Vespa Scooter Price: বাইক কিনতে বেশি খরচ? সস্তায় স্কুটার কিনতে চান বুঝি? আপনি কি জানেন 125 এবং 150 সিসির দুর্দান্ত লুকের দুটি স্কুটার লঞ্চ করল ভেসপা। এবার তাহলে স্পেসিফিকেশন এবং দামের দিকে নজর দেওয়া যাক।
দুচাকার প্রতি প্রীতি তরুণ প্রজন্মের বড্ড বেশি। এবার টাকা পয়সা মাঝে মধ্যেই কম পড়ে অনেকের। তাহলে সস্তায় পুষ্টিকর জিনিস এখন সবাই খোঁজে। সেই ভাবনাকে মাথায় রেখে শুধুমাত্র আপনার জন্য সস্তায় দারুণ স্কুটার আনল ভেসপা, লুকেই ফিদা হবে মন।
Vespa scooter ভেসপা স্কুটার:
আজকে আমরা এই সংস্থার এমন কিছু কালেকসন আপনার সামনে তুলে ধরব যাতে আপনি চমকে জানেন, এবং ভাববেন এবার আপনাকে একটা স্কুটার ঘরে আনতেই হবে। তাহলে চলুন বিস্তারিত এই প্রতিবেদনে তুলে ধরছি আমরা আপনাদের জন্য।
শুরুতে হবে Vespa Dual SXL দিয়ে। আপনি কি জানেন 125 এবং 150 সিসির দুর্দান্ত লুকের দুটি স্কুটার লঞ্চ করল ভেসপা। এবার তাহলে স্পেসিফিকেশন এবং দামের দিকে নজর দেওয়া যাক।
ভেসপা স্কুটারের দাম (এক্স-শোরুম):
আপনাদের জানিয়ে রাখি ইতালির সংস্থা Piaggio সম্প্রতি ভারতে Dual SXL এবং VXL সিরিজের স্কুটার লঞ্চ করেছে শুধুমাত্র তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই নয় বরং পাশাপাশি সব বয়সের মানুষের ব্যবহারের উপযোগিতার কথা প্রাধান্য দিয়ে।
দুটোর মধ্যে একটা স্কুটার 125 সিসি ইঞ্জিনের ও অন্যটা 150 সিসির। দুটো গাড়িতেই ডুয়াল টোন কালার আপনার মন জয় করবেই। সরকারি সব ধরনের নিয়ম মেনেই এই স্কুটার লঞ্চ করা হয়েছে।
মানে কেন্দ্রের নতুন BS6 ফেজ 2 নিয়মকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি অন্য ভেসপা স্কুটারগুলির থেকে এই গাড়ির দাম যথেষ্ট কম। সংস্কার তরফে জানানো হয়েছেএই Dual সিরিজের স্কুটারের দাম শুরু 1.32 লাখ টাকা থেকে (এক্স-শোরুম)। এবার তাহলে এর স্পেসিফিকেশনগুলোর দিকে একবার চোখ দেওয়া যাক।
আরো পড়ুন – Redmi A2 এবং Redmi A2 Plus: কম বাজেটের মধ্যে রেডমির দারুন ফোন! এক চার্জে ৬ দিন?
আপনাদের জানিয়ে দিতে চাই যে Vespa SXL সিরিজে 124.5 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন রয়েছে । এর ফলে সর্বোচ্চ 9.8 ব্রেক হর্সপাওয়ার এবং 9.6 এনএম টর্ক সৃষ্টি হয়। অন্যদিকে আবার VXL সিরিজে রয়েছে 149.5 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন ।
আরো পড়ুন – Yamaha MT-15: ইয়ামাহা বাইক নিয়ে নস্টালজিয়া? এবার Yamaha গাড়ির নতুন অফার!
এর থেকে সর্বাধিক 10.3 ব্রেক হর্সপাওয়ার এবং 10.6 এনএম টর্ক উৎপন্ন হয়। এর সঙ্গে আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন CVT গিয়ারবক্স। অনেকেই স্কুটার কেনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে পছন্দের কালার কম্বিনেশন খুঁজে বেড়ান । তাদেরকে জানাই, এই স্কুটারের চারটি রং এর অপশন পাবেন।
পার্ল হোয়াইটের সঙ্গে আজুরো প্রোভেন্জা, পার্ল হোয়াইট ও বিজ, পার্ল হোয়াইট ও ম্যাট রেড এবং পার্ল হোয়াইটও ম্যাট ব্ল্যাক। মনে রাখবেন সব কটা সবকটি ভেরিয়েন্ট ডুয়াল টোন এবং এই স্কুটারে রয়েছে ফাঙ্কি স্টাইলের ডিজাইন যা এক ঝলকে আপনার দৃষ্টি আকর্ষণ করবে।
আরো পড়ুন – SUV গাড়ি Tata Punch: টাটা পাঞ্চের ইলেকট্রিক ভার্সন বাজারে আসছে সে কথা জানেন?
তাহলে দেরি না করে চটপট আপনার পছন্দের স্কুটার নিজের ঘরে নিয়ে চলে আসুন। আমরা কোন বিজ্ঞাপনী প্রচারের উদ্দেশ্যেই প্রতিবেদন লিখছি না শুধুমাত্র বাজারের নতুন ট্রেন্ড সম্পর্কে আপনাকে জানাচ্ছি। তাই যদি এরকম কিছু কেনার হয় তাহলে অবশ্যই একবার যাচাই করে নিয়ে জিনিস কিনবেন। আর স্কুটার বা বাইক যাই কিনুন না কেন ট্রাফিক আইন অবশ্যই মেনে চলবেন।