Breaking Bharat: স্বামীর পরকীয়া টের পাচ্ছেন? স্বামীকে পরকীয়া থেকে রক্ষা করার উপায়। জেনে নিন এখন আপনার ঠিক কী করা দরকার! এই একটা সম্পর্ক পৃথিবীর কোটি কোটি সুন্দর সম্পর্ককে পারিবারিক দাম্পত্যকে ভেঙেচুরে তছনছ করে দিয়েছে।
বিয়েটা একটা সামাজিক ইনস্টিটিউশন বটে। দুটো আলাদা আলাদা পরিবেশ থেকে বড় হয়ে ওঠা মানুষ এক ছাদের তলায় নিজেদের জীবন একসঙ্গে গড়ে তোলার স্বপ্ন দেখেন। কখনো প্রেম করে বিয়ে কখনো বার সম্বন্ধ করে, কিন্তু বিয়ে মানেই একটা সামাজিক বন্ধন।
স্বামীকে পরকীয়া থেকে রক্ষা করার উপায়:
একটা বড় দায়িত্ব একে অন্যের প্রতি শুধু নয় একে অন্যের পরিবারের প্রতি সমাজের প্রতিও বটে। এই সুন্দর সম্পর্কে আর যাই হোক বিশ্বাসঘাতকতা কখনোই মেনে নেওয়া যায় না। নিজের সর্বস্ব ছেড়ে আসা মেয়েটি যখন দেখেন যে মানুষের হাত ধরে আগামী পঞ্চাশ ষাট বছর একসাথে বাঁচবে সেই মানুষটি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে।
চলতি ভাষায় সমাজ বলে পরকীয়ার সম্পর্ক। এই একটা সম্পর্ক পৃথিবীর কোটি কোটি সুন্দর সম্পর্ককে পারিবারিক দাম্পত্যকে ভেঙেচুরে তছনছ করে দিয়েছে।
করোনা পূর্ববর্তী সময়ে আর করোনা পরবর্তীকালের মধ্যে আমাদের জীবন যাত্রার অনেকটা পরিবর্তন হয়েছে। তারা দু বছরে বেশিরভাগ সময়ই বাড়ি বসে কাজ করতে হয়েছে , কার্যত গৃহবন্দী থেকেছি আমরা অনেকদিন।
অন্য মেয়ের সঙ্গে স্বামী সম্পর্ক গড়েছে?
এতে যেমন অনেক সম্পর্ক নতুন করে অক্সিজেন পেয়েছে তেমনি অনেক সম্পর্ক শেষ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলেন আসলে বাড়ির বাইরে যা যা করা যায় বাড়িতে থেকে সেগুলো করতে গেলে ধরা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। কিন্তু কথায় বলে মানুষের স্বভাব বদলায় না সে কারণেই নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার নেই।
আর এর সবথেকে বড় প্রভাব পড়ে তার পরিবারে। তার স্ত্রী পুত্রকন্যা সন্তান মা-বাবার উপর। লকডাউন কালে এরকম অনেক ঘটনা ঘটেছে যখন নিজের স্ত্রীকে লুকিয়ে, কোনও ডেটিং সাইটে গিয়ে অন্য মেয়ের সঙ্গে পুরুষ সম্পর্ক গড়েছে (a relationship with another girl)।
স্বামীর সঙ্গে কোন সমস্যা তৈরি হচ্ছে বা দূরত্ব বাড়ছে?
ল্যাপটপ খুলে কাজ করার থাকে থাকে চ্যাট করতে থেকেছে সমবয়সী বা নিজের থেকে ছোট অথবা বড় কোনও মহিলার সঙ্গে। স্ত্রী প্রথম প্রথম সন্দেহ করেছেন পরবর্তীতে স্বামীর ব্যবহার যেভাবে দ্রুত বদলে গেছে যেভাবে আচার-আচরণ বদলেছে তাতে সন্দেহ আরও পাকা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এসব ক্ষেত্রে কী করবেন?
আরো পড়ুন – Serena Williams : টেনিস দুনিয়া শাসন করছেন সেরেনা উইলিয়ামস? কেরিয়ারের পথ আদৌ কি মসৃণ ছিল?
বিশেষজ্ঞরা বলছেন যুগ বদলেছে, সেই মতো বদলেছে মানুষের চাহিদা। নিউ নরমাল লাইফ স্টাইলে অভ্যস্ত হতে আমাদের খানিকটা সময় লেগেছে। কিন্তু মানুষ অভ্যাসের দাস,তাই সবটাই এখন সহজ হয়ে গেছে। যদি দেখেন আপনার স্বামীর সঙ্গে কোন সমস্যা তৈরি হচ্ছে বা দূরত্ব বাড়ছে তাহলে নিজেদের মধ্যে একটু খোলাখুলি আলোচনা করার চেষ্টা করুন (Ways to protect husband from affair)।
অন্য স্ত্রী বা অন্য কোনও মহিলার প্রতি আকর্ষণ:
হতেই পারে সময়ের সঙ্গে সঙ্গে প্রেম তার গ্ল্যামার হারাতে শুরু করেছে। কিন্তু বন্ধুত্ব তো আর নষ্ট হতে পারে না । ভালো বন্ধুর মতো কথা বলুন। চিরকাল রুপ যৌবন থাকে না আর নারী মানে শুধুমাত্র নারী দেহ এই কথাটার ভাবনা কিন্তু ভুল।
তাই আমার স্ত্রী আর আগের মতো আবেদনময়ী নেই বলেই অন্য স্ত্রী বা অন্য কোনও মহিলার প্রতি আকর্ষণ বোধ করাটা কিন্তু মানসিক বিকৃতির পরিচয় দেয় (Attraction to another woman)। সেরকম ভাবে বুঝতে হবে আপনি এক ভয়ংকর মানসিক রোগের শিকার। সে ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেয়া দরকার।
আরো পড়ুন – Family turmoil : পরিবারের অশান্তি দূর করার উপায় এবং বাড়িকে বানিয়ে ফেলুন সুখের স্বর্গ! কিভাবে?
অকারণ সমস্যা বাড়তে দেবেন না। দিনের পর দিন সবকিছু সহ্য করে নেওয়াটাও কিন্তু আপনার জন্য এবং আপনার সন্তানের জন্য ক্ষতিকর। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে বিন্দুমাত্র সময় নেবে না। সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা জীবনে আসতে পারে।
আরো পড়ুন – Naughty child : বাড়িতে দুরন্ত শিশুর জেরে জেরবার? দুষ্টু বাচ্চাকে শান্ত করার নিয়ম জেনে নিন আজই!
তাই ভালো করে আগে বোঝার চেষ্টা করুন আপনার স্বামী ঠিক কি কারনে আপনার সঙ্গে নয় বরং অন্য কোন মহিলার সঙ্গে কথা বলে সময় কাটিয়ে আনন্দ পাচ্ছেন। প্রতিটি বয়সের সঙ্গে সম্পর্ক পরিণত হয় সেই মতো করেই তার স্পেশাল মোমেন্ট তৈরি হয় সেটা রিক্রিয়েট করার চেষ্টা করুন।