Breaking Bharat : টানা তিন ম্যাচ জেতার পর আচমকাই মুখ থুবড়ে পড়েন বিশ্বের সেরা দাবা খেলোয়াড় কার্লসেন (Chess )। কিন্তু কার কাছে পরাজয় স্বীকার করেন তিনি? এর উত্তর জানলে প্রথমে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু সম্প্রতি এক দাবা প্রতিযোগিতায় এমনই অঘটন ঘটিয়ে বিশ্ববাসীর মন জয় করলেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ (India’s young grandmaster R Pragyananda)।
এয়ারথিংস মাস্টার্স নামের একটি অনলাইন দাবার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্বের তাবড় তাবড় দাবাড়ুরা। ম্যাগনাস কার্লসেন থেকে শুরু করে ইয়ান নেপোমনিয়াচি, এরিক হানসেন, ডিং লিরেন, জান-ক্রিস্টোফ ডুডা, শাখরিয়ার মামেদিয়ারভ, অনীশ গিরি এবং কুয়াং লিয়েম লে-র মতো দাবা খেলোয়াড়রা। সেখানে অংশ নেন ‘বিস্ময়-তরুণ’ প্রজ্ঞানন্দও।
আর সেই অনলাইন দাবা প্রতিযোগিতায় এই অঘটন ঘটিয়েছেন তিনি। প্রজ্ঞানন্দের কাছে হার স্বীকার করলেন কার্লসেন (Carlsen conceded defeat to Pragyananda)। প্রতিযোগিতার শুরু থেকেই ভাল খেলছিলেন প্রজ্ঞানন্দ (Pragyananda)। এদিন কালো রংয়ের ঘুঁটি নিয়ে খেলছিলেন তিনি। কার্লসেনের বিরুদ্ধে ম্যাচে ৩৯তম চালেই তিনি জয় ছিনিয়ে নেন।
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর অন্যতম শ্রেষ্ঠ কবিতা
প্রতিযোগিতায় শুরু থেকে ভাল ফর্মে ছিলেন কার্লসেন। এমনকী, সোমবার এই টুর্নামেন্টে দুরন্ত গতিতে এগোচ্ছিলেন কার্লসেন। পরপর তিনটে স্ট্রেট গেমে জয়লাভ করেছিলেন তিনি। কিন্তু ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টারের (Young Grandmaster of India) কাছে শেষমেশ থমকে গেল তাঁর দৌড়।
আরো পড়ুন- Bank Account : সাবধান! একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট? গ্যাঁটের কড়ি খসে যাচ্ছে অজান্তেই, কীভাবে জানেন?
দাবাড়ু হিসেবে প্রজ্ঞানন্দের সাফল্যের শুরু প্রায় একদশক আগে থেকে। ২০১৩ সালে বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৮ খেতাব, মাত্র ৭ বছর বয়সে FIDE মাস্টার খেতাব, ২০১৫ সালে অনূর্ধ্ব-১০ খেতাব অর্জন ছাড়াও ২০১৬ সালে মাত্র ১০ বছর ১০ মাস এবং ১৯ দিন বয়সে দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেন প্রজ্ঞানন্দ।
আরো পড়ুন- Sleeping : অনিদ্রা? রাত্রে একেবারেই ঘুম আসছে না? কি করবেন জেনে নিন
ভারতের কনিষ্ঠ দাবাড়ুদের মধ্যে বারবার উঠে এসেছে আর প্রজ্ঞানন্দের নাম। এক্ষেত্রে তিনি যে স্বতন্ত্র, সেই সুর ধরা পড়েছে বিশ্বের অন্যান্য গ্র্যান্ড মাস্টারদের বয়ানেও। তাছাড়া খেতাব অর্জনের দিক থেকে তিনি বিশ্বের পঞ্চম কনিষ্ঠ দাবাড়ু যিনি গ্র্যান্ডমাস্টার অর্জন করেছেন। এই তালিকায় প্রজ্ঞানন্দের আগে রয়েছেন অভিমন্যু মিশ্রা, সার্গেই কার্জাকিন, জুকেশ ডি এবং জাভোকির সিনডারোভ।