Breaking Bharat: কে গোপনে নজরদারি চালাচ্ছে ফেসবুক প্রোফাইলে (Facebook profile)? জানার জন্য বিভিন্ন অ্যাপ বা সাইটের শরণাপন্ন হয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো? কারা গোপনে উঁকি মারছে, সত্যিই কি জানা যায়?
সোস্যাল মিডিয়া (Social media) ছাড়া এই মুহূর্তে জনজীবন অচল। স্মার্টফোন আর ফেসবুক-হোয়াটসঅ্যাপেই বন্দি গোটা বিশ্ব (Smart phone and Facebook-WhatsApp)। তেমনই এই সমস্ত মাধ্যমকেই হাতিয়ার করে গোপনে নজরদারি চালাচ্ছে অপরাধীরা। ফেসবুক ব্যবহারকারীরা অনেকসময় তা আন্দাজও করতে পারেন।
কিন্তু কে বা কারা গোপনে উঁকি মারছেন, তা জানতে পারেন না অনেকেই। আর সেই সুযোগেই বাজারচলতি বিভিন্ন অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটের রমরমা। যেখানে সাফ দাবি করা হয়, ফেসবুক প্রোফাইলে কারা উঁকি মারছেন, তা জানা যাবে সহজেই। আদৌ কি তা জানা যায়? এই বিষয়ে ফেসবুক কী বলছে?
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক এবং তাঁর সময়সাক্ষী কবিতা
সোস্যাল মিডিয়ার দৌলতে জীবনযাত্রা যেমন আগের তুলনায় অনেক সহজ হয়েছে, পাশাপাশি প্রতারণার ঘটনাও আকছার হচ্ছে। তাই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সবসময় সতর্ক করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। তা সত্ত্বেও অনেকেই নানা প্রলোভনের ফাঁদে পা দেন। ফেসবুক বা কোনও ওয়েবসাইটে প্রায়শই হয়তো আপনারও চোখে পড়ে, আপনার ফেসবুক প্রোফাইলে কারা উঁকি মারছে, তা জানার জন্য বিভিন্ন বিজ্ঞাপন।
অনেকে কোনওকিছু না ভেবেই সেই লিংকে ক্লিক করেন। অনেকে আবার, বিপদের আশঙ্কা সত্ত্বেও ‘যাব কি যাব না’ ভাবতে ভাবতে শেষমেশ ক্লিক করেই বসেন সেই সমস্ত অ্যাপের লিংকে। তাছাড়া ট্রেন্ডে গা ভাসানোর রীতি তো আছেই। সব মিলিয়ে কে বা কারা আপনার ফেসবুক প্রোফাইল স্টক করছে, তা জানতে আগ্রহী হয়ে পড়েন। আর তারপর? এই বিষয়ে কী বলছে ফেসবুক কর্তৃপক্ষ? আদৌ কি এই সমস্যার সুরাহা করা সম্ভব?
আরো পড়ুন- The Best of Poetry : ধ্রুপদী কবিতা -‘এক শূন্যতায় মুখোমুখি’ কবি বিদ্যুৎ ভৌমিক
বিভিন্ন সময় বিভিন্ন ফিচার আনতে দেখা গেছে ফেসবুককে। সময়োপযোগী নানা ফিচার সংযোজন করা হলেও ফেসবুকের তরফে এখনও পর্যন্ত এমন কোনও ফিচার আনা হয়নি, যার মাধ্যমে কোনও ব্যবহারকারী জানতে পারবেন যে, তাঁর প্রোফাইলে আদৌ কেউ নজর চালাচ্ছেন কি না! অথচ বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রকাশ্যেই দাবি করা হয়, ফেসবুক প্রোফাইল কারা দেখছে, তা জানিয়ে দেওয়া সম্ভব। কেউ কেউ আবার বলেন, কম্পিউটারে ফেসবুকের হোম পেজ খুলে ctrl+u প্রেস করলেই বিভিন্ন খুঁটিনাটি মাধ্যমে জানা যায় কারা ভিজিট করছে আপনার প্রোফাইলে।
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর অন্যতম শ্রেষ্ঠ কবিতা
অথচ এই বিষয়ে ফেসবুকের দাবি, এরকম কোনও ফিচার এখনও আনেইনি ফেসবুক, যার সাহায্যে কারা প্রোফাইলে উঁকি মারছে, তা সহজেই কোনও ব্যবহারকারী বলে দিতে পারবেন। অর্থাৎ যাঁরা এই সমস্যার সুরাহা করে দেবেন বলে বিজ্ঞাপন দেন, তাঁরা আদৌ কতটা সঠিক দাবি করছেন, তা নিয়ে যথেষ্ট সংশয় থেকে যায়। শুধু সংশয়ই নয়, ওই ধরনের অ্যাপ বা লিংকে ক্লিক করে প্রতারণার শিকারও হতে পারেন ব্যবহারকারীরা, এমনটাই দাবি করছে বিশেষজ্ঞমহল। তাই ওই সমস্ত থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট থেকে দূরে থাকাই নিরাপদ।
এই ধরনের কোনও ঘটনার শিকার হলে কী করবেন? ভুলবশত বা প্রবল আগ্রহ থেকে এই ধরনের কিছু করে ফেললেও বেশি ঘাবড়াবেন না। সরাসরি জানান ফেসবুক কর্তৃপক্ষকে। ব্যবহারকারীর অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করবে ফেসবুক, এমনটাই জানানো হয়েছে। সুতরাং সাবধান! প্রলোভনে পড়ে নিজেই নিজের বিপদ ডেকে আনবেন না।