Breaking Bharat: আজ থেকে প্রায় চার হাজার বছর পরে কেমন হবে এ বিশ্বের অবস্থা? ৩৯৭৭ বছর পরের পৃথিবীটা কেমন হবে? জানেন?
আমরা সকলে অতীত আর ভবিষ্যতের দোলাচল নিয়ে নানা রকমের কনফিউশনে থাকি। ২০২৩ সালে বসে আমরা ভাবতে পারি আগামী ৬০০০ সালে পৃথিবী কোন অবস্থায় থাকবে। এটাই বিজ্ঞানের কেরামতি বটে। ইদানিং কালের টাইম ট্রাভেল শব্দটার সঙ্গে একটা ছোট বাচ্চাও পরিচিত হয়ে গেছে ।
আর সেটা সম্ভব হয়েছে এই বিজ্ঞানের অগ্রগতি এবং প্রযুক্তির দাপটে। তাহলে এবার সেই টাইম ট্রাভেলারের ভবিষ্যৎবাণী নিয়ে কেন এত হইচই সেটাই বলবো আপনাদের। তার সঙ্গে ৬০০০ সালে পৃথিবীর অবস্থা কেমন হবে সেরকম একটা পরিচয় তুলে ধরার চেষ্টা করব।
আসন্ন ঘটনার ভবিষ্যদ্বাণী:
এখন আমাদের কোন জিনিস জানার বা বোঝার আগ্রহ আগের থেকে অনেকটা বেড়েছে। ১০০ বছর পিছিয়ে গেলে পৃথিবীর অবস্থা কেমন ছিল বা আগামী একশো বছর পরে পৃথিবীকে কেমন দেখতে হবে সেটা জানতে আমাদের মত আপনিও আগ্রহী। এক টাইম ট্রাভেলার বিশদে বিষয়টি তুলে ধরেছেন। দেখুন জল্পনা আর কল্পনার মধ্যে বারবার এই সময়যানের কথা উঠে আসে। বাস্তবে কি সত্যিই এটা সম্ভব?
কল্পবিজ্ঞানের বিভিন্ন সিনেমায় এই প্রসঙ্গ উঠে এসেছে আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে এক দাবি বেশ জনপ্রিয় হয়েছে। সমাজমাধ্যমে এক স্বঘোষিত টাইম ট্রাভেলার দাবি করেছেন যে তিনি ৩৯৭৭ বছর পরের পৃথিবীটা কেমন হবে, সেটা দেখে তিনি চাক্ষুষ করে ফিরেছেন। এখানেই শেষ নয় আগামীর আসন্ন ঘটনার ভবিষ্যদ্বাণীও করতে শোনা গিয়েছে তাঁকে।
আরো পড়ুন – ১২ লক্ষ টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হয়েছিলেন, কিন্তু এখন পস্তাচ্ছেন কেন?
ইতিমধ্যেই তাকে নিয়ে নেট দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তিনি যা বলেছেন তা সহজে আপনি বিশ্বাস করতে পারবেন না। কারণ সেটা কারোর পক্ষেই সম্ভব নয়। রীতিমতো তিনি মানুষজনকে সতর্ক করেছেন বিশ্বের আগামীর পরিবর্তনের কথা উল্লেখ করে। যে ক্লিপিং রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিওতে ব্যক্তির কন্ঠস্বর অস্পষ্ট শোনা গেছে। ভিডিওটাও বেশ ঝাপসা।
আরো পড়ুন – কেন আতঙ্কের নাম র্যাগিং? ব়্যাগিংয়ের নামে আর কত নিচে নামবে রাজ্য কথা দেশ?
আর সেখানেই স্বঘোষিত টাইম ট্রাভেলার দাবি করেছেন, ৯০ এর দশকে তৈরি একটি গোপন প্রোগ্রামের অংশ তিনি। এটি আসলে মানুষকে ভবিষ্যতে পাঠানোর জন্য তৈরি করা হয়েছিল । তিনি দাবি করেছেন যে আজ থেকে ৩৯৭৭ বছর পর অর্থাৎ পৃথিবীর বয়স যখন ৬০০০ সাল হবে তখন মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাস করবে।
মানে সেখানে প্রযুক্তি, বিজ্ঞান আধুনিক জীবনকে পুরনো দিনের মতো করে তুলবে। তিনি নিজের মতো করে একটি কল্পিত শহরের ছবিও শেয়ার করেছেন। সেই ছবিটিও বেশ ভাইরাল হয়েছে আর সেখানে কল্পিত এই শহরটিকে দেখতে অনেকটা জল রঙের আঁকা ছবির মতো!
আরো পড়ুন – আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ার সুযোগ এবার আইআইটি খড়্গপুরে?
টাইম ট্রাভেলরের কথার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি কারণ তিনি নিজেকেই একটা আলো-আঁধারের মধ্যে রেখেছেন। তবে যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা মাথাচারা দিচ্ছে তাতে ভবিষ্যতের অনেকটাই যে তাদের হাতে নিয়ন্ত্রিত হবে সেটা বোধহয় এই মুহূর্তে অকপটে বলাই যায়। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে আমরাও হয়তো এইসবের সঙ্গে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব।