Breaking Bharat: ক্যান্সার মানেই সব শেষ? ঠিক কোন ধরণের ভ্রান্ত ধারণা কাজ করে সমাজের মধ্যে? সাধারণ মানুষের চোখে ক্যান্সার নিয়ে যে মতবাদ থাকুক না কেন এই প্রতিবেদনে আমরা বলব বিজ্ঞানের কথা।
মানুষ মাত্রই রোগকে ভয় পান। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এমনিতেই মানুষের জীবনে এত কাজের চাপ, তার ওপর যদি রোগ এসে বাসা বাঁধে জীবনে তাহলে সেটা কোনভাবেই স্বস্তি দায়ক হয় না। ছোটখাটো রোগের জন্য ডাক্তারের কাছে যেতে চান না কেউই। তবে অনেকের জীবনে নেমে আসে ক্যান্সারের থাবা । সেই মোকাবিলা করা সহজ কথা নয়।
ক্যান্সার রোগীর নানা রকম চিকিৎসা পদ্ধতি:
তবে সমাজের ভুল ধারনার কারণে এই রোগ মানেই সব শেষ ভাবনা আজও সর্বত্র রয়ে গেছে। কিন্তু সত্যি কি তাই? সাধারণ মানুষের চোখে ক্যান্সার নিয়ে যে মতবাদ থাকুক না কেন এই প্রতিবেদনে আমরা বলব বিজ্ঞানের কথা।
ক্যান্সার কিন্তু একজনকে মানুষকে জীবনের চরম পর্যায়ের মধ্যে দিয়ে নিয়ে যায়। সেখানে অনেকগুলো খারাপ ভাল ঘটনা থাকে। তবে ক্যান্সার এক রোগী থেকে অন্য রোগীতে সংক্রমিত হয় না। শুধু তাই নয় কোনও ক্যান্সার রোগীর শরীর থেকে সংক্রমিত টিস্যু নিয়ে যদি কোনও সুস্থ মানুষের শরীরে প্রতিস্থাপিত করা যায়, তাহলেও সেই সুস্থ ব্যক্তির ক্যান্সার হবে না বলেই জানিয়েছে চিকিৎসা বিজ্ঞান (Various treatment methods for cancer patients)।
আপনি জানেন যদি সঠিক সময়ে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পেতে পারেন আপনিও। আর তার জন্য মন কে শান্ত রাখতে হবে। ক্যান্সার বড় বিপদ আমরা জানি, কিন্তু সেই রোগীর সঙ্গে সময় কাটাতে পারলে ভাল লাগবে তার । ক্যান্সার নানা রকম চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সেরে ওঠে কিন্তু মনে রাখতে হবে সেই রোগী কোনভাবেই আর আগের জীবনে ফিরে আসতে পারে না।
ক্যান্সারের ক্ষেত্রে বংশগত প্রবণতার ঝুঁকি থাকলেও সকলের এই রোগ হবে এইরকম ভাবনার কোনও প্রয়োজন নেই। আপনি জানেন বহু ক্যান্সার রোগীর কর্মক্ষেত্রে একাধিক বার অপমান আর অবাঞ্ছিত অবস্থার মুখোমুখি হতে হয়, এই ঘটনাও সম্প্রতি প্রকাশ্যে এসে গেছে।
ক্যান্সার চিকিৎসার উন্নতি হচ্ছে দ্রুত:
আপনি কি জানেন দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি কথা যে ক্যান্সার চিকিৎসার উন্নতি হচ্ছে দ্রুত। অথচ এত বছরেও বায়োপ্সি নিয়ে মানুষের মনের ভুল ধারণা এখনও কাটল না। এটা করলে রোগ ছড়ায় না সেটা বিশ্বাস করতে শিখুন।শুধু এই রোগেই নয় আরও অন্যান্য রোগেও এই পরীক্ষা করা হয়ে থাকে। আরেকটা কথা হল অপারেশন করলে ক্যান্সার ছড়ায় না, এটা বিজ্ঞান বলছে।
তাই ডাক্তার যদি মনে করেন অপারেশন করতে হবে তাহলে তার কথার মর্যাদা দিন। অবৈজ্ঞানিক ভাবনা চিন্তাকে অযথা প্রশ্রয় দেবেন না। মানুষকে আপন করে নিতে শিখুন। রোগ এমনিতেই কতটা দূরত্ব তৈরি করতে পারে করোনা তা দেখিয়েছে। ক্যান্সার নিয়ে অযথা ভুল ধারণা ছড়াবেন না এবং প্রশ্রয় দেবেন না।