Breaking Bharat : বিশ্বকাপে ভারতের খারাপ পারফরমেন্স নিয়ে জল্পনার শেষ নেই। বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে ব্লু ব্রিগেড। তবে আইপিএল-এ ভারতীয় ক্রিকেটারদের পারফরমেন্স মন কেড়েছিল সমর্থকদের। তেমনই উঠে এসেছে নতুন নতুন মুখ। নাইট শিবিরের ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) তাঁদের মধ্যে অন্যতম। এবার ব্লু ব্রিগেডে দেখা যাবে এই তাঁকে। নবাগত ক্রিকেটারের এই ধামাকাদার এন্ট্রি নিয়ে অনেকেই প্রশংসা করেছেন সিলেকশন বোর্ডের।
কিন্তু তাঁর এই অভাবনীয় সাফল্যের আড়ালে রয়েছে ক্রিকেটের প্রতি প্রবল অনুরাগ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হার দেখে ছোটবেলায় যে ছেলেটা জ্বরে পড়েছিল, অদূর ভবিষ্যতে তার মাথায় যে সাফল্যের মুকুট উঠবেই, এই কথা অনেক আগেই আঁচ করেছিলেন ভেঙ্কটেশের বাবা রাজ শেখরন আইয়ার।
ক্রিকেটার হিসেবে সাফল্যের পাশাপাশি কমার্সের স্নাতক এবং বাণিজ্য বিভাগে এমবিএ ডিগ্রীধারী ভেঙ্কটেশ বলেন, ‘একদিন জাতীয় দলের হয়ে খেলব, এই স্বপ্নটা নিয়েই তো ব্যাট করতে যাই সব ম্যাচে। কিন্তু সেটা যে পূরণ হয়ে যাবে, তা ভাবিনি। পরিশ্রম করেছি। সব ম্যাচেই নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করি আমি। টিমকে যতটা বেশি সম্ভব রান দেওয়ার চেষ্টা করি। দেশের হয়ে খেলার স্বপ্নটা এবার পূরণ হতে চলেছে।’
স্বাভাবিকভাবেই আনন্দ ধরা পড়েছে এই তরুণ ক্রিকেটারের চোখেমুখে। মুম্বই ব্রিগেডের বিরুদ্ধে আইপিএল-এ খেললেও রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে খেলার সাধ তাঁর আগাগোড়াই। অবশেষে সেই স্বপ্ন পূরণ হবে ভেঙ্কটেশের। উচ্ছ্বাস নিয়ে তিনি বলেন, ‘রোহিত ভাইয়ের ক্যাপ্টেন্সিতে খেলার জন্য মুখিয়ে আছি। ও অসাধারণ ক্রিকেটার। রোহিত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাব। টিমটাও খুব ভাল হয়েছে।’ এছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ভারত ভাল পারফর্ম করব, তা নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি।
আসলে ক্রিকেটের প্রতি তাঁর এই আগ্রহ অনেক ছোট থেকেই ধরা পড়েছিল। ভেঙ্কটেশের বাবা রাজ শেখরন আইয়ার জানিয়েছেন, ‘ভেঙ্কটেশ ছোটবেলায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখছিলেন। সেই ম্যাচে ভারতের পরাজয় এবং তাঁর প্রিয় ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেশি রান না করতে পারা ভেঙ্কটেশকে খুব দুঃখ দিয়েছিল। এমনকী, তাঁর জ্বরও হয়েছিল। তখন বুঝলাম, আমার ছেলে ভারতীয় ক্রিকেট নিয়ে খুবই সিরিয়াস।’
আরো পড়ুন- Smart Phone: মোবাইল ফোন কোথায় বেশি নিরাপদ ও স্বাস্থ্য ঝুঁকি কম হয়? পকেটে নাকি হাতে?
এরপরই প্রথমে ইন্দোরের মহারাজা যশবন্তরাও ক্রিকেট ক্লাবের কোচ দীনেশ শর্মা এবং পরে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কাছে শুরু হয়ে ভেঙ্কটেশের ক্রিকেট-শিক্ষা। আর তারপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি। ব্যাট হাতে নজর কেড়েছেন ক্রিকেটপ্রেমীদের। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেও তাঁকে দেখা গেছে সহজাত ভঙ্গিতে। মাত্র ১০ ম্যাচে ৪টি হাফ সেঞ্চুরিসহ ৩৭০ রান করেন তিনি। মিডিয়াম পেস বোলিং দিয়েও জাদু দেখিয়েছেন ভেঙ্কটেশ। এবার হার্দিক পাণ্ডিয়ার বদলে জাতীয় দলে জায়গা পেলেন তিনি।
আরো পড়ুন- Corporate Sector : কর্পোরেট দুনিয়ার মিস্টার পারফেক্ট হওয়া যায় কী করে? আজ বলব আপনাকে
নিজের পারফরমেন্সের বিষয়ে ভেঙ্কটেশ বলেন, ‘আমি সব সময় ভয়ডরহীন ব্যাটিংই করি। ও ভাবেই খেলাটা শিখেছি। ব্যাট করতে যাওয়ার সময় যে কারণে আমার মধ্যে প্রচুর আত্মবিশ্বাস থাকে। যে কোনও জায়গায় ব্যাট করতে যেমন তৈরি, যে কোনও পরিস্থিতিতে বল করার জন্যও প্রস্তুত।’
আরো পড়ুন- আকাশে প্লেন ও পাখির মুখোমুখি সংঘর্ষে কী হয় জানেন?
ভেঙ্কটেশের মতো তরুণ প্রতিভাকে বেছে নেওয়ার জন্য নিউজিল্যান্ড সিরিজে ফের আশায় বুক বাঁধছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। শুধু তাই-ই নয়, নবাগত এই ক্রিকেটারের সংযোজনকে সাধুবাদ জানিয়েছেন ভেঙ্কটেশের পরিবার-সহ দেশবাসী।