Breaking Bharat: আপনার গার্লফ্রেন্ড এই ভাবনাতেই বিশ্বাসী? বান্ধবী কি প্রতারণা করছে (cheated in love)? আগে থেকে নিজেকে সামলে নিন না হলে বুকে ব্যথা বাড়বে আপনারই! প্রিয় বন্ধু অজান্তেই নিজের সবথেকে প্রিয় বান্ধবী হয়ে যেতে পারে। দুটো মানুষের মধ্যে বন্ধুত্ব যদি জোরালো হয়, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে একটা স্থায়ী সম্পর্ক তৈরীর স্বপ্ন দেখেন দুজনেই।
কিন্তু এই স্বপ্নটার ক্ষেত্রে দুজনে দুজনকে কতটা সম্মান দিচ্ছেন সেটা জানা দরকার। ভালোবাসার সম্পর্ক যতদিন যাচ্ছে রং আর স্বভাব পাল্টে স্বার্থসিদ্ধির সম্পর্কের রাস্তা হয়ে দাঁড়াচ্ছে না তো? তাহলে সাবধান! উপযুক্ত ব্যবস্থা নিন আজই (A victim of cheating on his girlfriend)।
নিজের বান্ধবীকে নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন না তো?
বিষয়টা কি অনেকটা ডাক্তারি পরামর্শ দেয়ার মত শোনালো? তাতে অবশ্য ক্ষতি নেই কারণ “ভালোবাসা আসলেই পিটুইটারির খেলা আমরা বোকা বা বলি প্রেম”। হরমোনাল অ্যাক্টিভিটি তো বটে। তাই সমস্যা হলে সমাধান মানে রোগ মুক্তির উপায় খুঁজতে হবে।
তাই বলে আবার ভাববেন না প্রেমকে ভালবাসাকে রোগ বলে বসলাম। একদমই নয় নিজের বান্ধবী নিজের প্রিয়তমা সবথেকে কাছের আদরের মানুষ। তাই তাকে তো বিশ্বাস করতেই হয় তাই না? কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন কিনা সেটা বুঝে নেওয়া দরকার।
আপনার আড়ালে অন্য কারোর সঙ্গে সম্পর্কে নেই তো?
আসলে দুটো মানুষ একে অন্যকে মন থেকে বিশ্বাস করলে তবেই সম্পর্ক পরিণতির পথে এগোতে পারে। এখন সমস্যা হচ্ছে এই সম্পর্কের সুযোগ কেউ নিচ্ছে কিনা সেটা বুঝতে হবে। আপনার বান্ধবী যাকে আপনি সর্বস্ব দিয়ে রেখেছেন তিনি আপনার আড়ালে অন্য কারোর সঙ্গে সম্পর্কে নেই তো?
এটা যদি হয় তাহলে মন ভাঙ্গে বটে। তাই অপ্রীতিকর এই ঘটনা এড়াতে আগে থেকে নিজের বান্ধবীর কিছু কার্যকলাপের উপর নজর রাখুন। এমনটা নয় যে আমরা বলছি ভালবাসার বা প্রিয় মানুষের উপর সন্দেহ করতে, কিন্তু চোখ কান খোলা রাখা তো উচিত।
দিনের পর দিন চাহিদা কি বেড়েই চলেছে?
একটা সম্পর্কে একাধিক সমস্যা হতে পারে কিন্তু দ্বিচারিতা কখনোই কাঙ্ক্ষিত নয়। একটা কথা মাথায় রাখবেন মানুষ মানুষের ওপর কৃতজ্ঞ থাকে। কৃতজ্ঞতা বোধ প্রকাশ করাটাই সুস্থ এবং আদর্শ মানুষের লক্ষণ। কিন্তু আপনি একতরফা অনেক কিছু করেই গেলেন বিনিময়ে সামান্য কৃতজ্ঞতা প্রকাশটুকু করলেন না আপনার বান্ধবী তাহলে একটু সজাগ থাকুন।
আরো পড়ুন – Family turmoil : পরিবারের অশান্তি দূর করার উপায় এবং বাড়িকে বানিয়ে ফেলুন সুখের স্বর্গ! কিভাবে?
যদি দেখেন দিনের পর দিন এটা ওকে বায়না চাহিদা বেড়েই চলেছে তাহলে বুঝতে হবে আপনি ব্যবহারের বস্তু হয়ে উঠছেন ভালবাসার মানুষ নন। ধরুন আপনি আপনার প্রেমিকা বা বান্ধবীর জন্য অনেক কিছু করলেন কিন্তু প্রতিদানে সে আপনার জন্য কিছু করলো তো না, পাশাপাশি আপনি যা যা করেছেন সেটা অস্বীকার করে গেল বা মনেই করতে চাইল না।
আরো পড়ুন – Naughty child : বাড়িতে দুরন্ত শিশুর জেরে জেরবার? দুষ্টু বাচ্চাকে শান্ত করার নিয়ম জেনে নিন আজই!
এরকম মানুষ আপনার জীবন এবং সম্পর্কে বিপদ দেখে আনতে পারে। সামাজিক সম্মান এবং স্বীকৃতি দিয়ে তাকে নিজের ঘরে নিজের পরিবারের সদস্য হিসেবে শামিল করলে পরে আপনাকেই পস্তাতে হতে পারে।
আপনার গার্লফ্রেন্ড এই ভাবনাতেই বিশ্বাসী?
বাংলা একটা প্রবাদ আছে কাজের বেলায় কাজী, কাজ ফুরোলেই পাজী। দেখে শুনে কি মনে হচ্ছে আপনার গার্লফ্রেন্ড এই ভাবনাতেই বিশ্বাসী? সরাসরি প্রশ্ন করে দেখুন ইনিয়ে বিনিয়ে তিনি এড়িয়ে যাবেন।
আরো পড়ুন – Serena Williams : টেনিস দুনিয়া শাসন করছেন সেরেনা উইলিয়ামস? কেরিয়ারের পথ আদৌ কি মসৃণ ছিল?
আর যখন তিনি বুঝতে পারবেন যে আপনি তার আসল উদ্দেশ্য বুঝে গেছেন তখন আপনার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন । এটাই তার সহজাত প্রবৃত্তি। সেক্ষেত্রে পরে দুঃখ পাওয়ার থেকে আগে সবটা মেনে নিয়ে সিদ্ধান্ত নেয়া বাঞ্ছনীয়।
মনে রাখবেন পৃথিবীতে কেউ না কেউ কোথাও না কোথাও আপনার জন্য অপেক্ষা করে আছেন। নিজের সঠিক মানুষটিকে চিনতে শিখুন। মোহের বশে ফাঁদে পা দেবেন না।