Breaking Bharat: জল ছাড়া জীবন বাঁচে না। কিন্তু জল যদি বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু ক্ষতি আপনারই। তাই বিশুদ্ধ জল খাওয়া দরকার। আর জল বিশুদ্ধ মানেই আর্সেনিকমুক্ত। কিন্তু আপনি কি জানেন আর্সেনিক কী? আর কেন সেটি থাকলে জল অশুদ্ধ হয়ে যায়? (Is tube well water safe to drink?)
আপনাকে জানিয়ে রাখি আর্সেনিক (Arsenic) হল স্ফটিক আকারের একটি ধাতব মৌল, যা ভঙ্গুর এবং ফিকে ধূসর বা সাদা বর্ণের হতে পারে। যদি রাসায়নিক বিক্রিয়াগত বিষয় দেখেন তাহলে পিরিয়ডিক চার্টে AS এর অবস্থান ৫ নম্বর গ্রুপে, আণবিক সংখ্যা ৩৩ এবং আণবিক ওজন ৭৪.৯২। প্রকৃতিতে কিন্তু আর্সেনিক মুক্ত মৌল হিসেবে সাধারণত পাওয়া যায় না। মানে এটি সবসময়ই যৌগ।
সহজেই অক্সিজেন, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন, সীসা, পারদ, সোনা, লোহার সঙ্গে যৌগরূপে আর্সেনিক অবস্থান করে। অর্থাৎ আর্সেনিক প্রধানত অক্সাইড, হাইড্রোজেন, সালফাইড, আর্সেনাইট এবং আর্সেনেট যৌগ হিসেবে মেলে।
আর্সেনিক প্রকৃতিতে কোথায় কীভাবে পাওয়া যায়?
ভূ-গর্ভস্থ শিলাস্তরের সঙ্গে মিশে আছে আর্সেনিকের বিভিন্ন খনিজ। পরিবেশবিদরা বলেন পৃথিবীর মাটিতে প্রতি কেজিতে ১.৫ থেকে ২ মিলিগ্রাম হিসেবে আর্সেনিক থাকে। তবে দূষণযুক্ত মাটিতে আর্সেনিকের পরিমাণ কেজি প্রতি ৫৫০ মিলিগ্রাম পর্যন্ত থাকতে পারে। জলেও আর্সেনিক বিদ্যমান অর্থাৎ প্রাকৃতিক জলাধারে প্রতি লিটারে ১-২ মাইক্রোগ্রাম আর্সেনিক থাকে।(tube well water quality)
কিন্তু আর্সেনিক কখন ক্ষতিকর হয়ে ওঠে?
আর্সেনিক একটি মারাত্মক বিষ। এই বিষের মারণ মাত্রা ১২৫ মিলিগ্রাম। পারদের তুলনায় এই বিষ চারগুণ শক্তিশালী। আর্সেনিকের বিষক্রিয়ায় (Arsenic poisoning) মানব দেহে একাধিক সমস্যা হতে পারে ।
আরো পড়ুন- Tongue : শরীর অসুস্থ? ডাক্তার কী বললেন? জিভ দেখতে চেয়েছেন নিশ্চয়ই, কেন বলুন তো?
কোন নলকূপে আর্সেনিক বেশি?এটার উত্তর হল অগভীর নলকূপ। গভীর নলকূপে আর্সেনিকের উপস্থিতি তুলনামূলক কম হয়। সমীক্ষা বলছে প্রায় ৫০-১৫০ ফুট গভীরতার নলকূপের জলে আর্সেনিকের উপস্থিতি সবথেকে বেশি। তাই স্বভাবতই যত বেশি গভীরে নলকূপ স্থাপন করা যায় আর্সেনিকের পরিমান ততই কমতে থাকে (is tube well water safe for drinking)।