Breaking Bharat: খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য জুকারবার্গ বড় ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে ।এই মুহূর্তের জনপ্রিয় সোস্যাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। মূলত মেসেজ আদানপ্রদানের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকাপয়সা লেনদেন করার সুবিধার কথা সবাই জানলেও অনেকেই এই (WhatsApp Payment Cashback Offers) সুবিধা নেওয়া থেকে বিরত থাকেন।
এক্ষেত্রে বিকল্প হিসেবে পেটিএম, ফোনপে, গুগলপে-র শরণাপন্ন হন অধিকাংশ মানুষ। এবার সাধারন মানুষকেও হোয়াটসঅ্যাপে লেনদেনে আগ্রহী করে তুলতে দুর্দান্ত অফারের কথা ভাবছে মেটা, ওরফে ফেসবুক। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করলে ব্যবহারকারীরা পাবেন ক্যাশব্যাক।
হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি কিংবা কল করাই নয়, নতুন ফিচার (whatsapp new features) ব্যবহার করে পাঠানো যাবে টাকাও। করোনা আবহে নগদের চেয়ে অনলাইন লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু অনেকদিন আগে চালু হলেও হোয়াটসঅ্যাপের টাকা লেনদেনের পরিষেবাটি এখনও জনপ্রিয়তা পায়নি সাধারণ মানুষের মধ্যে। সাধারণ ইউজার ও ব্যবসায়ীদের আকৃষ্ট করার কথা ভেবেই তাই নয়া অফার আনছে তারা, এমনটাই জানানো হয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে।(WhatsApp Pay is now offering cashback on payments)
Smart & i phone : অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে আইফোনের সুবিধা? আসছে নতুন এই ফিচার!
নতুন এই অফারে কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
এই অফারের আওতায় হোয়াটসঅ্যাপে টাকা পাঠালেই মিলবে ক্যাশব্যাক। সূত্রের খবর, প্রতিটি লেনদেনে মিলতে পারে সর্বোচ্চ ৩৩ টাকা। এই অফারের সুযোগ মিলবে শুধু ভারতীয়দেরই। তাছাড়া এক্ষেত্রে লেনদেনের রাশির পরিমাণেরও নির্দিষ্ট কোনও শর্ত দেওয়া হয়নি। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, কোনও ন্যূনতম অঙ্কের লেনদেনের শর্ত ছাড়াই ইউজারদের এই অফার নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
WhatsApp User : ব্যবহারকারীদের কথা ভেবে দুর্দান্ত ফিচার আনল হোয়াটসঅ্যাপ!
কীভাবে পাবেন এই ক্যাশব্যাক? (WhatsApp Pay Cashback Offers)
মেটা এই অফার চালু করলেই হোয়াটসঅ্যাপ মারফত টাকা পাঠানোর সময় মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে একটি গিফ্ট আইকন। সেই আইকনটিকে সিলেক্ট করে টাকা পাঠাতে হবে। তবেই মিলবে ক্যাশব্যাক (whatsapp payment for business)। তবে এক্ষেত্রে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে।
কালেক্ট রিকোয়েস্ট করা পেমেন্ট কিংবা ইউপিআই দিয়ে করা লেনদেনের ক্ষেত্রে মিলবে না এই অফার। কিউআর কোড দিয়ে পেমেন্ট করলেও পাওয়া যাবে না ক্যাশব্যাক। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মেটার তরফে কিছু বলা না হলেও বিশেষজ্ঞমহল মনে করছে, শিগগিরি সংক্রান্ত ঘোষণা করতে পারে মার্ক জুকারবার্গের সংস্থা।
আরো খবর পড়ুন-
- জীবনে ভাত আর বিরিয়ানির তফাৎটা বোঝেন? প্রয়োজন আর বিলাসিতা কে এভাবেই ব্যাখ্যা করা যায় না কি?
- সংসারে থেকে বিবেক বৈরাগ্য সম্পর্কে কোন ধারণা পোষণ করেন কি?
- কোথায় কখন কেমন পোশাক পরবেন এই নিয়ে কনফিউজ থাকেন? ঘাবড়াবেন না চোখ রাখুন এই প্রতিবেদনে
- বাবা মায়ের দ্বিতীয় বিয়ে কেন মেনে নিতে পারেন না বেশিরভাগ সন্তান?
- আপনি কি মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পান? বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপ জমাতে লজ্জা লাগে?