Breaking Bharat: আপনি কি ল্যাপটপ কিনতে চান? কোন কোন বিষয়ের দিকে নজর রাখবেন জানেন?
আজকের দিনে প্রতি মুহূর্তে গেজেটের প্রতি আসক্তি বাড়ছে। কিন্তু এটাও সত্যি যে প্রযুক্তির যুগে এইসব ছাড়া নিজের কর্ম জগতে প্রতিষ্ঠিত হওয়া কার্যত অসম্ভব। আর এই তালিকায় সবার আগে উঠে আসে একটা ভাল মোবাইল আর ল্যাপটপ। কিন্তু ল্যাপটপ কেনার আগে স্পেসিফিকেশন সম্পর্কে ভাল করে জেনে নিন।
ল্যাপটপ কিনতে কি কি দেখতে হয়?
আপনি ঠিক কোন কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করবেন সেটা বেশ গুরুত্বপূর্ণ। এখন কিন্তু মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে বাজারে ১১.৩ ইঞ্চি থেকে ১৭ ইঞ্চি সাইজের ল্যাপটপ পাওয়া যায়। এবার আপনার যদি মনে হয় যে ল্যাপটপ আপনি এখানে ওখানে ক্যারি করবেন তাহলে হালকা ওজনের ল্যাপটপ হওয়াই বাঞ্ছনীয় (What should be checked before buying a laptop?)।
সে ক্ষেত্রে আমরা বলব বাজারে অনেক স্লিম এবং ছোট সাইজের নোটবুক পাওয়া যায় । সেটা নিয়ে দেখতে পারেন। তবে যদি আপনি গ্রাফিক্সের কাজ বা গেইমিং করতে চান তাহলে অবশ্যই বড় সাইজের ল্যাপটপ নিতে হবে আপনাকে যেটা তুলনামূলকভাবে ভারী হবে। মাথায় রাখবেন ল্যাপটপ ইউজ অ্যান্ড থ্রো একটা জিনিস নয় বা বারবার সারাই করাতে হবে এরকম অবস্থার মধ্যে কেউই পড়তে চাইবেন না।
তাই বিল্ড কোয়ালিটির দিকে নজর দিন। ভালো কোয়ালিটি ছাড়া ল্যাপটপ কখনোই কিনবেন না আর অবশ্যই আপনার নতুন কেনা ল্যাপটপটিতে অ্যান্টি ডাস্ট ফেসিলিটি আছে কিনা সেটা জেনে নেবেন। ল্যাপটপে আপনি টাইপ করবেন যখন তখন কি বোর্ড আপনার জন্য কম্ফোর্টেবল কিনা সেটা বুঝে নেওয়া দরকার।
এটা তো আর ডেস্কটপ নয় যে একটা কীবোর্ড পছন্দ হচ্ছে না তো আর একটা কীবোর্ড ব্যবহার করতে শুরু করলেন। তাই স্মুথ এবং কম্ফোর্টেবল কীবোর্ড ব্যবহার করতে পারছেন এইরকম ল্যাপটপ নেয়া উচিত। অনেকে রাতের বেলা কাজ করতে বসেন সেক্ষেত্রে ল্যাপটপে কীবোর্ড ব্যাক লাইটিং অপশন চেক করে নিতে পারেন। এতে আর আপনাকে কাজ করার জন্য অতিরিক্ত আলো ব্যবহার করতে হবে না।
মাথায় রাখবেন স্ক্রিন কোয়ালিটির দিকে সব সময় বাড়তি গুরুত্ব দেওয়া উচিত। কারণ দিনের মধ্যে সবথেকে বেশি সময় আপনি এই স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকবেন। ফুল এইচডি স্ক্রিন কোয়ালিটি ল্যাপটপ আপনার চোখের জন্য সুবিধা জনক। আজকাল অবশ্য 4K কোয়ালিটির ল্যাপটপ ও আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে স্ক্রিনটাচ পরিষেবা থাকলে সেটা যথেষ্ট কার্যকরী হবে।
কিন্তু এখানেও দেখে নিতে হবে টাচ স্ক্রিন ফেসিলিটির ইনবিল্ট কোয়ালিটি কতটা শক্তিশালী তা নাহলে ফ্যাসাদে পড়বেন খামোখা। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হল আপনার কাজের মান অনুযায়ী প্রসেসর কেনা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাজারে এই মুহুর্তে ইন্টেলের সিরিজ i3-i9 এর প্রসেসর পাওয়া যায়।
আরো পড়ুন – নতুন জামা কিনে সঙ্গে সঙ্গে সেটা পরতে পছন্দ করেন নিশ্চয়ই? বিপদ লুকিয়ে নেই তো?
ল্যাপটপের জন্য এটা বেশ ভালো বলেই ইউজারদের মত। নরমাল ইউজার হলে মানে সাধারণ অফিসিয়াল কাজকর্ম করতে হলে i3 – i5 এর ল্যাপটপ নিলেই যথেষ্ট। তবে প্রফেশনাল কাজের জন্য অবশ্যই সিরিজ i7- i9 এর থার্ড জেনারেশনের ল্যাপটপ কেনার চিন্তাভাবনা রাখতে হবে।
আরো পড়ুন – ঠান্ডা গরমে সর্দি জ্বর? অনবরত নাক দিয়ে জল ঝরছে? ঘরোয়া উপায় মেনে সমস্যার সমাধান করুন আজই !
প্রসেসরের সিরিজ , জেনারেশন , ক্লক স্পিড ,ক্যাশ মেমরি চেক করুন ভালো করে। কাজের জন্য বর্তমান সময়ে কিছু না হলেও অন্তত ৮ জিবি র্যাম ব্যবহার করুন। যদি বড় অ্যাপস রান করাতে চান তবে অবশ্যই ল্যাপটপে ১৬ জিবির র্যাম নেবেন । নিয়মিত গেম খেলতে হলে এই সাইজ আরো বাড়বে। DDR4 এর ল্যাপটপ কেনাটাই বাঞ্ছনীয়। স্টোরেজের বিষয়টা মাথা থেকে উড়িয়ে দেবেন না।
আরো পড়ুন – আপনি কি ভীতু মানুষ? জানেন কি ভয় কাকে বলে? আর তার কত রকমের প্রকার আছে?
কাজের প্রয়োজন মত কতটা স্টোরেজ দরকার সেটা জেনে সেই ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্ক এর ল্যাপটপ কিনবেন।তবে কেনার আগে অবশ্যই হার্ডডিস্ক RPM দেখে নিতে হবে।
সবশেষে এই প্রতিবেদনে দুটি কথা বলা আবশ্যিক। প্রথমত স্টোরেজ, RAM এই সব কিছু চেক করার পাশাপাশি প্রতিটা ইউএসবি পোর্ট কাজ করছে কিনা এবং সি টাইপ অপশন আছে কিনা ভালো করে দেখবেন। আর দ্বিতীয়তঃ আফটার সার্ভিস ফেসিলিটি কতটা পাওয়া যাবে এই বিষয়ে নিশ্চিত করে তবেই ল্যাপটপ কিনুন।