whale vomit:মাছের থেকেও মাছের বমির দাম অনেক বেশি! মাছ খেতে ভালোবাসেন সবাই কিন্তু জানেন কি কোন মাছের বমি, ভীষণ দামি?
মাছের রাজা বলা হয় ইলিশকে। যত দিন যাচ্ছে ইলিশের দাম আকাশ ছোঁয়া। সত্যি সত্যি ইলিশ মাছকে ভীষণ দামি মাছ বলা হয়। অনেকে তো বলে থাকেন বড় লোকেদের জন্যই ইলিশ মাছ গরিবের হাত দেওয়ার উপায় নেই। এছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছ সময় বিশেষে সাধারনের কাছে অত্যন্ত দামি হয়ে ওঠে।
মাছের থেকেও তিমি মাছের বমির দাম অনেক বেশি:
আসলে চাহিদা আর যোগানের ভারসাম্য বজায় না রাখতে পারলেই বাজারদর বেড়ে যায়। যার কোপ গিয়ে পড়ে মধ্যবিত্তের পাতে। কিন্তু আজ এমন এক মাছের কথা বলব যে মাছের থেকেও তার বমির দাম অনেক বেশি। আমরা বলছি তিমি মাছের কথা (Whale vomit is expensive) ।
অ্যাম্বারগ্রিস শব্দটা শুনলে সবার আগে কি গ্রিসের কথা মনে পড়ে? নাকি ভাবছেন প্রাচীন কোন দেশের কথা বলছি যারা নাম পরিবর্তিত হয়েছে। এসব কিছুই নয়। আসলে তিমি মাছের বমির এমনটাই নাম। এই বলে থেকেই তৈরি হয় দারুন দারুন দামি দামি সুগন্ধি। নাক মুখ চোখ সিটকানো বন্ধ করুন।
তিমি মাছের মাথায় এই বস্তুটি পাওয়া যায়:
ভাবতেও পারবেন না বিজ্ঞানীরা তাদের ল্যাবে অসম্ভবকে কতটা সম্ভব করে গড়ে তুলতে পারে? এ প্রসঙ্গে নাম আসে স্পার্ম তিমির। আশা করি আবার সবটা গন্ডগোল পাকিয়ে গেছে? দাঁড়ান একে একে সব কিছুই পরিষ্কার করে দিচ্ছি। বলতে সাধারণ ক্ষেত্রে যা বোঝায় তা এখানে নয়।
মানে শুক্রাণু বা পুরুষের বীর্য এরকম কিছু ভাববেন না। স্পার্মাসেটি শব্দ থেকেই এসেছে এই স্পার্ম শব্দটি। । গ্রীক ভাষায় এর অর্থ হলো বিজ। তিমি মাছের মাথায় এই বস্তুটি পাওয়া যায় যা অল্প তরল খানিকটা মোমের মত পদার্থ। যদি দেখা যায় তিমি মাছ মরে গেছে বা তাকে মেরে ফেলার প্রয়োজন হয়েছে তাহলে মাথা থেকে বার করে নেওয়া হয় স্পার্ম অয়েল।
তিমির বমি ভাসতে ভাসতে সাগরের তীরে এসে জমা হয়:
এটি লুব্রিকেন্ট হিসেবে কাজে লাগে পাশাপাশি আলো জালানোর ক্ষেত্রেও প্রয়োজনীয়। তাহলে এই স্পার্ম ওয়াইন আর অ্যাম্বারগ্রিস এই দুটোর কারণে তিনি শিকারিদের বরাবরের টার্গেট। স্পার্ম তিমি অক্টোপাস জাতীয় খাবার খেয়ে থাকে । সেই সবই পাকস্থলি ও অন্ত্রের মাঝের জায়গায় গিয়ে জমা হয়।
আরো পড়ুন – Kottankulangara : শাড়ি কি শুধুই মহিলাদের পোশাক? ভারতের কোন স্থানে পুরুষ শাড়ি পরে, জানেন কি?
