Breaking Bharat : সোনার প্রাসাদ থেকে সোনার বিমান, রয়েছে ৭,০০০টি বিলাসবহুল গাড়ি? চুল কাটাতেই মাসে ১৫ লক্ষ টাকা খরচ (Haircut costs 15 lakh rupees per month) ! নাপিত আসেন লন্ডন থেকে? কে এই ধনকুবের? জন্মেছেন সোনার চামচ মুখে নিয়ে। তার ওপর রাজা?
রাজরাজাদের বিলাসিতার কাহিনি নতুন নয়। তবে আজ যাঁকে নিয়ে প্রতিবেদন, তাঁর বিলাসিতা যে এক্ষেত্রের সমস্ত রেকর্ড ভেঙে দেবে, তা বলা বাহুল্য। বিলাসবহুল গাড়ি রাখার জন্য তাঁর গ্যারাজের সংখ্যা শতাধিক। আর গাড়ির সংখ্যা কমবেশি ৭,০০০।
কী! অবাক লাগছে? এ তো গেল শুধু গাড়ির সংখ্যা। প্রাসাদ থেকে আকাশে ওড়ার বন্দোবস্ত মিলিয়ে তাঁর ধনসম্পদ ও আয়েসি জীবনের কাহিনি শুনলে চোখ কপালে উঠবে আপনার।
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : শ্রেষ্ঠ নির্বাচন থেকে কবি বিদ্যুৎ ভৌমিক এর কবিতা
আসল নাম তৃতীয় হাসানাল বোকাইয়া ইবনি ওমর আলি সাইফউদ্দিন। তবে একডাকে এই নামে হয়তো অনেকেই চিনবেন না। তিনি হাসান আল বোকাইয়া (Hassan Al Bokaya) নামেই গোটা বিশ্বে পরিচিত। মালয়েশিয়া ও দক্ষিণ চীন (Malaysia and South China) সাগরে ঘেরা বোর্নিয়ো দ্বীপের ছোট্ট দেশ ব্রুনেইয়ের সুলতান (Sultan of Brunei) তিনি।
সুলতান হওয়ার পাশাপশি তিনি সেদেশের প্রধানমন্ত্রীও। পাশাপাশি অর্থ, বিদেশ, প্রতিরক্ষা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান হাসান আল বোকাইয়া (Hassan Al Bokaya)।
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : শ্রেষ্ঠ নির্বাচন থেকে কবি বিদ্যুৎ ভৌমিক এর কবিতা
গোটা বিশ্বের ধনকুবেরদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন হাসান আল বোকাইয়া (Hassan Al Bokaiya is at the top of the list of the richest people in the world)। এই মুহূর্তে বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের পরেই তাঁর স্থান। সুলতান বলকিয়ার মোট সম্পদের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার বলেই জানা গেছে।
তবে ধনসম্পদের নিরিখে তিনি যতটা পরিচিত, তার তুলনায় অনেক বেশি চর্চা হয় তাঁর লাইফস্টাইল নিয়ে। অত্যন্ত শৌখিন এই সুলতানের আয়েসি জীবন যেকোনও বিত্তবানের কাছেই ঈর্ষণীয় হতে পারে। সংবাদসূত্রে দাবি করা হয়েছে, হাসান আল বোকাইয়ার ১১০টি গ্যারেজে রয়েছে কমবেশি প্রায় সাত হাজার গাড়ি। তার মধ্যে ৫০০টি রোলস রয়েস এবং ৩০০টি ফেরারি।
একাধিক প্রাইভেট বিমামও রয়েছে। যা সোনার তৈরি বলেই সূত্রের খবর। শুধু বিমানই নয়, তিনি যে প্রাসাদে থাকেন, সেটি পুরোপুরি সোনায় তৈরি না হলেও প্রাসাদের চূড়া ২২ ক্যারেট সোনায় নির্মিত। এই জমকালো প্রাসাদের বাজারমূল্য প্রায় ২ হাজার ৫৫০ কোটি টাকা। তিন স্ত্রী ও পরিবার নিয়ে স্বর্ণনির্মিত এই প্রাসাদেই থাকেন তিনি। প্রায় ১,৭০০ ঘর, ২৫৭টি বাথরুম, পাঁচটি সুইমিং পুল রয়েছে সেখানে। এমনকী, ২০০টি ঘোড়ার জন্য তৈরি আস্তাবলও শীতাতপ-নিয়ন্ত্রিত।
আরো পড়ুন- Chess : কে এই গ্র্যান্ড মাস্টার? বিশ্বের একনম্বর দাবাড়ুকে হারিয়ে রেকর্ড গড়লেন !
দক্ষিণ-পূর্ব এশিয়ার তেল উৎপাদনকারী দেশ ব্রুনাই অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে পঞ্চম স্থানে রয়েছে। যা সুলতান হাসান আল বলকিয়াকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে। এই বিপুল পরিমাণ ধনসম্পদের নিরিখে ধনী ব্যক্তি হিসেবে নিজের নাম তুলেছেন ফোর্বসের তালিকায়ও।
আরো পড়ুন-Unemployed life : টো টো করে ঘুরে বেড়ানো! বেকার জীবন, কোনও কাজ নেই, তাহলে লোকে কি বলবে?
শুধু তাই নয়, হাসান আল বলকিয়ার প্রতি মাসে চুল ঠিক রাখার খরচও অবিশ্বাস্য মনে হবে। লন্ডন থেকে আসা হেয়ার ড্রেসারের জন্য প্রতি মাসে অন্তত ১৫ লক্ষ টাকা খরচ করতে হয়। লন্ডন থেকে ব্রুনেইয়ে আসতে বিমান খরচ হিসেবেও নেন মোটা টাকা। তিনি আগাগোড়াই বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত। তা বলে এত?