Breaking Bharat: তালা আবিষ্কার! তালা চাবি নিয়ে কোনো প্রশ্ন আছে? মানে ব্যবহার করেন নিশ্চয়ই, তবে উৎপত্তি কী ভাবে? বন্ধ মানেই তালা, খুলতে গেলেই চাবি – এই হল তালা চাবির সম্পর্ক (Use the lock key)। কিন্তু উৎপত্তি কোথা থেকে? চলুন তালা চাবি নিয়ে আজ একটু পড়াশোনা করা যাক।
একে অন্যকে যমজ সম্পর্কের ভাই বোন বলতে পারেন বটে। আসলে তালা কোনও কিছু বন্ধ করতে কাজে লাগে। আগে এই কাজটা দড়ি করতো।
মানে দরজা বা বাক্স কোনো কিছু দড়ি দিয়ে বেঁধে রাখার রীতি এভাবেই ছিল আগে। কিন্তু পরবর্তীতে কাঠ বা ধাতুর তালা চাবি আবিষ্কার হয়। ইতিহাসবিদরা মনে করেন মিশর, গ্রীস আর রোম মূলত এই তিন দেশেই আসলে তালাচাবির আবিষ্কার। হিসেব করে বলা যায় আজ থেকে প্রায় বছর ছয়েক আগে মিশরে প্রথম তালা আবিষ্কার হয় যদিও তা ছিল কাঠের।
তালা চাবি ব্যবহার উৎপত্তি কীভাবে?
ঠিক কোন সভ্যতায় তালা চাবির আবিষ্কার হয়েছিল সেটা বলা বেশ মুশকিল। ধারণা করা হয় যে কাঠের তালা খুব একটা মজবুত বা টেকসই ছিল না। যাদের গায়ে শক্তি বেশি তারা সহজেই সেই তালা ভেঙে ফেলতে পারতো। ফলে বিকল্প ভাবনা চিন্তা করা শুরু হয়। আনুমানিক যীশু খ্রিস্টের জন্মের আগে গ্রীক এবং রোমানরা ‘ভাল মানের তালা চাবি তৈরি‘ করার দিকে মন দেন।
যদিও প্রথম চেষ্টা গ্রীকরা করলেও তাতে সেভাবে সাফল্য আসে নি। অবশেষে হাল ধরেন রোমানরা। জানা যায় রোমানরা প্রথম তালা বানাতে ধাতুর ব্যবহার করেন। তারা যে চাবিগুলো তৈরি করেন তার আকার ছোট হওয়ায় তা সহজে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। পকেটে বা গলায় চাবি ঝোলানো যেত। মনে করা হয় সেই সময় থেকেই খাঁজকাটা চাবি ব্যবহারের প্রচলন হয়। যদিও রোমান সাম্রাজ্যের পতনের পর আর সেভাবে কোনও আবিষ্কার হয়নি।
আরো পড়ুন – অভিনয় না করেও বলিউডের মালাইকা আরোরা কি করে কোটি কোটি টাকা রোজগার করে?
এরপর আপনাকে আসতে হবে অষ্টাদশ শতকে। সেই সময়ে নতুন কিছু আবিষ্কারের প্রবণতা আর মানসিকতা বাড়ে। ইতিহাস ঘেঁটে জানা যায় ১৭৮৪ সাল নাগাদ জোসেফ ব্রামাহ একটি বিশেষ ধরনের তালা তৈরি করেছিলেন, যা কিনা পরবর্তী প্রায় ৬৭ বছরেও কেউ ভাঙতে পারেনি ।
এরপর ১৮১৮ সালে জেরেমিয়াহ চাব এক ধরনের তালা তৈরি করেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে তালা। আর সেই মতো তৈরি হয়েছে চাবি। ১৮৪৮ সালে আমেরিকার লাইনাস ইয়েল নিজেদের ব্যবহারের জন্য পিন টাম্বলার নামের তালার আবিষ্কার করেন বলে জানা যায়। তাদের তালা চাবির দোকান ছিল। যদিও পারিবারিক ব্যবসায় একদম মন ছিল না তার ছেলের।
আরো পড়ুন – ‘বাঘের মাসি বিড়াল’কে ভালোবেসে আদর করে পোষ্য করে রাখেন কেন?
শেষমেষ বাবার জেদের কাছে হার মেনে সেই ব্যবসায় মন দেন। তিনি ছবি আঁকতে ভালবাসতেন।।তার শিল্প সত্তাকে কাজে লাগিয়ে স্পেশাল ডিজাইনের তালা চাবি তৈরি করেন। পরবর্তী কালে তার বাবার আবিষ্কারকে আরও এগিয়ে নিয়ে যান তিনি। ইতিহাসবিদরা মনে করেন লাইনাস ইয়েলের তালার ডিজাইন এখনকার সময়ও ব্যবহার করা হয়।জেমস সার্জেন্ট ১৮৫৭ এবং ১৮৭৩ সাল নাগাদ কম্বিনেশন তালা চাবি আবিষ্কার করেন।
আরো পড়ুন – আপনার কি যখন তখন কান খোঁচানোর অভ্যাস আছে? অভ্যাস বদলান না হলে বিপদ বাড়বে!
তাই সঠিক ভাবে দিন তারিখ না মিললেও তালা আর চাবির গুরুত্ব যে অসীম সে আর নতুন করে লেখার নেই বটে!