Breaking Bharat: কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, কিন্তু কিছু বিশেষ মানুষকে দেখলে কুকুর মাত্রা অতিরিক্ত চিৎকার করে কেন ভেবে দেখেছেন কখনো?
কুকুর তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় সবসময় ডাকতে থাকে যেটাকে বলে ঘেউ ঘেউ করা। তবে এটা সত্যি কথা কুকুরের ঘ্রাণ শক্তি অত্যন্ত তীব্র। এই প্রবল ঘ্রাণ শক্তির কারণেই মানুষ সহ বিভিন্ন প্রাণী বা কোন বস্তুর বন্ধের ওপর সহজেই এই চতুষ্পদ প্রাণী দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে।
এখানে যদি কোথাও একটা সন্দেহজনক কিছু কুকুরের মনস্তত্ত্বে কাজ করে তাহলে সেই ঘ্রাণ শক্তির অংশীদার বা সেই ঘ্রাণ শক্তির দাবিদার যিনি সেই মানুষটি বা সেই বস্তুকে দেখলে অতিরিক্ত মাত্রায় চিৎকার করে সকলকে জানানোর প্রবণতা কিন্তু কুকুরের আছে। ভাবতে অবাক লাগে হয়তো তবু কিছুই করার নেই কারণ এটাই বাস্তব। এখানেই শেষ নয়, সবে শুধুমাত্র বিস্তারিত বলবো এই প্রতিবেদনে।
কী করে কুকুর ঠিক বা ভুল বিচার করতে পারে?
আমরা সকলেই জানি কুকুর প্রভু ভক্ত প্রাণী। গৃহপালিত পশুদের মধ্যে কুকুরের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। যেমন প্রভুর খেয়াল রাখে তেমনি দায়িত্বপরায়ন হয় কুকুর। বাড়িতে কুকুর থাকলে বাড়ির মালিক নিশ্চিন্তে থাকতে পারেন যে অন্তত চোর ডাকাত কেন, বাইরের কোনও বিপদও সেই বাড়িতে প্রবেশের আগে দুবার ভাববে। এই প্রাণীটি নিজের কর্তব্যে সদা অবিচল থাকে।
আর সে কারণেই পুলিশের মত গুরুত্বপূর্ণ একটা কাজে কুকুরের ব্যবহার লক্ষ্য করা যায়। মানুষের ঘ্রাণ শক্তি যতটা না তীব্র তার থেকেও দ্বিগুণ প্রবল কুকুরের ঘ্রাণ শক্তি যেমনটা আগেই উল্লেখ করেছি। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে মানুষের গন্ধ থেকে বা শরীরের স্মেল থেকে কী করে কুকুর ঠিক বা ভুল বিচার করতে পারে।
কুকুর আসল গন্ধ ঠিক চিনে নিতে পারে:
এর জন্য আপনাকে আবার বিজ্ঞানের দ্বারস্থ হতে হবে। কারণ বিজ্ঞান বলে আমাদের দেহ থেকে এক ধরনের কেমিক্যাল নিঃসরণ হয়। এই সপ্তাহে হরমোনের কারণে যেটা পরিচালিত হয় মস্তিষ্কের দ্বারা। মাথায় যদি ভাল চিন্তা থাকে তাহলে কেমিক্যাল নিঃসরণে খুব একটা বেশি প্রভাব পড়ে না।
আরো পড়ুন – শাহরুখের নতুন ছবি ‘ডানকি’ নাকি illegalal immigration নিয়ে কথা বলবে? জানেন ‘ডানকি ফ্লাইট’ মানে কি?
কিন্তু খারাপ চিন্তার কারণে দেহে নিঃসৃত কেমিক্যাল এর যে গন্ধ তা আগের তার সঙ্গে কখনোই মেলেনা। যার ফলে এই গন্ধের তারতম্য একটা সন্দেহ বা প্রশ্নচিহ্ন তৈরি করে দেয় কুকুরের মনে। যে গন্ধকে কুকুর ভালো মনে করছে সেই গন্ধটির প্রতি তার প্রতিক্রিয়া এবং যেটিকে খারাপ মনে করছে সেটি পেলে যে প্রতিক্রিয়া হয়, দুটো সম্পূর্ণ আলাদা।
আরো পড়ুন – অভিনয় না করেও বলিউডের মালাইকা আরোরা কি করে কোটি কোটি টাকা রোজগার করে?
যদি ভাবেন পারফিউম মেখে কুকুরের চোখে থুড়ি নাকে ধুলো দেবেন তাহলে সেটা প্রায় অসম্ভব। কুকুর আসল গন্ধ ঠিক চিনে নিতে পারে বলতে পারেন এটাই বোধহয় ওদের বিশেষ ক্ষমতা।
কুকুর ভালো বা খারাপ বিচার করতে পারে জানেন?
এবার আরও একটি ক্ষমতার কথা বলি যাকে একটু অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনটাই ঘটে। মানুষের চোখের চাউনি দেখেও কুকুর ভালো বা খারাপ বিচার করতে পারে জানেন? অর্থাৎ মানুষের চোখের ভাষা মানুষ বুঝুক বা না বুঝুক কুকুর বুঝতে পেরে যায় সহজে। কুকুরের চোখের দিকে তাকিয়ে থাকলে এই বিষয়টা আপনি কিছুটা ধারণা করতে পারবেন।
আরো পড়ুন – বাড়ি ভাড়া নেওয়ার প্ল্যানিং করছেন? কোন কোন নিয়ম আপনাকে অবশ্যই জানতে হবে সেটা জানেন?
কখনো দেখবেন কুকুরের দিকে অপলকে তাকিয়ে থাকলে কুকুর বিশেষভাবে রিঅ্যাক্ট করছে আবার কখনো শান্ত হয়ে লেজ গুটিয়ে বসে পড়ছে। তার কারণ দৃষ্টিশক্তির মধ্যে কুকুর ভালো বা খারাপের পার্থক্যটা বুঝতে পারে।
তবে বলাই বাহুল্য একবার যদি গায়ের সামনে এসে কুকুর ঘেউ ঘেউ করে তারপর আর কুকুরের চোখের দিকে নিস্পলকে তাকিয়ে থাকার মত সাহস জোটানো যায় কি? যদি আপনি সেটা করতে পারেন তাহলে সত্যিই আপনার বিশেষ ক্ষমতা আছে বলতেই হচ্ছে।