Breaking Bharat News Desk: ওমিক্রন-জ্বরে ফুঁসছে গোটা দেশ। কিন্তু কীভাবে বুঝবেন, আপনি ওমিক্রন আক্রান্ত? (Are you infected with Omicron?) করোনার এই নয়া স্ট্রেনের উপসর্গ কী? ওমিক্রন নিয়ে কী বলছে হু? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুসারে, ওমিক্রন ভ্যারিয়ান্টের (Omicron variant) নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। যা দেখে প্রাথমিকভাবে আঁচ করা যেতে পারে। তবে হু জানিয়েছে, এক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং-ই শেষ কথা। তবুও প্রাথমিকভাবে ওমিক্রন সংক্রমণ (Omicron infection) বুঝতে গেলে কয়েকটি বিষয়ের ওপর খেয়াল রাখলেই বুঝতে পারবেন আক্রান্ত ব্যক্তি। কোন কোন বৈশিষ্ট্যের কথা বলেছে হু?
গত কয়েকমাস কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও দেশ তথা রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ (Upward Corona Graph)। কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন আতঙ্ক রাজ্যবাসীর মনে। সূত্রের খবর, ওমিক্রন ইতিমধ্যেই ভারতে ‘ডমিনেন্ট’ ভ্যারিয়েন্ট হিসেবে উঠে আসতে শুরু করেছে। ডেল্টা ভ্যারিয়েন্ট (Delta variant) নিয়ে এতদিন পর্যন্ত আশঙ্কা প্রকাশ করা হলেও বর্তমান পরিসংখ্যানের নিরিখে সবচেয়ে ডমিনেন্ট স্ট্রেন হিসেবে উঠে আসছে ওমিক্রনের নাম। এই স্ট্রেন খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। অন্যদিকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডেল ফিশার জানিয়েছেন, ডেল্টা থেকে ওমিক্রনে (From Delta to Omicron) একটি বিশ্বব্যাপী সংক্রমণ দেখা যাচ্ছে। কারণ, এর সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। ওমিক্রন নিয়ে যখন সাধারণ মানুষের মনে উদ্বেগ তৈরি হয়েছে, তখন প্রয়োজনীয় সতর্কতাও অবলম্বন করা উচিত। পাশাপাশি ওমিক্রন আক্রান্তের ক্ষেত্রে কী কী উপসর্গ দেখা যায়, সেই বিষয়েও সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। ওমিক্রনের যে কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সেই কথা জানিয়েছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Amla Health Benefits : আমলকি কেন খাবেন ? খেলে কি কি উপকার হয় ?
হু-এর মতে, হঠাৎ গলার স্বর বদলে যাওয়া, গলা ব্যথা, ভীষণ ক্লান্তিভাব , অবসাদ, গাঁটে ব্যথা, ঠান্ডা লেগে যাওয়া, শুকনো কাশি, মাথা যন্ত্রণার মতো উপসর্গ যদি নজরে আসে তাহলে ওমিক্রনের সম্ভাবনা থাকে। তবে অনেকেই মনে করেন, কোভিডের মতো ওমিক্রনের ক্ষেত্রেও স্বাদগন্ধের মতো অনুভূতির বদল হয়। আসলে কিন্তু তা নয়। এই বিষয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সর্দিতে নাক যদি ভিজে যায় তবে ‘ওমিক্রন’ সংক্রমণের তেমন ভয় নেই। তবে শুকনো কাশি এবং স্বরভঙ্গ হলে দেরি করবেন না, অবশ্যই কোভিড পরীক্ষা করান। কোভিড রিপোর্ট পজিটিভ হলে অবিলম্বে সরাসরি নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হবে।
Lips : শীতকাল এলেই ঠোঁট ফাটতে শুরু করে এর কারণ কি ? কি ভাবে ঠোঁট ফাটা থেকে সহজেই মুক্তি পাবেন?
কমবেশি মাত্র এক মাসের ব্যবধান। ওমিক্রন ভ্যারিয়েন্টের (Omicron variant) প্রথম সন্ধান পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকায়। প্রাথমিকভাবে সতর্কতা জারি করা হলেও কার্যক্ষেত্রে সেই সতর্কতা কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী, বড়দিনের উৎসবের মেজাজ দেখা গেছে এই রাজ্যেও। এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টটি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় তিনগুণ বেশি সংক্রামক বলেই দাবি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার-র প্রধান বিজ্ঞানী সৌমা স্বামীনাথন এ প্রসঙ্গে বলেন, ‘বিশ্ব জুড়ে হঠাৎ করে সংক্রমণের বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ টিকাপ্রাপ্ত এবং যাঁরা এখনও টিকা নেননি, সকলেই করোনা আক্রান্ত হচ্ছেন। তবে কোনও দেশেই ওমিক্রন আক্রান্তদের সংক্রমণ গুরুতর আকার ধারণ না করায়, টিকা কার্যকর বলেই মনে করা হচ্ছে। এখনও এই বিষয়ে অনেক তথ্য জানা বাকি।’
তবে ওমিক্রন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (who) আগাগোড়াই উদ্বেগ প্রকাশ করেছে। এমনকী, অদূর ভবিষ্যতে স্বাস্থ্যক্ষেত্রে যে বড়সড় বিপর্যয় নামতে পারে, সেই আশঙ্কাও করেছে তারা। এদিকে ওমিক্রন সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ববিধি মেনে চলার নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।