Breaking Bharat : (Post office) গোটা দেশ তথা রাজ্যে কর্মসংস্থানের পরিস্থিতি দেখে অনেকেই ব্যবসার দিকে ঝুঁকছেন। তবে কোন ব্যবসায় পা বাড়াবেন বা শেষমেশ গণেশ ওল্টাবে কি না, তা নিয়ে অনেকের মনেই সংশয় থাকে। আর সেই কারণেই ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না।
তার ওপর পুঁজির সমস্যা তো রয়েইছে। তবে এই সবদিক থেকে একপ্রকার নিশ্চয়তা পেতে পারেন মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসার দিকে পা বাড়ালে। একদিকে যেমন সামান্য পুঁজি দিয়েই শুরু করতে পারবেন, পাশাপাশি এই ব্যবসা যেহেতু পোস্ট অফিসের সঙ্গে যুক্ত হয়ে করতে হবে, তাই ভরাডুবির আশঙ্কাও কমই বলা যায়।
পোস্ট অফিসের সঙ্গে শুরু করতে পারেন এই ব্যবসা। এক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনে। ডাকবিভাগ এই সুযোগ এনেছে শুধুমাত্র দেশের সর্বত্র নিজেদের পরিষেবা অক্ষুণ্ন রাখতে। সেক্ষেত্রে আপনিও শরিক হতে পারেন ডাকবিভাগের এই উদ্যোগে। ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ ১৮ বছরের ওপরের যে কেউ এই ব্যবসার জন্য আবেদন করতে পারেন।
আরো পড়ুন- আপনি কি জানেন অশ্বগন্ধার উপকারিতা কি কি রয়েছে ?তাহাকে জেনে নিন
দেশবাসীকে পরিষেবা দেওয়ার স্বার্থে গ্রাম শহর নির্বিশেষে বহু পোস্ট অফিস দেখা যায়। গোটা দেশে এই সংখ্যা প্রায় দেড় লক্ষ। এত পোস্ট অফিস থাকা সত্ত্বেও দেশের বহু প্রান্তই এমন রয়েছে, যেখানের মানুষ পোস্ট অফিসের পরিষেবা থেকে নানাভাবে বঞ্চিত হন। অথচ ভারতীয় ডাকবিভাগ চায় দেশের সর্বত্রই সমান পরিষেবা দিতে। ঠিজ এই উদ্দেশ্যেই আবেদন চেয়েছে তারা।
যেসব এলাকায় পোস্ট অফিস নেই বা যেখানের মানুষ ডাকবিভাগের সুবিধা থেকে বন্দিত হন, তাঁদের পরিষেবা দিতে ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে ইন্ডিয়া পোস্ট। এই সুযোগ নিতে পারেন আপনিও। সেক্ষেত্রে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কীভাবে করবেন আবেদন?
প্রথমেই মোবাইলের ব্রাউজারে গিয়ে ভারতীয় ডাকবিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in-এ যেতে হবে। সেখানেই পাওয়া যাবে ফর্ম। সেই ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। আবেদন গৃহীত হলে কমিশনের ভিত্তিতে আবেদনকারী কাজ করতে পারবেন। কমিশন সংক্রান্ত তথ্যও দেওয়া হয়েছে ডাকবিভাগের তরফে।
আরো পড়ুন- আমলকি কেন খাবেন ? খেলে কি কি উপকার হয় ?জেনে নেওয়া যাক আমলকির উপকারিতা
স্পীড পোস্ট আর্টিকেল বুকিংয়ের জন্য কমিশন ৫ টাকা। রেজিস্ট্রি আর্টিকেল বুকিং এর ক্ষেত্রে ৩.৫০ টাকা। ডাক স্ট্যাম্প, ডাক স্টেশনারি ও মানি অর্ডার ফর্ম বিক্রি করলে মোট বিক্রিত মূল্যের ৫ শতাংশ কমিশন দেওয়া হয়। ১০০ টাকা থেকে ২০০ টাকার মানি অর্ডারের জন্য কমিশন দেওয়া হয় ৩.৫০ টাকা।
আরো পড়ুন- Phone for Viruses: আপনার ফোনে কি ভাইরাস আছে ?গোপন নথি কেউ হাতিয়ে নিচ্ছে না তো ?
সেন্ট্রাল রিক্রুটমেন্ট ফি স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প সহ অন্যান্য যেকোন রিটেল সার্ভিস থেকে যে অর্থ উপার্জন হবে সেই অর্থের ওপর পাবেন ৪০ শতাংশ কমিশন। এছাড়াও রেজিস্ট্রি এবং স্পিড পোস্ট বুকিং মিলিয়ে প্রতি মাসে ১০০০ টির বেশি বুকিং করলে সেক্ষেত্রে অতিরিক্ত ২০ শতাংশ কমিশন দেবে ডাকবিভাগ।