Breaking Bharat: WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর, এবার দুর্দান্ত ফিচার নিয়ে আসতে চলেছে জনপ্রিয় এই চ্যাটিং অ্যাপ। কিছুদিন আগেই নানান দুর্দান্ত ফিচার যুক্ত হয়েছে WhatsApp-এ। সেই তালিকায় আরও নতুন সংযোজন। এবার Whatsapp এর মাধ্যমেই পাঠান ২ জিবি পর্যন্ত ফাইল। (Good news for WhatsApp users)
এতদিন পর ১০০ এমবির চেয়ে বড় ফাইল পাঠানো যেত না Whatsapp এর মাধ্যমে। স্বাভাবিকভাবেই বহু ব্যবহারকারীই ১০০ এমবির চেয়ে বড় ফাইল পাঠাতে অন্য বিকল্প অ্যাপ ব্যবহার করতেন অনেকেই। এবার সেই ঝক্কি থেকে মুক্তি। ব্যবহারকারীদের কথা ভেবে দুর্দান্ত ফিচার আনল হোয়াটসঅ্যাপ।(WhatsApp is a great feature for users)
WhatsApp এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় চ্যাটিং অ্যাপ। বর্তমানে শুধুমাত্র ব্যক্তিগত কাজের ক্ষেত্রেই নয়, নানা অফিসিয়াল কাজেও ব্যবহার করা হয় WhatsApp। বর্তমানে গ্রুপ চ্যাট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ফাইল ট্রান্সফার, সবই হয় WhatsApp-এ।
আরো পড়ুন- নামী কলেজের ইংরেজির অধ্যাপক ১৪ বছর ধরে অটো চালাচ্ছেন! কেন জানেন ?
জানা যাচ্ছে, নতুন এই ফিচারের মাধ্যমে এবার সর্বাধিক ২ জিবি পর্যন্ত ডেটা ট্রান্সফার করা যাবে WhatsApp এর মাধ্যমে। এর আগে সর্বাধিক ১০০ এমবি ডেটা ট্রান্সফার করা যেত।
আরো পড়ুন- KGF Chapter 2 : বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেল সাউথ ইন্ডিয়ান সিনেমা ‘কেজিএফ চ্যাপটার ২’
তাই বলাই যায়, ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে WhatsApp-এ। ফলত, WhatsApp ব্যবহারকারীরা এবার থেকে বড় ফাইল অনায়াসেই ট্রান্সফার করতে পারবেন। সবচেয়ে বড় কথা ১০০ এমবি সাইজের চেয়ে বড় ফাইল পাঠাতে আর অন্য অ্যাপের দ্বারস্থ হতে হবে না। এদিক থেকে টেলিগ্রাম বা এই জাতীয় অন্যান্য অ্যাপের জন্য এটি যে একপ্রকার দুঃসংবাদ, বলা বাহুল্য।(WhatsApp is going to have a big change in the case of file transfer)