Breaking Bharat: প্রথম প্রেমের প্রথম নেশা কি আজও আপনাকে আসক্ত করে রেখেছে? তাহলে এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য (What happens in first love)!
বাংলায় একটা জনপ্রিয় গান আছে,
” শোনো মন বলি তোমায়,
সব কোরো প্রেম কোরো না ।
প্রেম যে কাঁঠালের আঠা,
লাগলে পরে ছাড়ে না”
রাহুল দেব বর্মনের এই গানটি অনেক মানুষের জীবনের থিম সং বটে। কিন্তু এটা আবার তাদের জন্য যারা এখনো সিঙ্গেল বা প্রেমে প্রত্যাখ্যাত হয়েছেন। তাই বলে কি প্রেম বিষয়টা খারাপ? এটা সঠিক কথা নয় কিন্তু প্রথম প্রেম সত্যিই বোধ হয় সহজে ভোলা যায় না।
জীবন একটাই। জীবনের প্রতিটা পদক্ষেপে আনন্দকে লুটেপুটে নিতে হয় ।কারণ ভবিষ্যৎটা অনিশ্চিত, কখন কী হবে, কেউ জানে না। তাই আজকের দিনটাই বেঁচে নেওয়ার সুযোগ। সব কিছুরই একটা শুরু বা সূচনা হয় সেটা প্রথমবার নিজে রোজগার করা বা প্রথমবার ভালো কোন কাজ করার মত যে কোন কিছুই হতে পারে।
প্রথম চুমু প্রথম সিগারেট প্রথম প্রেম অর্থাৎ যা কিছু প্রথমবার ঘটে সেটা ব্যক্তি মানুষের জীবনে নিঃসন্দেহে স্পেশাল। সেগুলো সহজে ভোলা যায় না। এ কথা সঠিক আমরাও তা মানি। তবে যদি শুধুমাত্র এই বিষয়টার উপরই জোর দিতে চান যে প্রথম প্রেম ভোলা কঠিন তাহলে বোধহয় আলোচনাটা সঠিক পথেই হবে না।
প্রতিটা মানুষের জীবনে একেকটা ঘটনা বিশেষ বিশেষ স্মৃতি হয়ে একটা আলাদা জায়গা করে নেয় মনের মধ্যে। সেখানে প্রেম যখন প্রথম জীবনে আসে তার যে অনুভূতি হঠাৎ করে একটা ভালো লাগা , দুজন মানুষের কাছাকাছি আসা, মুহূর্তদের অনাবিল আনন্দে ভেসে যাওয়া – এটার একটা আলাদা গুরুত্ব তাৎপর্য আর মেমরি অবশ্যই আছে।
কিন্তু তাই বলি সেই জায়গাটাকে আঁকড়ে ধরে রেখে জীবনকে স্তব্ধ করে দেওয়া যদি সেই প্রথম প্রেম জীবনে না থাকে, তাহলে আপনি বেঁচে থাকার মানে হারিয়ে ফেলেছেন। জীবনটা অনেক বড় , আর বড় একটা জীবনে অনেকগুলো ঘটনা ঘটতে থাকে। কিছু মাথায় থাকে কিছু মাথা থেকে বেরিয়ে যায় এগুলোই বিজ্ঞানসম্মতভাবে স্বাভাবিক।
তবে যে জিনিসগুলোকে নিয়ে আমরা প্রতিমুহূর্তে চর্চা করি সেটা অনেক বেশি করে স্পষ্ট হয়ে থাকে আমাদের গুরু মস্তিষ্কে। এইটা ধরুন আপনার প্রথম প্রেম আপনার থেকে অনেক দূরে কিন্তু প্রত্যেকদিন সেই স্মৃতি আপনি মনে করছেন তাহলে তো সেটা কোনদিনই ভোলা সম্ভব নয়।
আরো পড়ুন – বান্ধবী কি প্রেমিকা? তাহলে তার বাড়িতে বিয়ের জন্য রাজি করবেন কী করে?
এখানে বিতর্ক আসতেই পারে ভোলার প্রয়োজন নিয়ে, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা শুধু বলতে চাইছি যদি কোন কিছু জীবনে বাঁধা হয়ে দাঁড়ায় তাহলে সেটাকে অতিক্রম করি এগিয়ে যাওয়াটাই একজন বুদ্ধিদীপ্ত মানুষের পরিচায়ক। আর যদি দেখেন সেই ঘটনা বা সেই মানুষ বা সেই অনুভূতি আপনাকে ইন্সপায়ার করছে , আপনি ভাল কিছু করার দিকে এগিয়ে যাচ্ছেন, তাহলে সেটা সঙ্গে থাকুক না, কোনও অসুবিধা তাতে তো নেই।
আরো পড়ুন – প্রেমের মরশুমে প্রেমিকাকে দেখে আপনার হাঁটু কাঁপে? এই যাহ! তাহলে প্রপোজ করবেন কী ভাবে?
শেষে একটা কথা বলি, আপনার জীবন আপনি আপনার মতো করে বাঁচবেন। সেটা একা বাঁচতে পারেন কিংবা কোন সঙ্গীকে সঙ্গে নিয়ে বাঁচতে পারেন। তবে প্রথম জীবনের যা কিছু আসে সেটা মনের একটা বিশেষ কঠুরিতে থেকে যায়।
আরো পড়ুন – মেয়ে নাকি ছেলে, কে বেশি পরিণত জানা আছে? ‘মেয়েদের ম্যাচুরিটি’ নাকি ছেলেদের আগে হয়?
তাতে ধুলো পড়তে পারে , কিন্তু সেটা হারিয়ে যায় না কখনোই। আর যদি হারিয়েই বা যায় তাতে অসুবিধা কি আপনার হাতেই একটা গোটা জীবন আছে। নতুন করে শুরু করুন যেকোনো পর্যায়ে, যে কোনও বয়সে। সূচনা মানেই সেটা প্রথম , তাই তার মতো করে এগিয়ে যান সামনের দিকে।