vi recharge plan 99: আগের মত সুবিধা পাবেন না ভোডাফোনে? 99 টাকার রিচার্জে কোন কোন সুবিধা বাতিল? এবার আপনার জন্য আরও দুঃসংবাদ এনে দিচ্ছে vodafone। ৯৯ টাকা রিচার্জে আর ২৮ দিনের পরিসেবা পাবেন না আপনি (vi recharge plan 2023)।
মানুষ যত সময় যাচ্ছে ততই মোবাইল নির্ভর হয়ে পড়ছেন। মোবাইলে সঠিক পরিষেবা না পেলে অনেকেই বিপদের মধ্যে পড়েন। যত দিন যাচ্ছে ততই মোবাইলে বেশি টাকা রিচার্জ করে কোন দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে।। আগে যেটা ৩০ দিন অর্থাৎ এক মাসের পরিষেবা পাওয়া যেত এখন বেশিরভাগ মোবাইল কোম্পানি সেটা কমিয়ে ২৮ দিন বা ২৪ দিন করে দিয়েছে (vi recharge plan)।
এতে খুব স্বাভাবিকভাবেই কোম্পানি নিজের ফায়দা তুলছে কিন্তু সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। এবার আপনার জন্য আরও দুঃসংবাদ এনে দিচ্ছে vodafone। ৯৯ টাকা রিচার্জে আর ২৮ দিনের পরিসেবা পাবেন না আপনি।
99 টাকার রিচার্জে কোন কোন সুবিধা বাতিল?
টেলিকম সংস্থা নিজেদের আয় বাড়াবার জন্য এমন কিছু পদক্ষেপ করছে যাতে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়ছেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সব কিছু করতে গিয়ে একাধিক টেলিকম সংস্থার মধ্যে কম্পিটিশন বাড়ছে।
আমরা আজকাল এত বেশি করে মোবাইল নির্ভর হয়ে পড়েছি যে রিচার্জ করা না হলে খুব স্বাভাবিকভাবেই সম্পূর্ণ যোগাযোগ এবং কাজকর্ম আটকে যায়। সে ক্ষেত্রে প্রতিমুহূর্তে আমরা আর কিছু করিনা করি মোবাইলে সঠিক সময় রিচার্জ হয়েছে কিনা সেই দিকে নজর রাখি।
আগে যদি ১০০ টাকায় একমাস চলতো তাহলে এখন হয়তো ১০০ টাকায় মাসের ১৫ দিন চলে অর্থাৎ আমাকে পরিষেবা পাওয়ার জন্য দ্বিগুণ খরচ করতে হচ্ছে অথচ পরিষেবা দ্বিগুণ মিলছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভোডাফোন আইডিয়ার একটা প্ল্যান এর কথা বলব যেখানে আপনি সুযোগ-সুবিধা সব আগের মতই পাবেন , কিন্তু বৈধতার সময়সীমা কমে গেছে।
তাহলে স্পষ্ট করে বলে দেওয়া যাক যে Vodafone Idea ইউজ়ারদের জন্য আবারও একটি খারাপ খবর রয়েছে। Vodafone Idea-র ৯৯ টাকা এবং ১২৮ টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ।
আরো পড়ুন – Nothing phone 2: সম্প্রতি লঞ্চ হতে চলেছে নাথিং ফোন 2? জেনে নিন ফিচারস সংক্রান্ত আরো আপডেট!
অর্থাৎ আপনি ভোডাফোনের এই দু’টি প্ল্যানে আর আগের মত বেশি দিনের বৈধতা পাবেন না। রিপোর্ট বলছে, Vi তার ARPU বাড়াতে অনেক রকমের প্রস্তুতি নেওয়া শুরু করেছে।
প্রথমেই বলে যাক ৯৯ টাকার প্ল্যান এর ব্যাপারে। আগে ২৮ দিনের বৈধতা পেলেও এখন মাত্র 15 দিনের বৈধতা পাওয়া যাবে। যার বাংলা মানে পড়লে দাড়ায় প্ল্যানের একদিনের দাম ৩.৫৩ টাকা থেকে বেড়ে ৬.৬০ টাকা হয়েছে।
আরো পড়ুন – Money on Telegram: টেলিগ্রাম থেকে উপার্জন করার সুযোগ! কী ভাবে টেলিগ্রাম থেকে আয় করবেন?
যদিও এই প্ল্যানে পাওয়া বাকি সুবিধাগুলি আগের মতোই রয়েছে। আর ১২৮ টাকার প্ল্যানে এবার ১৮ দিনের বৈধতা পাবেন। অর্থাৎ এই প্ল্যানের দৈনিক ব্যবহারের খরচ ৪.৫৭ টাকা থেকে বেড়ে ৭.১১ টাকা হয়েছে।
আরো পড়ুন – ৮ থেকে ৯ হাজার টাকার মধ্যে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন, সাথে দারুন ফিচার্স!
কোম্পানির তরফে বলা হয়েছে, চারপাশের পরিস্থিতির কথা মাথায় রেখে যেভাবে অন্যান্য সংস্থা রিচার্জের দাম বাড়াচ্ছে তাই vodafone কেও এবার সেই পথেই হাঁটতে হলো। তবে পরিবর্তন আপাতত এই দুটো প্ল্যান এর ক্ষেত্রেই থাকবে নাকি আরও অন্যান্য প্ল্যান এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে সেটা এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না।
আরো পড়ুন – ঘড়ি থেকেই কলিং মাত্র 1500 হাজার টাকায়? স্মার্টওয়াচ নিয়ে বড় আপডেট
তাই ধরে নেওয়া যেতেই পারে যে গ্রাহকরা আবার বড় সমস্যায় পড়বেন এই আশঙ্কা একদম উড়িয়ে দেবেন না।।