Breaking Bharat: “দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি” – ট্রাকের পিছনে এমনসব ছড়া লেখার কী দরকার? নিত্যদিন নানা কাজে বাড়ি থেকে বেরোতে হয় আমাদের। আর তখনই গাড়ির পিছনে লেখা নানা লাইন দৃষ্টি আকর্ষন করে আমাদের (the back of a lorry)। কখনও হাসি কখনও ব্যঙ্গ করি। কিন্তু এর পেছনেও আছে গভীর কারণ আর শিল্প ভাবনা।
ট্রাক অথবা লরির পিছনে ছড়া লেখা থাকে কেন?
গণপরিবহণ মানে অগুনতি ঘটনার সাক্ষী হওয়া। ট্রাক, বাস, অটোরিক্সা এমন কি সাইকেলের
পেছনে বিভিন্নরকম উক্তি, বাণী, ছড়া, আমরা দেখতে পাই। কিন্তু কোথা থেকে বা কবে থেকে বা কার থেকে এর উৎপত্তি সেটা কেউ জানেন না। তবে মনে করা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই মূলতঃ এর চল বাড়ে। সেই সময় পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে ট্রাক বা লরি ব্যবহার হত। তখনকার রাস্তাঘাট আজকের মতো এত চওড়া ছিল না।
সেক্ষেত্রে দূর্ঘটনা এড়াতে অনেক সময় এইসব লেখাই সংকেত হিসেবে কাজ করত। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে হয়তো। ট্রাকের পেছনে লেখা থাকতো, OK। এই OK লিখে বুঝানো হতো, On Kerosene, অর্থাত্ গাড়ীতে কেরোসিন তেল মানে দাহ্য পদার্থ আছে। তাই দূর্ঘটনা এড়াতে পেছনের গাড়ী নিরাপদ দূরত্ব বজায় রাখত। কিন্তু সময়ের পরিবর্তনে এসব কথাই নীতি বাক্যের আকারে লেখা হতে শুরু করে। কখনও আবার ট্রাফিক গাইড লাইন (truck poem)।
আরো পড়ুন- Horses Sleep Standing Up : ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায়? কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোনো যায় কি?
আরো পড়ুন- Car tires : গাড়ির টায়ারে কেন বারে বারে হাওয়া দিতে হয় ? নিরেট টায়ার কেন বানানো হয় না?
যেমন, OK থেকে “Horn Please OK” বা “Keep Safe Distance” বা “Use Dipper at Night” ইত্যাদি। এরসঙ্গে জুড়ে গেল ছবি আঁকা। ব্যস অভিনবত্ব তৈরি হল। তা সবার বেশ পছন্দও হল।আপনি জানলে অবাক হবেন নতুন ট্রাক বা বাসের বডি রং করার সময়ই, পেছনে কী লেখা হবে, সেটা ঠিক হয়ে যায়। এই কাজটা অবেগেই পেশাগত ভাবে করে থাকেন। যাঁরা এসব গণ পরিবহনের বডি পেইন্টিং এর কাজ করেন, তাঁদের কাছেই অনেকসময় নানারকম উক্তির, রীতিমত ক্যাটালগ থাকে (Trucker Pichone aisab chora lekha thake)।
আরো পড়ুন- Begunkodar railway Station : ভুতে বিশ্বাস করেন ? কোনওদিন গেছেন ভুতুড়ে কোনও স্টেশনে?
কিছু কথা বড্ড সত্যি, কিছু আবার মন ছুঁয়ে যায়। কোনও লেখায় সাহিত্য রস চোখে পড়ার মতো। সব মিলিয়ে আসতে যেতে চলতি পথে এভাবেই লেখাগুলো মুহূর্তের সঙ্গী হয়ে থাকে।