Breaking Bharat: আপনার জীবনে কি অভাব আছে? উত্তর যদি না হয় তাহলে আপনি সত্যিই লাকি! প্রশ্নের শুরুতে শিরোনামে “কি” না “কী” , অর্থাৎ ঠিক কোন শব্দটা লেখা হবে এটার উপর উত্তরটা অনেকটা নির্ভর করে। প্রথমটার অর্থ হল হ্যাঁ বা নাতে আপনাকে উত্তর দিতে হবে। আর দ্বিতীয়টা বুঝিয়ে দেয় যে হ্যাঁ অভাব আছে, কিসের অভাব সেটা বলতে হবে।
এই পৃথিবীতে বোধহয় একজন এমন মানুষও নেই যিনি বলবেন তার অভাব নেই। তবে অভাব শব্দটার অর্থ এক কথায় প্রকাশ করা আদৌ কি সম্ভব? আপনি বলবেন অভাব শুধু টাকার হয়, এই উত্তরটা ভুল।
অভাব শব্দটার সঙ্গে কি কি জড়িয়ে আছে?
ভালো বা খারাপ গুণ মানুষের মধ্যে জন্মের পর বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তৈরি হতে থাকে। মূলত দুটো কারণে এটা হয় এক অভাবে দুই স্বভাবে। এবার আপনার জীবনের কোনটা প্রভাব বেশি সেটা একমাত্র আপনিই বলতে পারবেন। এই পৃথিবীতে অভাব শব্দটার সঙ্গে যেন দারিদ্রতা, টাকা পয়সার না থাকা, কষ্ট এগুলো বড্ড বেশি করে জড়িয়ে আছে।
এগুলো জীবনের প্রয়োজনীয় অবশ্যই কিন্তু এর বাইরে আরো এমন অনেক কিছু আছে যেগুলো না থাকলে পৃথিবীটা ফাঁকা শূন্য হয়ে যায়। যার অভাব প্রতি মুহূর্তে বোধ করি আমরা। প্রিয় মানুষের চলে যাওয়া, এই অভাব আদৌ কোনদিন পূরণ হয়?
চোখের সামনে আপনার সবটা জুড়ে থাকা মানুষটি যদি আচমকা তার হৃদস্পন্দন স্তব্ধ করে দেন তারপর একটা বড় শূন্যস্থান তৈরি হয় । সেই মানুষটার চলে যাওয়ার অভাবটা কিছুতেই মেটে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ তার অভাব মেটাতেই অনেকটা সময় খরচ করে ফেলে।
আরো পড়ুন – Laptop overheating: ল্যাপটপ হঠাৎ গরম হয় কেন? ল্যাপটপ অতিরিক্ত গরম হলে কি ক্ষতি হয়?
আমরা ভাবি টাকা না থাকলেই বুঝি আমাদের জীবনে সবথেকে বেশি অভাব বোধ হয়। কিন্তু একজন মানুষের জীবন থেকে চলে যাওয়ার অভাবটা টাকা দিয়েও পূরণ করা যায় না। আজকে আপনার কাছে টাকা নেই হয়তো আপনি গরিব কাল আপনার পরিশ্রমের জোরে বা ভাগ্যের জোরে আপনি অনেক টাকা রোজগার করে ফেলতে পারেন।
কিছু একবার ভেবে দেখুন যে আপনাকে ছেড়ে চলে গেছে সারা জীবনের মতো তার অভাব কী দিয়ে পূরণ করবেন? অভাব হয় ভালোবাসার যার জন্য সারা জীবন মানুষ আফসোস করে। জীবনে সবকিছু মানে টাকা পয়সা, গয়নাগাটি, বাড়ি গাড়ি থাকলেও, যদি ভালোবাসা না থাকে তাহলে কোনভাবেই নিজেকে পূর্ণ মনে হয় না। আর তখন এই টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে ভালোবাসা কিনতে পারবেন না আপনি, এটা বিক্রি হয় না।
আরো পড়ুন – বিয়ে করার সঠিক কোনও বয়স হয় কি? বেশি বয়সে পুরুষদের বিবাহে সমস্যা?
তবে সাধারণ চোখে অভাব মানেই ‘অর্থের অভাব‘। মানে হাতে বা ব্যাংকে টাকা পয়সা না থাকা। এটা সত্যি মারাত্মক যন্ত্রণার। আপনার কর্তব্য করতে পারছেন না দুবেলা দুমুঠো অন্য জোগাড় করতে পারছেন না। টাকা ছাড়া তো পৃথিবীতে প্রায় কিছুই করা সম্ভব নয়।
তাই অভাব পূরণ করতে গেলে আগে নিজের মাসিক রোজগারটা কে পাকাপোক্ত করতে হয়। সময় বা অসময়ে , প্রয়োজনে অপ্রয়োজনে টাকার গুরুত্ব সর্বাধিক। চোখের সামনে যদি টাকা না দিতে পারার জন্য কারুর স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়, চিকিৎসা আটকে যায়, খিদের জ্বালা সহ্য করতে হয় – তখন সেটা নিজের চোখের সামনে দেখাটা অসহ্য হয়ে ওঠে।
আরো পড়ুন – বিবাহিত দম্পতিরা প্রথম সন্তান নিয়ে এত ভাবেন কেন? সন্তান নিতে সমস্যা কোথায়?
তাই সে ক্ষেত্রে হিসেব করলে অভাবটা টাকার। এখন শুরুতেই যে কথা বলেছি সেটা কি মাথায় রেখে ফের বলতে হয় যে এই শব্দটার অর্থ সময় আর পরিস্থিতি ছাড়া কখনোই মানুষের পক্ষে বিচার করা সম্ভব নয়।