Breaking Bharat : Mobile Phone Blast: স্মার্ট ফোনের দৌলতে হাতের মুঠোয় চলে এসেছে দুনিয়া ,উঠতে বসতে বিভিন্ন কাজে মোবাইল আমাদের সাথে ওতপ্রোত ভাবে জড়িত ,কিন্তু ভাবতে পারেন আপনার হাতের এই স্মার্টফোন মুহূতের মধ্যে বিপদ ডেকে আনতে পারে।
স্যামসাংয়ের গ্যালাক্সি নোট সেভেনের ব্যর্থতার কথা কম-বেশি আমাদের সকলেরই জানা আছে। ৩৫টিরও বেশি বিস্ফোরণের ঘটনা ঘটে এই ফোনে। সেই সময় স্যামসাংয় কোম্পানি তাদের লক্ষ লক্ষ মোবাইল বাজার থেকে তুলে নিতে বাধ্য হয়। তবে এমন ঘটনা যে পুনরাবৃত্তি ঘটছে না সেটি কিন্তু একদমই নয়। প্রায়ই স্মার্ট ফোন বিস্ফোরণ (Mobile Phone Blast) ও আগুন লেগে জায়োর ঘটনা উঠে আসে খবরের শিরনামে।
আজ আপনাদের এই খবরের মাধ্যমে আমরা জানাবো মোবাইলের (Smart Phone) সাথে ঠিক কি কি ঘটলে সেটি বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে।প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সারারাত ফোন চার্জ এ বসিয়ে রাখলে কি হয়।আমারা অনেকেই এমন আছি রাতে বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘটতে থাকি ,তারপর ঘুমানোর আগে তা চার্জ বসিয়ে রাখি ,আর সারারাত ধরে সেই ফোন চার্জ হয়।
কিন্তু আপনি জানেন কি এর ফলে আপনার স্মার্ট ফোনের ওপর প্রভাব পড়ছে , অনেক সময় ফোন ওভার চার্জ বা শর্ট সার্কিট হয়ে বিস্ফোরনও ঘটাতে পারে । আজকাল বেশ কিছু প্রিমিয়াম রেঞ্জের ফোনে এমন কিছু চিপের ব্যবস্থা থাকে যেগুলি ডিভাইস 100% চার্জ হয়ে গেলে হ্যান্ডসেটের ইলেকট্রিক ফ্লো বন্ধ করে দেয়। তবে মনে রাখবেন আপনার মোবাইলেই ও যে এই সুবিধা রয়েছে তা কিন্তু নয়।
স্মার্টফোন বেশ কয়েকবার মাটিতে পড়ে গেলে কিন্তু ফোনের ব্যাটারির ওপর প্রভাব পড়তে পারে। ফোন ওপর থেকে পড়ে যাবার ফলে ডিভাইসের ইন্টারনাল মেকানিজমের ক্ষতি হয়।যার ফলেও হতে পারে বিস্ফোরণ।
আরো পড়ুন- Breeding : বংশ বিস্তারের সমীকরণ কি বদলে গেল ? পুরুষ ছাড়াই বংশবিস্তার করছে নারী, এটা কি সম্ভব?
আপনার মোবাইল টি যে কোম্পানির সব সময় চেষ্টা করবেন একই কোম্পনির চার্জার ব্যবহার করতে ,যার ফলে আপনার ফোন সুরক্ষিত থাকবে। তবে ওয়ান কোনো থার্ড পার্টি চার্জার ব্যবহার করলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পরে।
আরো পড়ুন- Regret in life : জীবনে অন্তত আফসোস করে বাঁচবেন না! আপনার প্রাপ্য থেকে কেউ আপনাকে বঞ্চিত করবে না
এছাড়াও মোবাইলে সরাসরি সূর্যের আলো পড়লে,ফোনের ব্যাটারি জলের সংস্পর্শে এলে অথবা এক্সটারনাল সোর্স থেকেও আপনার ফোন ড্যামেজ হতে পারে ,যার ফলেও ঘটতে পারে বিস্ফোরণ।
আরো পড়ুন- Sea monster : খোঁজ মিললো সামুদ্রিক দৈত্যের, কল্পকথা নয় বরং বাস্তবেই ছিল অস্তিত্ব?
খেয়াল রাখবেন যদি আপনার ফোন থেকে পলিস্টিক পোড়া গন্ধ বের হয় ,কিংবা অতিরিক্ত গরম হয় তাহলে অবশই স্মার্ট ফোন রিপিয়ারিং সেন্টারে যোগাযোগ করুন।