংয়ের উৎসবে রঙিন হওয়ার আনন্দ সবার কাছেই অন্যরকম। আর সেই কারণেই ভারতবর্ষের অন্যতম বড় উৎসব হল ‘দোল পূর্ণিমা‘ । বাংলায় দোল উৎসব ভারত জুড়ে হোলি। তবে এই দোল উৎসবের একটা নির্দিষ্ট সময় থাকে বাংলায় তখন ঋতু বসন্তকাল।
মানে ইংরেজির মার্চ মাস। তবে, আপনি কি জানেন মহারাষ্ট্রের এক গ্রামে বছরে একবার নয় দু’বার পালন করা হয় এই উৎসব? একটি হয় বসন্তে অন্যটি হয় পুজোর পর অক্টোবর মাসে। কিন্তু এখানেও বড় টুইস্ট।
বছরের দুবার রঙের উৎসব পালিত হয়:
মহারাষ্ট্র মানে বিনোদনের আবদার। একটা বড় অংশ হিন্দি সিনেমার তারকাদের দখলে। পাশাপাশি স্থাপত্য ক ীর্তি অনেক নিদর্শন আছে এখানে। কোলহাপুর হল সেই জায়গা যেখানে বছরের দুবার রঙের উৎসব পালিত হয়। বিঠল বীরদেব উত্সব বলেও একে ডাকেন অনেকজন। কোলহাপুর জেলার পত্তন কোডলিতে ১৭ থেকে ২০ শে অক্টোবর পর্যন্ত এই উৎসব পালিত হয়।
এই সময় হলুদ দিয়ে রং খেলা হয়। বিঠল বীরদেব উৎসব পালন করা হয় বিঠল দেবের জন্মবার্ষিকী উপলক্ষে। এই দেবতা হলেন বিষ্ণুর অবতার। এখানেই উৎসবের প্রধান আকর্ষণ হয়ে ওঠেন একজন ‘বাবা’। যিনি গ্রামীণ আগামী দিনের জীবন কেমন হবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করতে আসেন প্রত্যেক বছর।
আরো পড়ুন – হাত কেটে পা কেটে রক্ত দিয়ে নাম লিখে ভালবাসার কথা বোঝানোর চেষ্টা মূর্খামি ছাড়া কিছুই নয়
সোলাপুর জেলার অঞ্জনগাউ গ্রামের বাসিন্দা এই বাবাজি। লোকমুখী শোনা যায় এই বাবা নাকি ১৭ দিন ধরে একটানা পায়ে হেঁটে এখানে আসেন। তিনি একটি বটগাছের নীচে বসেন।। স্থানীয় মানুষজন হলুদ এবং শুকনো নারকেল গুঁড়ো দিয়ে তার অভিষেক করেন আর সেভাবেই হলুদ নিয়ে হোলি খেলা শুরু।
আরো পড়ুন – এই সৌধের ভেতরেই আছে কিছু রহস্যময় দরজা! বন্ধ দরজা পেরিয়ে অন্য বিশ্বের খোঁজে বিজ্ঞানীরা!
অনাবিল আনন্দের স্বাদ এই উৎসবকে নিয়ে অনুভব করেন এখানকার বাসিন্দারা। তার সঙ্গে অবশ্যই থাকে দাদার ভবিষ্যৎ বাণী যা অক্ষরে অক্ষরে ফলে যায় বলে দাবি স্থানীয় মানুষের। এখানেই শেষ নয় আরো আছে, কোলহাপুরের মতিবাগ আখড়া ভারতের প্রাচীনতম আখড়াগুলির মধ্যে একটি।
সেখানে রীতিমতো কুস্তি পরিচালনা করা হয় এবং শেখানোর জন্য চলে অধ্যাবসায়। তাবড় তাবড় কুস্তিবীররা এখানে এসে নিয়মিত অনুশীলন করেন।
আরো পড়ুন – পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শক্তিপীঠ কোথায় জানা আছে? এই মন্দিরে দেবীর ছিন্ন মস্তক পুজো করা হয়
তাহলে বুঝলেন তো নানা ভাষা নানা মত নানা পরিধান নানা উৎসবে এভাবেই সেজে থাকে আমাদের দেশ ভারত বর্ষ। যা বিভিন্ন প্রান্তে রয়েছে একাধিক সংস্কৃতি সভ্যতা আর নিয়মের নিদর্শন। সবকিছু প্রতিফলন ঘটে দেশের সংস্কৃতির পরিচয়ে।
আপনাদের যে তথ্যগুলি আমরা জানালাম সবটাই বিভিন্ন সূত্র এবং ইন্টারনেট ঘেঁটে বের করা হয়েছে। তাই অবশ্যই যদি আপনি এইরকম উৎসবে অংশগ্রহণ করে থাকেন সেই অভিজ্ঞতা আমাদের জানাবেন এই আশায় রইলাম।