Breaking Bharat: কানে হেডফোন দিয়ে রেললাইনে বসে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই ছাত্রের । সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বনগাঁ- শিয়ালদহ শাখার অশোকনগর ও গুমা স্টেশনের মাঝে কাঞ্চন পল্লী এলাকায় । মৃতরা হল অশোকনগর এজি কলোনির বাসিন্দা সিরুপন দে(১৮) ও কাঞ্চনপল্লীর বাসিন্দা সৌভিক দাস (১৫) । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ডাউন ঠাকুরনগর থেকে শিয়ালদহ গামী ট্রেনের (Train from Thakurnagar to Sealdah) ধাক্কায় ঘটনাস্থলেই দুই ছাত্রীর দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় । পরে জিআরপি টুকরো টুকরো দেহাংশ উদ্ধার করে ।
ট্রেন চালক রেললাইনের ওপর যুবকদের দেখে ঘনঘন হর্ন বাজালেও কানে হেডফোন থাকায় তারা বুঝতে পারেনি যার ফলে ঘটেছে দুর্ঘটনা এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রতিনিয়ত এই এলাকায় রেল লাইনের উপরে গেমের আসর বসায় অল্প বয়সী ছেলেরা ।
স্থানীয়রা আপত্তি জানালেও তাতে কর্ণপাত করেনি তারা । এদিন অল্পবয়সী তিনটি ছেলে ডাউন লাইনে পাশাপাশি বসে গেম খেলছিল দেখে সাবধান করেছিল স্থানীয় বাসিন্দা সংকর সিকদার নামে এক ব্যক্তি ।তবে তাতে কর্ণপাত করেনি তারা । জানা গিয়েছে সৌভিক দাস অশোকনগরের একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পড়ুয়া এবং সিরুপন দে হাবড়ার প্রফুল্লনগর বিদ্যামন্দিরের সায়েন্স বিভাগের দ্বাদশ শ্রেণীর মেধাবী পড়ুয়া।
অষ্টম শ্রেণীর পড়ুয়া সৌভিক দাসের দিদা বাসন্তী দাস জানিয়েছেন মোবাইল গেমের জন্যই আমার নাতিকে আমরা হারালাম। তাই তিনি গেম বন্ধের দাবি তুলেছেন।ট্রেনের ধাক্কায় মৃত্যু মেধাবী ছাত্র শিরুপনের ভাই পার্থসারথি দে জানিয়েছে দাদার গেমের নেশা ছিল বাড়িতেও গেম খেলত। এদিন পড়ার নাম করে দাদা বাড়ি থেকে বের হয় তার পরেই মৃত্যুর ঘটনার খবর পাই।
ঘটনাস্থল থেকে গতকাল রাতে রেল পুলিশ ব্যাগভর্তি বই খাতা পেন এবং যে ফোনে গেম খেলছিল সেই ফোন উদ্ধার করে। ঠাকুরনগরের পরে অশোকনগরে আবার ফের মোবাইল গেমের কারণে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারের পাশাপাশি গোটা এলাকায়।