Breaking Bharat : অনেকেই হয়তো জানেন, ফুসফুসে ক্যানসার (Lung Cancer) হলে তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। তাই এক্ষেত্রে আশঙ্কা অনেকাংশেই বেশি বলা চলে। ফুসফুসের ক্যানসারের আশঙ্কা (Risk of lung cancer) রয়েছে কি না, তা কী করে বুঝবেন?
ছোট হোক কিংবা বড়সড়, শরীরে রোগ আচমকাই বাঁধে না। রোগভোগের অনেক আগে থেকেই দেখা যায় নানা উপসর্গ। তবে অনেকেই তা টের পান না নানা কারণে। আর পাঁচটা সাধারণ উপসর্গের মতো বলে কেউ কেউ আন্দাজ করতে পারেন না, কখনও আবার অজ্ঞতার কারণেও অনুমান করতে পারেন না অনেকে যে, আদৌ তাঁর শরীরে ক্যানসারের মতো মারণরোগ বাসা বেঁধেছে কি না!
আর দ্রুত ছড়িয়ে পড়ার কারণে অল্প সময়ের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে ফুসফুসের ক্যানসার (In a short time,lung cancer has taken a terrible shape)। তাই এক্ষেত্রে এই রোগের পূর্ব লক্ষণগুলি সম্পর্কে ওয়াকিবহাল থাকা বিশেষ প্রয়োজন। কোন কোন উপসর্গ দিয়ে চিনবেন ফুসফুসে ক্যানসারের ঝুঁকি (What are the symptoms of lung cancer risk?)?
১. অনেকেরই দীর্ঘদিন ধরে কাশির সমস্যা (Cough problem) থাকে। যেহেতু ঠাণ্ডা লেগে কাশির সমস্যা দেখা যায়, তাই অনেকেই আমল দেন না এই বিষয়টিকে। তবে ঠাণ্ডার কারণে কাশি হলে তা বেশিদিন স্থায়ী হয় না। কিন্তু ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে কোনও কারণ ছাড়াই কাশি হতে দেখা যায়। দীর্ঘসময় ধরে ভুগতে থাকেন রোগীরা। তাই বছরভর কাশি না কমলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।
আরো পড়ুন- Amla Health Benefits : আমলকি কেন খাবেন ? খেলে কি কি উপকার হয় ?
২. হঠাৎ হঠাৎ শ্বাস নিতে কষ্ট হয় (Suddenly it is difficult to breathe)? কী কারণে শ্বাসকষ্টের সমস্যা হয়, তা ভেবে দেখেছেন? বিশেষজ্ঞরা বলছেন, ফুসফুসে ক্যানসার বাড়তে থাকলে শ্বাসকষ্টের সমস্যা গুরুতর আকার নেয়। কারণ হিসেবে তাঁরা বলছেন, এই মারণরোগের ভয়াবহতা এতটাই যে, আক্রান্তের শ্বাস নেওয়ার পথটিও বন্ধ হয়ে যেতে পারে।
৩. গলার স্বর বদলে যাওয়ার মতো সমস্যায় (Problems with changing tone of voice) পড়েন? মাঝেমধ্যেই এই ধরনের সমস্যা দেখা দিলে সাধারণ রোগ হিসেবে দেখবেন না। চিকিৎসকরা জানাচ্ছেন, ফুসফুসে ক্যানসারের প্রভাব বাড়তে থাকলে তার ফলে গলার স্বর বদলে যায়। আক্রান্তরা কথা বললে একপ্রকার সবসময়ই গলা ভাঙা বলে মনে হয়।
আরো পড়ুন- Harmful antibodies : অজান্তেই আপনার শরীরে নেই তো ক্ষতিকর সেই সমস্ত অ্যান্টিবডি?
৪. গায়ে, হাত, পায়ে ব্যথা (Pain in body,hands,feet) হলে কী করেন? খুব বেশি হলে বাজারচলতি পেনকিলার হাতে তুলে নেন অনেকেই। সাময়িক স্বস্তিও মেলে। কিন্তু এটা অনেক জানেন না যে, ক্যানসারের ক্ষেত্রে গায়ে ব্যথা একটি বড় সমস্যা। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রেও এই উপসর্গ ব্যতিক্রম নয়। তবে এক্ষেত্রে সাধারণত বুক, পিঠ ও কাঁধের আশপাশে বেশি ব্যথা অনুভব করেন আক্রান্তরা।
৫. মাঝে মধ্যেই ক্লান্ত অনুভব (Feeling tired sometimes) করার মতো সমস্যায়ও ভোগেন অনেকেই। যেহেতু এই ইঁদুর দৌড়ের সময়ে সবাই কোনও না কোনওভাবে ব্যস্ত, তাই ক্লান্তির সঠিক কারণ অনেকেই বুঝতে পারেন না। চিকিৎসা বিজ্ঞান বলছে, ক্যানসারের অন্যতম উপসর্গ হল ক্লান্তি। আর ফুসফুসের ক্যানসার হলে এই সমস্যা আরও গুরুতর আকার নেয়। এর নেপথ্যে অবশ্য শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। শ্বাস নিতে কষ্ট হওয়ার ফলে শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা নীচের দিকে চলে যায়। আর তার জেরেই বাড়ে ক্লান্তি।
আরো পড়ুন- Omicron : ওমিক্রন নিয়ে কী বলছে হু? করোনার এই নয়া স্ট্রেনের উপসর্গ কী?
সুতরাং সাবধান! এই ধরনের উপসর্গ দেখা দিলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। হয়তো গুরুতর কিছু নয়। কিন্তু দীর্ঘদিন ধরে এই লক্ষণগুলো দেখা দিলে সাবধান থাকাই বুদ্ধিমানের কাজ। কারণ, সাবধানের মার নেই।