Ways to earn from Instagram: ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে মাসে ৫০ হাজার টাকা আয় করার সঠিক উপায় জানেন? আপনি কি ইনস্টাগ্রাম ব্যবহার করে মাসে ৫০ হাজার টাকা পেতে চান? ধারাবাহিক আয় করার সঠিক উপায় জেনে নিন।
আমরা আজকাল প্রযুক্তি নিয়ে অনেক বেশি সতর্ক থাকি। তাই সেই প্রযুক্তি কে নিজেদের সঙ্গী করে অর্থ উপার্জনের নেশায় মত্ত আমরা। বিষয়টা খারাপ নয়। আসলে ক্রিয়েটিভিটির মাধ্যমে সকলকে সবটা জানিয়ে সঠিক ভাবে সৎ পথে আয়ের ক্ষেত্রে কারোর কোনো বাধা নেই।
আজ আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা মানুষকে উপার্জনের এক নয়া পথ সম্পর্কে অবগত করতে চলেছি। আপনি কি নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন। তাহলে নিশ্চ়ই এতদিনে প্রযুক্তি ব্যবহার করে টাকা উপার্জনের বিষয়টা আপনার কাছে পরিষ্কার।
ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় জেনে নিন:
আজ আমরা আপনাকে জানাবো ঠিক কত ফলোয়ার থাকলে বা কোন কোন শর্ত পূরণ করতে পারলে আপনি নিয়মিত ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন। সেই আয়ের পরিমাণ হতে পারে প্রায় ৫০,০০০/ টাকা, ভাবতে পারছেন?
আমরা অনেকেই হয়তো ‘ইনস্টাগ্রামে রিলস‘ দেখে সময় কাটানোর ফান্ডা মনে নিয়ে ছিলাম । কিন্তু সেইদিন এখন গেছে। আপাতদৃষ্টিতে যেটাকে টাইমপাস মনে হয় , তাকে দিয়েই আপনার সময়ের দাম বুঝে নিতে শিখুন। আপনি যদি চান তাহলে একেবারে খেলার ছলে ওপেন করা ইনস্টাগ্রামের পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে মোটা টাকা আয় করতে পারবেন প্রতি মাসে।
ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে টাকা উপার্জন:
অনেকেই হয়তো ভাবছেন এই প্ল্যাটফর্মে ইউটিউব বা ফেসবুকের মতো আয় করার কাঠামো নেই । কিন্তু আপনি কি জানেন ব্র্যান্ড পার্টনারশিপ, প্রোডাক্ট বিক্রি এবং রিলস বোনাস থেকে আপনিও প্রতি মাসে ভালো টাকা রোজগার করতে পারেন।
এবং এই ভাবনা কাজে লাগিয়ে সাফল্য পাওয়া মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। আসলে চিরাচরিত কাজের মাঝে যদি এক্সট্রা কিছু রোজগার করা যায় তাহলে ক্ষতি কী? তাই আজকাল অনেকেই উপার্জনের একটি মাধ্যম হিসাবে ইনস্টাগ্রামকে ব্যবহার করতে চাইছেন। ধরুন কেউ যদি সদ্য কনটেন্ট ক্রিয়েটর হিসাবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে থাকেন তারাও ভালো টাকা উপার্জন করতে পারবেন।
কীভাবে ইনস্টাগ্রামে আয় হবে?
আজকের প্রজন্মের অনেকেই সেলিব্রেটি আপডেট পেতে আর নিজের স্ট্যাটাস সকলকে জানাতে ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন। কিন্তু কত ফলোয়ার্স থাকলে আয় করা যায়, সেই বিষয়ে জানেন না। আমরা এই প্রশ্নের উত্তর দেব এই প্রতিবেদনে।
প্রথমেই মনে রাখতে হবে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ক্যাটাগরি এক্ষেত্রে খুব গুরত্বপূর্ণ। 1 হাজার থেকে 10 হাজার ফলোয়ার্স মানে সেটা ন্যানো ইনফ্লুয়েন্সার ক্যাটাগরি। সংখ্যাটা 10 হাজার থেকে 1 লাখ হলে ধরা হবে মাইক্রো ইনফ্লুয়েন্সার।
আরো পড়ুন –বাংলাদেশে বসবাস রোহিঙ্গাদের! এই রোহিঙ্গা সমস্যা কতটা প্রভাব ফেলবে বাংলাদেশে?
1 লক্ষ থেকে 10 লক্ষ ফলোয়ার্স অর্থাৎ ম্যাক্রো ইনফ্লুয়েন্সার এবং সর্বশেষ 10 লাখের বেশি ফলোয়ার্স মানে সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার।এবার দেখুন 10 জনের মধ্যে 7 জন মানুষ সোশ্যাল মিডিয়ায় ভরসা করে বিভিন্ন প্রোডাক্ট কেনার জন্য এই মাধ্যমেই সবচেয়ে বেশি সক্রিয়।
তাই একাধিক সংস্থা ইনফ্লুয়েন্সারদের সঙ্গে পার্টনারশিপ করতে চায় যাতে চাহিদা মতো সেই পণ্যের বিজ্ঞাপন করা যায়। পরিসংখ্যান বলছে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আয় করতে পারেন মাইক্রো, ম্যাক্রো এবং মেগা ইনফ্লুয়েন্সাররা।
আরো পড়ুন – Lava Agni 2 5G: লাভা অগ্নি ২ ফোনের ক্যামেরা DSLR কেও হার মানিয়ে দেবে সেটা কি জানেন?
আপনার সুবিধার্থে জানাই ফ্যাশন, হেলথ, ফিটনেস, লাক্সারি, ট্রাভেল, বিজনেস, ইত্যাদি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি উপার্জন করা সম্ভব আবার কারো যদি নিজস্ব বিজনেস থাকে তাহলে তিনি ইনস্টাগ্রামে সেই প্রোডাক্ট বিক্রি করেও টাকা রোজগার করতে পারবেন।
আরো পড়ুন – বাজারে ফিরছে হিরো কারিশমা? খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Hero Karizma ZMR
মাথায় রাখবেন, একটি নির্দিষ্ট ফলোয়ার্স অতিক্রম করার পর অ্যাকাউন্ট মনিটাইজ করতে পারবেন। সম্প্রতি একাধিক ক্রিয়েটরদের জন্য ইনস্টাগ্রাম রিলস বোনাস হিসাবে 10 হাজার ডলার বরাদ্দ করেছে ইনস্টাগ্রাম। সেক্ষেত্রে আকর্ষণীয় রিলস আপলোড করে প্রতি মাসে প্রায় সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত উপার্জন করার সুযোগ দিচ্ছে এই অ্যাপ।