Breaking Bharat: ‘গদর ২’ সুপারহিট হওয়া সত্ত্বেও কেন পরবর্তীতে আর অভিনয় করতে চান না অমিশা? কী হয়েছে নায়িকার, ‘গদর ২’-এর এই আকাশ ছোঁয়া সাফল্যেও ‘গদর ৩’ ছবিতে সায় নেই অমিশার!
একটা সিনেমা সুপারহিট মুখের কথা নয়। সেখানে ২২ বছর পর মুক্তি পাওয়া একটা সিনেমার সিকুয়েল যেভাবে বক্স অফিস মাত আছে সেটা অবিশ্বাস্য। গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল ও অমিশা পটেল অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘গদর ২’। এবং অবাক করার মতো তথ্য হলো যে তৃতীয় সপ্তাহের মাথায় প্রায় ৫০০ কোটি ছুঁইছুঁই ‘গদর ২’-এর ব্যবসা।
অনেকেই মনে করছেন শাহরুখ খানের পাঠান সিনেমা কে টক্কর দেবে এই ছবি। এমন কি বক্স অফিস কালেকশনের রেকর্ড বদলে দিতে পারে অনেক সমীকরন। সেটা কতটা হবে এখনই বলা মুশকিল।
কিন্তু সেটা তো ভবিষ্যতের কথা বর্তমানে এই সিনেমার নায়িকাকে নিয়ে একটু আলোচনা করা যাক। কারণ ‘গদর ২’-এর এই আকাশ ছোঁয়া সাফল্যেও ‘গদর ৩’ ছবিতে সায় নেই অমিশার (Ameesha Patel)!
ঠিক কোন শর্তে রাজি হতে পারেন নায়িকা?
সামনে পুজো এখন থেকেই সেলিব্রেশন মুড শুরু হয়ে গেছে যার বহিঃপ্রকাশ ঘটছে সিনেমা হলে। চলতি মাসে রেকর্ড তৈরি করেছে সানি দেওলের এই ছবি। অনেকেই বলছেন বুড়ো হারে ভেলকি দেখানো কাকে বলে সেটা ধর্মেন্দ্র পুত্র বুঝিয়ে দিয়েছেন। এই সিনেমায় ফিরেছে পুরনো জুটি আর তাই ,বলিউডের এই মুহূর্তের অন্যতম চর্চিত অভিনেত্রী অমিশা পটেল।
যখন প্রথম গদর মুক্তি পায় সেই সময় যারা শিশু ছিলেন আজ তারা যুবক। এই সময়ের সঙ্গে উপযোগী করে সিনেমার গল্পে নায়ক নায়িকার বয়স বেড়েছে। অনেকেই বলছেন তুলনামূলকভাবে নায়িকা সেভাবে গ্ল্যামারের আলো স্পর্শ করতে পারেনি। কেউ কেউ বলছেন অভিনেত্রী না থাকলে সিনেমার এতোটুকু ক্ষতি হতো না। তাই কি একটু অভিমান করলেন আমিশা?
আরো পড়ুন – কমছে গ্যাসের দাম? কেন কমানো হল গ্যাসের দাম? মধ্যবিত্তের চিন্তা মুক্তি?
কী হয়েছে নায়িকা অমিশার?
গদর ২ প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছিল। অনিল শর্মা পরিচালিত এই ছবি দ্বিতীয় সপ্তাহে ৩০০ কোটি আর তৃতীয় সপ্তাহে এসে সেই ব্যবসার অঙ্ক ৫০০ কোটি ছুঁইছুঁই। এহেন ছবির সাফল্যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন নায়িকা অমিশাও।
আরো পড়ুন – সমুদ্রের তলায় অন্য গ্রহের দানব আছে জানেন? হাতেনাতে প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা?
এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন আর তাই বলিউডে আরও কাজ করতে চান অভিনেত্রী। কিন্তু ‘গদর’ ফ্র্যাঞ্চাইজ়িরই তৃতীয় ছবির জন্য প্রস্তাব পেলে আর কাজ করা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠেছে।
অমিশার বলছেন, ‘গদর ২’ ছবিতে তারা সিংহ ও শাকিনাকে মানে সানি দেওয়াল এবং তাকে জুটি হিসেবে তুলনামূলক ভাবে কম সময়ের জন্য দেখতে পেয়েছেন দর্শক। তাই ‘গদর ৩’-তেও তাঁদের স্ক্রিনটাইম এতটাই কম হওয়ার ভাবনা যদি প্রযোজক রাখেন, তাহলে ছবিতে কাজ করতে রাজি নন তিনি।
আরো পড়ুন – Elon Musk: টেসলাকর্তা এলন মাস্ক থাকেন কুঁড়ে ঘরে? কী আছে সেখানে?
এই প্রসঙ্গে অভিনেত্রী হলিউডের উদাহরণ টেনে বলেছেন‘‘দর্শক ‘টাইটানিক’ দেখতে বসলে তো লিওনার্দো ডিক্যাপ্রিও আর কেট উইন্সলেটকেই খুঁজবেন, তাই না!’’ এই যুক্তি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এটাও সত্যি যে বয়সের কথা মাথায় রেখেই হয়তো পরিচালক প্রযোজক চিত্রনায়ক সাজিয়েছেন। বাকি উত্তর সময় দেবে।