Breaking Bharat: জীবনে হেরে গিয়ে কখনো পিছিয়ে যাবেন না!জীবন মানে এগিয়ে চলা। কথায় বলে আমরা হারি না, হারতে পারি না। এটা আপনি বিশ্বাস করেন? না হলে করতে শিখুন। কারণ উত্থান পতন না থাকলে জীবন কাটে না।।অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব থাকে না কোনও মতেই। তাই হার মানবেন না।
আপনাকে আজ কিছু মানুষের কথা জানাবো যারা জীবনে হেরেছেন বারবার, হয়তো হারতে হারতে যখন শেষ মুহূর্তে পৌঁছে গেছেন , তখন তাদের পাশে দাঁড়িয়েছে তাদের অদম্য ইচ্ছে শক্তির জোর আর হার না মানা মানসিকতা।
জীবন মানে এগিয়ে চলা, হার মানবেন না কখনও:
চলুন প্রথমেই আলাপ করা যাক এনার সাথে। আমেরিকার একটি ছেলে, বাস্কেটবল খেলার খুব শখ। তাকে হাই স্কুলের বাস্কেটবল দলে নেওয়া হলো না। তাহলে কি সে শেষ করে দিল জীবন? আদৌ ঘুরে দাঁড়াতে পেরেছিল সেই ছেলেটি? উত্তরটা হ্যাঁ।
অদম্য জেদ আর ইচ্ছে শক্তি সেই হেরে যাওয়া ছেলেটিকে বাকি সবার অনুপ্রেরণা করে তুলেছে। জানেন তার নাম কি? মাইকেল জর্ডান (Michael Jordan)
এবার বলব জার্মানির একটি ছেলের কথা। লেখাপড়ায় খুব একটা ভালো ছিলো না, বিশেষ করে অংক একেবারেই করতে পারত না । তাঁর শিক্ষকরা তো ধরেই নিয়েছিলেন, এই ছেলের দ্বারা কিস্যু হবে না। তবে কি জানেন কার ভেতরে কি আছে, কখন কিভাবে কে কোথায় পৌঁছে যাবে সেই কথা কি বলা যায়? যে ছেলেটির কোনও ভালো ভবিষ্যৎ ছিলো না, সেই হেরে যাওয়া ছিল যার ভবিতব্য, সেই ছেলেটির নাম আইনেস্টাইন।
আচ্ছা এবার আরও একজনের কথা, এক মেয়ের কথা। এই মেয়ে গান গাইতে ভালোবাসে। দেশ কলোম্বিয়া, কিন্তু না মেয়েটি গানের স্কুলে সুযোগ পেল না। হাই স্কুলে সঙ্গীত দলে তাকে নেওয়া হয় নি। মিউজিক টিচার বলেছিলেন- মেয়েটির গলার স্বর নাকি খুব খারাপ। পশুর কণ্ঠস্বরের সঙ্গে তুলনা করা হয় তার গলাকে। সেই হেরে যাওয়া মেয়েটি সকলের প্রিয় শাকিরা (Shakira)।
এই তালিকা অনেক লম্বা, রেডিওতে গান গাওয়ার সুযোগ না পাওয়া হেরো ছেলেটি আজকের সঙ্গীতের হিরো- কুমার শানু (Kumar Sanu)।
আরো পড়ুন-সারাক্ষণ মন খারাপ থাকা কি মানসিক অবসাদের লক্ষণ? এ থেকে মুক্তির উপায় কি?
আরো পড়ুন-নিজের আসল শত্রু বা মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনতে শিখুন! কিভাবে?
আরো পড়ুন-আপনার কি খুব রাগ হয় ? অল্পেতে ভীষণ রেগে যান? কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন?
আরো পড়ুন-Love Relation: প্রেম করছেন? রাতের ঘুম উড়েছে, খিদে কমেছে কি?
পাঞ্জাবের বছর কুড়ির এক তরুণ মডেলিং করতে চেয়েছিল।সুযোগ এল বটে কিন্তু দুর্ভাগ্যবসত, সেই তরুনটি, সকালের নির্ধারিত ফ্লাইট ধরতে পারেনি। ব্যাঙ্গালোরের সেই অনুষ্ঠানে অংশ নিতে পারলো না। সেদিন বিকালে ঘটল চমৎকার। হেরে যাওয়া তরুনটির সাথে এক পরিচালকের দেখা, আর বদলে যাওয়া জীবন। তিনি অক্ষয় কুমার (Akshay Kumar)।
- কথায় বলে আমরা হারি না, হারতে পারি না।
- উত্থান পতন না থাকলে জীবন কাটে না।।অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব থাকে না
- জীবনে হেরে গিয়ে, কখনো পিছিয়ে যাবেন না!
মনে রাখবেন হাঁটতে গেলে উঠতে হয়, উড়তে গেলে ছুটতে হয়। থামবেন না।হার মানবেন না। কালো রাত কাটবেই, একটু ধৈর্য্য ধরুন।