Breaking Bharat: হন্ডা সাইন এবং টিভিএস রেডিওন – এই দুই বাইক নিয়ে এক্সপেরিমেন্ট? টিভিএস না হন্ডা, কে এগিয়ে? যারা বাইক কিনবেন বলে ভাবছেন কিন্তু ঠিক বুঝতে পারছেন না কোন বাইক কিনলে আপনার লাভ হবে তাদের জন্যই আমরা আজকের এই প্রতিবেদন তুলে ধরছি।
একটা বয়সে পর ছেলেদের বাইকের প্রতি ভালবাসাকে কোন পরিবার বা মা বাবা অস্বীকার করতে পারেন না। কেমন যেন বাইক ব্যাপারটার সঙ্গে ছেলেদের ভালোবাসা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কোন কোন ছেলে তো গার্লফ্রেন্ডের থেকে বেশি বাইক কে গুরুত্ব দেয় বলে তাদের ব্রেকআপ পর্যন্ত হয়েছে।
হন্ডা সাইন এবং টিভিএস রেডিওন এগিয়ে কে?
সেটা অবশ্য যে যার ব্যক্তিগত ব্যাপার তবে বাইক নিঃসন্দেহে প্রয়োজনীয় অন্তত আজকের দিনে এমন কথা বলাটা বিন্দুমাত্র বেশি প্রচার করা হবে না। তবে হ্যাঁ বাইক চালানোর ক্ষেত্রে ট্রাফিক নিয়ম মেনে চলা অবশ্যই দরকার। ‘হন্ডা সাইন এবং টিভিএস রেডিওন – এই দুই বাইক‘ নিয়ে এই প্রজন্মের ছেলেদের মধ্যে অনেক রকমের প্রশ্ন চলে।
মাইলেজ কোনটায় বেশি পাওয়া যাবে বা কম পেট্রোল লাগবে অর্থাৎ কোনটাই সুযোগ সুবিধা বেশি তা নিয়ে নানা রকমের খোঁজাখুঁজি কথাবার্তা এইসব তরুণ প্রজন্মের মধ্যে লক্ষ্য করা যায়। আপনি কি জানেন সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে হন্ডার নতুন কমিউটার মোটরসাইকেল ‘সাইন হান্ড্রেড‘? শুনতে একটু অবাক লাগলেও বেশ কম দামে লঞ্চ হয়েছে মোটরবাইকটি।
আপনারা অনেকেই হয়তো নতুন সাইন কেনার কথা ভাবছেন কারণ যুগ যুগ ধরে এই ধারণায় চলে এসেছে যে এই বাইককে শুধু টেক্কা দিতে পারে হিরো স্প্লেন্ডর।
কিন্তু এই ধারণা ভুল। সাম্প্রতিককালের হিসেব এবং সমীক্ষা বলছে, স্প্লেন্ডর ছাড়াও হন্ডা সাইনকে কঠিন লড়াই ছুড়ে দিয়েছে আরো একটি জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল , যার নাম ‘টিভিএস রেডিওন‘ (TVS Radeon)। যেসব ছেলেরা কমিউটার মোটরসাইকেল পছন্দ করেন তাদের ক্ষেত্রে দুই বাইকই চমৎকার চয়েস। এই দুই বাইকের মধ্যে দাম, মাইলেজ, পারফরম্যান্স এবং ফিচার্সের ক্ষেত্রে কোন বাইকটি সেরা – আজ সেটাই খুঁজে দেখব আমরা।
আরো পড়ুন – Pure EV ePluto: চলে এল সেভেন জি স্কুটার? নয়া স্কুটার লঞ্চ করল ‘পিউর ইভি’। সিঙ্গেল চার্জে 150 কিমি?
শুরুটা করা যাক গাড়ির বাহ্যিক প্রেসেন্টেশন দিয়ে। মানে লুক ও ডিজাইন কেমন সেটা একটু বুঝে নেওয়া যাক। দেখুন দুই বাইকের ডিজাইনই বেশ সাদামাটা। মানে কমিউটার মোটরসাইকেলের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু যদি লুকের কথা বলেন তবে হন্ডা সাইনের থেকে কিছুটা আকর্ষণীয় টিভিএস রেডিওন।
আরো পড়ুন – Motorola Edge+2023! মটোরোলা স্মার্টফোনে সেলফি ক্যামেরাতে ৬০ মেগাপিক্সেল! ভাবা যায়?
এই বাইকের হেডল্যাম্পের চারপাশে বেজেল গোল্ডেন কেসিং এবং ক্রোম ফিনিশ রয়েছে যা কিছুটা হলেও আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। এবার কোন বাইক কেমন পারফরম্যান্স দিতে পারছে সেটা দেখে নেওয়া যাক। আসলে হন্ডা সাইনে রয়েছে 98.9 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 7.28 ব্রেক হর্সপাওয়ার এবং 8.05 এনএম টর্ক তৈরি করে ।
আরো পড়ুন – Buying a white car: গাড়ির রং সাদা! এই সাদা রঙের ‘চার চাকা গাড়ি’ কেনার রহস্যটা কি?
এর সঙ্গে রয়েছে 4 স্পিড গিয়ার। সংস্থার দাবি এই বাইকের মাইলেজ 60 কিমির বেশি। অন্যদিকে টিভিএস রেডিওনে রয়েছে 109.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বাধিক 8.08 ব্রেক হর্সপাওয়ার তৈরি করে। এতেও ধরুন মোটামুটি 65 কিমির বেশি মাইলেজ পাওয়া যায়।
যাদের বাইক নিয়ে একটু আধটু পড়াশোনা আছে তারা জানেন যে কমিউটার মোটরসাইকেলে ফিচার্স তেমন পাওয়া যায় না। এই বাইকগুলির মূল আকর্ষণ তাদের হার্ডওয়্যারের উপর। এই দুই কোম্পানির বাইকেই রয়েছে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল শক অ্যাবসর্বার রিয়ার সাসপেনশন।
আরো পড়ুন – সেঞ্চুরির পরে এ কী কাণ্ড ঘটালেন বিরাট কোহলি? অনুস্কা শেয়ার করছেন গোপন কথা?
তবে টিভিএসের বাইকে এক্সট্রা ফেসিলিটি রয়েছে , 5 স্টেপ অ্যাডজাস্টেবেল রিয়ার শক অ্যাবসর্বার। ড্রাম ব্রেক থাকলেও টিভিএস রেডিওন ডিস্ক ব্রেক বিকল্পের সঙ্গেও পাওয়া যায়। এখানেই শেষ নয় টিভিএস রেডিওনে রয়েছে 18 ইঞ্চি হুইল ও টিউবলেস টায়ার আর সাইনে রয়েছে 17 ইঞ্চি হুইল সঙ্গে টিউব টায়ার।
এবার তাহলে দামের কথা ভাবা যাক। হন্ডা সাইন 100 এর দাম 64 হাজার 900 টাকা এবং টিভিএস রেডিওনের দাম 60 হাজার 925 টাকা থেকে 78 হাজার 834 টাকা । তাহলে আশা করছি একটা আইডিয়া পেয়ে গেছেন, এবার সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার।