Breaking Bharat : সন্তান যতদিন না পর্যন্ত বড় হচ্ছেন ততদিন পর্যন্ত ওই সন্তানের সমস্ত রকম ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে বাবাকেই ঐতিহাসিক সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আদালতের (Supreme Court)। স্বামী এবং স্ত্রীর বিবাদ সংক্রান্ত একটি মামলায় এমনই রায় দিল সুপ্রিম কোর্ট।
এদিন দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার ভরণ-পোষণের দায়িত্ব বাবার। বিচারপতি এম এ শাহ এবং বিচারপতি এ এস বোপন্নার এই রায় দিয়েছেন। স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটলেও সন্তানের ভবিষ্যৎ (child’s future) যাতে অনিশ্চিত না হয়ে পড়ে তা নিশ্চিত করতেই এই রায়দান।
ভারতীয় এক সেনা অফিসার ও তার স্ত্রীর বিবাহের পর সন্তানের দায়িত্ব নিয়ে একটি অনিশ্চয়তার তৈরি হয়েছিল। উল্লেখ্য ওই সেনা অফিসার ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।দাম্পত্য বিবাহে কারণে ২০১১ থেকে আলাদা থাকতে শুরু করেছিলেন তারা,এরপর আইনি বিচ্ছেদও ঘটে গেছে। বিবাহ বিচ্ছেদের পর ১৪২ ধারা প্রয়োগ করে সন্তানের ভরণপোষণের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার জন্য পারিবারিক আদালত এবং হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট ওই সেনা অফিসারকে।
আরো পড়ুন- Mosquitoes : সারাক্ষণ কানের সামনে মশা ভনভন, এরা কি কোনও উপকারে লাগে?
আরো পড়ুন- নিজের সন্তানকে অভাবের যন্ত্রণাটা বুঝতে দিন? এটাও দরকারি! Breaking Bharat
কিন্তু হঠাৎই ২০১৯ সালের এই অর্থ দেওয়া বন্ধ করে দেন ওই সেনা অফিসার। প্রতিবাদে আদালতের দ্বারস্থ হন তাঁর প্রাক্তন স্ত্রী। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি ১৪২ধারা প্রয়োগ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে সন্তানের ভরণ-পোষণের খরচ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরো পড়ুন- জোয়ার ভাটা কি ভাবে সৃষ্টি হয়? জীবনের উত্থান পতনের সাথে এর কি কোন সম্পর্ক আছে?
এও জানানো হয়েছে বাবার সম মানের জীবন-যাপন করার অধিকার রয়েছে সন্তানের। তা নিশ্চিত করতে হবে বাবাকেই। কোন অবস্থাতেই সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত করে রাখতে পারবেন না বাবা। তাই যতদিন না পর্যন্ত সন্তান প্রাপ্তবয়স্ক না হচ্ছে ততদিন পর্যন্ত সন্তানের সমস্ত রকম ভরণ-পোষণের দায়িত্ব থাকবে বাবার।