Breaking Bharat: যেখানে ‘মা’ ডাকের আলাদা টান আছে, সেখানে সম্বোধন কি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়?মা শব্দটার মধ্যেই সৃষ্টি থেকে আদি অনন্ত এক বিস্তীর্ণ জীবন দর্শন লুকিয়ে আছে। পৃথিবীর আলো দেখানো থেকে বড় করে পৃথিবীর যোগ্য করে তোলা।
এই সব কিছুর কারণ বা উৎস যিনি তিনি যেকোনো সম্বোধনেই কি নিজেকে সংযুক্ত করতে পারেন? তাই বলে কি আপনি বা তুমির পর ‘তুই’ সম্বোধনেও তাকে ডাকা যায়? আজকে এই বিষয়ে কয়েকটা কথা আপনাকে জানিয়ে রাখা দরকার।
‘তুই’ কি সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়?
পৃথিবী সৃষ্টি হবার পর থেকে মানুষ যখন নিজের অনুভূতি প্রকাশের জন্য শব্দ বা কথার আশ্রয় নিতে শিখেছে, তখন থেকেই চারপাশের সঙ্গে মিলিয়ে মিশিয়ে নিজেকে প্রতি মুহূর্তে মানিয়ে নিতে শিখেছে পৃথিবীর শ্রেষ্ঠ উন্নত জীব। তবে এটাও মানতে হবে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংস্কৃতির মধ্যে বড় হয়ে যাওয়া মানুষের একে অন্যকে সম্বোধনের রীতি এক এক রকম।
পরিস্থিতি আর পরিবেশের উপর ভিত্তি করে সম্বোধনের পরিক্রমা হয়েছে আমাদের জীবনে। আগেকার প্রজন্ম বাবা-মা বা গুরুজনদের আপনি বলে সম্বোধন করতেই সচ্ছন্দে বোধ করত। সবাই সঙ্গে সঙ্গে সেটা পাল্টাতে পাল্টাতে তুমি তে চলে আসে।
ইদানিংকালে তুই সম্বোধনের প্রবণতা বেড়েছে গোটা সমাজ জুড়েই। এখন প্রশ্ন হচ্ছে নিজের মাকে এই তুই সম্বোধন করাটা আদৌ সঠিক বা উচিত কিনা। মা তো আদি অকৃত্রিম। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী জগদম্বা কে ‘তুই’ সম্মোধন করতেন। পান্নালাল ভট্টাচার্যের শ্যামা সংগীত ও মা কালী কে তুই সম্বোধন করতে শোনা গেছে।
আবার আধুনিক বাংলা সংগীতে হেমন্ত মুখোপাধ্যায়ের বেশ কিছু গানে মাকে তুমি সম্বোধন করা হয়েছে । আসল ব্যাপারটা হলো আপনি মন থেকে কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন সেখানে কথা কখনোই প্রয়োজনীয় হয়ে উঠতে পারে না। যিনি আপনার জন্ম দিয়েছেন যিনি সৃষ্টি করেছেন তিনি আপনার না বলা কথাও বুঝতে পেরে যান অতি সহজে।
আরো পড়ুন – পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শক্তিপীঠ কোথায় জানা আছে? এই মন্দিরে দেবীর ছিন্ন মস্তক পুজো করা হয়
তাই সেখানে কোন নামের তাকে ডাকা হল সেটা কি সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়? এখানে অবশ্য সমাজের এবং সভ্যতার সংস্কৃতির কথা বলতে হয়। আসলে আমরা যে বাড়িতে যে পরিবারে যে পাড়ায় বড় হয়ে ওঠে বেড়ে উঠি সেই চৌহদ্দির মধ্যে আমাদের একটা নিজস্ব জগত তৈরি হয়।
আরো পড়ুন – Asia’s Largest Women Market: এশিয়ার বৃহত্তম বাজারে কেন বিবাহিত মহিলাদেরই ব্যবসার অধিকার?
সেখানে একটা অলিখিত নিয়ম তৈরি হয় কী কী করা যাবে আর কী কী করা যাবে না এই নিয়ে। আসলে মায়ের সাথে সন্তানের যে নিবিড় সম্পর্ক, যে নৈকট্য, তার কাছে আপনি, তুমি বা তুই এসব সম্বোধনগত ত্রুটি কখনোই বিশেষ প্রাধান্য পেতে পারেনা। আসলে নাম যে কখনো কোন ব্যক্তির গুণ বা কার্যের থেকে বড় হতে পারে এটা ভাবাই যায় না।
আরো পড়ুন – উলঙ্গ হয়ে থাকতে হবে? এমন কোন স্থান আছে কি যেখানে পোশাক ছাড়াই দিব্যি বাঁচেন মানুষ?
যেমন সূর্যের নাম যদি আপনি পাল্টে দিয়ে মোমবাতি রাখেন তাহলে কি সূর্য আলো দেওয়ার ছেড়ে দেবে নাকি তার মহিমা খন্ডিত হবে ? দুটোর কোনটাই হবে না সেটা আপনি ভালো করেই জানেন। তবে এটাও সত্যি কথা সমাজে থাকতে গেলে কিছু নিয়ম মেনে চলতেই হয় আর সেই সংস্কৃতিতে এই সম্বোধনের একটা ভূমিকা আছে।
আরো পড়ুন – ভারত নেপাল সীমান্তে থাকা মেয়েদের ঋতুমতী হলে তাদের সঙ্গে কী করা হয় জানেন?
আসলে কি বলুন তো, ঠিক না ভুল, ন্যায় বা অন্যায় সত্যি বা মিথ্যে বলে আদৌ কিছু হয় কি? নাকি সবটাই আপনার আমার সমাজের সৃষ্টি?