সেই থেকেই অ্যাম্বারগ্রিসের জন্ম হয়। তিমি তা বার করে দেয় মুখ দিয়ে অর্থাৎ এক কথায় যাকে বলে বমি। অ্যাম্বারগ্রিস সাধারণত কঠিন এবং মন জাতীয় হয়ে থাকে। তিমির এই বমি ভাসতে ভাসতে সাগরের তীরে এসে জমা হয়। ফ্লোটিং গোল্ড বলে একে চেনেন সুগন্ধি প্রস্তুতকারকরা।
তিমি মাছের বমি থেকে জীবন দায়ী ওষুধ তৈরি হচ্ছে:
আন্তর্জাতিক বাজারে এক কেজি অ্যাম্বারগ্রিসের দাম প্রায় কোটি টাকার মতো (whale vomit price per kg)। মিশরীয়রা ঘরকে সুগন্ধিত করার জন্য এটি ব্যবহার করে থাকে। দুবাইয়ের বাজারেও এর চড়া দাম। জানা যাচ্ছে ওষুধ তৈরিতেও এটা উপকারী। ভাবতে পারছেন তিমি মাছের বমি তা থেকে কিনা জীবন দায়ী ওষুধ তৈরি হচ্ছে ব্যাপারটা বেশ মজাদার তাই না?
আরো পড়ুন – Poisoned girls : এই ধরনের মহিলাকে চুম্বন করলে পুরুষের মৃত্যু অবধারিত? কিন্তু কারা এরা?
এই স্পার্ম তিনি কে নিয়েও কঠিন আইন রয়েছে। স্পার্ম তিমি যেহেতু বিরল প্রজাতির, তাই এই তিমি মাছকে মেরে ফেলা বা শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তিমি মেরে পেট থেকে অ্যাম্বারগ্রিস (ambergris) বার করে নেওয়ার কালু বাজারে প্রতিমুহূর্তে বেড়েই চলেছে (whale vomit uses)।
আরো পড়ুন – Black magic : যেখানে অমাবস্যায় যেতে ভয় পান সকলেই? জাদু করে বশ করা হয় মানুষকে?
কোটি টাকার বমি, হয়ে উঠতে পারে দামি সুগন্ধি:
আসলে সত্যিই এটি মহার্ঘ বটে তাই লোভ সামলাতে না পেরে অনেকেই এই কুকর্ম করে থাকেন। এমনিতেই তিমির সংখ্যা আগের থেকে অনেক কমেছে তাই পরিবেশবিদরা বলছে। শুধুমাত্র মানুষের প্রয়োজনে লাগবে সেই কারণেই নয় , প্রকৃতির ভারসাম্য বজায় রাখতেও এই ধরনের চোরাশিকার বন্ধ হওয়া দরকার (blue whale vomit price) ।
আরো পড়ুন – clean teeth : টয়লেটের সঙ্গে টুথপেস্ট এর সম্পর্ক! দাঁতের যত্ন নিতে প্রস্রাব দিয়ে দাঁত পরিষ্কার?
কোটি টাকার বমি, কিভাবে দামি সুগন্ধি হয়ে উঠতে পারে তার প্রক্রিয়া বিদেশের বিভিন্ন পরীক্ষাগারে করা হয় (whale vomit perfume)। তবে যেটা সবথেকে আশ্চর্যের তা হল ল্যাবে নতুনভাবে একে তৈরি করার পর এই সুগন্ধ যারা গায়ে মাখেন মনে করা হয় বেশ কয়েকদিন ধরে জামা কাপড় কাঁচা হলেও সেই সুগন্ধ যেন যায় না।
তাহলে টাকা জমিয়ে যদি এরকম সুগন্ধি আপনিও কিনতে পারেন আমাদের জানাতে ভুলবেন না।